ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

লেবাননে ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৩৬, আহত ১৫০

লেবাননে অব্যাহতভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। দেশটির রাজধানী বৈরুতসহ বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় আরও অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন।

বুধবার (০৯ অক্টোবর)এক প্রতিবেদনে আলজাজিরা এ তথ্য জানায়।

আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে রাজধানী বৈরুতসহ পূর্বাঞ্চলের বেক্কা ভ্যালিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এ হতাহতের ঘটনা ঘটেছে। এ নিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে এক হাজার ৪০০ এর মতো লোক নিহত হয়েছেন। তাদের মধ্যে সামরিক, বেসামরিক এবং স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন।

প্রতিবেদনে আরও জানিয়েছে, অভিযানের কারণে লেবাননের ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এ জনসংখ্যা লেবাননের মোট জনসংখ্যার চারভাগের প্রায় এক ভাগ। উত্তেজনার বাড়ার পর থেকে গত তিন সপ্তাহ ধরে তারা বাস্তুচ্যুত রয়েছেন।

এদিকে লেবাননের প্রতি কঠোর হঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, লেবাননকে ‘গাজার মতো’ ধ্বংসের মুখোমুখি করা হতে পারে। এছাড়া হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ও তার সম্ভাব্য স্থলাভিষিক্ত ব্যক্তিকে ইসরায়েল হত্যা করেছে বলেও দাবি করেন তিনি। হিজবুল্লার ডেপুটি লিডার নাইম কাসেম বলেন, তাদের ক্ষমতা ও কমান্ড কাঠামো এখনও অক্ষত রয়েছে। তারা ইসরায়েলের বন্দর শহর হাইফাতে তারা ব্যাপক রকেট হামলা চালিয়েছে।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে আজহারির মাহফিলে চুরি, ২২ নারী আটক

লেবাননে ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৩৬, আহত ১৫০

আপডেট সময় ০৯:৩১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

লেবাননে অব্যাহতভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। দেশটির রাজধানী বৈরুতসহ বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় আরও অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন।

বুধবার (০৯ অক্টোবর)এক প্রতিবেদনে আলজাজিরা এ তথ্য জানায়।

আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে রাজধানী বৈরুতসহ পূর্বাঞ্চলের বেক্কা ভ্যালিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এ হতাহতের ঘটনা ঘটেছে। এ নিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে এক হাজার ৪০০ এর মতো লোক নিহত হয়েছেন। তাদের মধ্যে সামরিক, বেসামরিক এবং স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন।

প্রতিবেদনে আরও জানিয়েছে, অভিযানের কারণে লেবাননের ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এ জনসংখ্যা লেবাননের মোট জনসংখ্যার চারভাগের প্রায় এক ভাগ। উত্তেজনার বাড়ার পর থেকে গত তিন সপ্তাহ ধরে তারা বাস্তুচ্যুত রয়েছেন।

এদিকে লেবাননের প্রতি কঠোর হঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, লেবাননকে ‘গাজার মতো’ ধ্বংসের মুখোমুখি করা হতে পারে। এছাড়া হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ও তার সম্ভাব্য স্থলাভিষিক্ত ব্যক্তিকে ইসরায়েল হত্যা করেছে বলেও দাবি করেন তিনি। হিজবুল্লার ডেপুটি লিডার নাইম কাসেম বলেন, তাদের ক্ষমতা ও কমান্ড কাঠামো এখনও অক্ষত রয়েছে। তারা ইসরায়েলের বন্দর শহর হাইফাতে তারা ব্যাপক রকেট হামলা চালিয়েছে।