ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারাল বিশ্বকাপে যায়গা না পাওয়া দল মহররমের চাঁদ দেখা যায়নি, আশুরা ১৭ জুলাই যুক্তরাষ্ট্রের জিম্মি মুক্তির বিষয়ে প্রস্তাব গ্রহণ করেছে হামাস চলমান আন্দোলনকে আদালত বিরোধী বলা দেশকে মেধাশূণ্য করার নামান্তর: ইসলামী আন্দোলন নারীর গোসলের ভিডিও করতে গিয়ে জনতার হাতে আটক পুলিশ সদস্য ডুয়েট শিক্ষার্থী রিফাত-তাওহীদ এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় এলাকায় সক্রিয় চাঁদাবাজ চক্র রাতের আঁধারে ১০ হাজার কলাগাছ কেটে দেওয়ার অভিযোগ বগুড়ায় স্বপ্নপূরণ স্কুলে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা যুক্তরাজ্যে লেবার পার্টি থেকে এমপি হলেন ২২ বছরের স্যাম কার্লিং কোটা ব্যবস্থা সম্পূর্ণভাবে সংবিধানবিরোধী: জি এম কাদের

জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরাইলের

জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরাইলের

জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরাইল। জাতিসংঘের এই প্রস্তাবকে ‘জঘন্য’ বলে উল্লেখ করেছেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। শুক্রবার গাজায় ‘মানবিক যুদ্ধবিরতির’ প্রস্তাবটি বিপুল ভোটে এগিয়ে থেকে সাধারণ পরিষদে গৃহীত হয়েছিল। খবর আনাদোলু এজেন্সি’র। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন এক্সে (সাবেক টুইটার) বলেন, আমরা গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছি। এটি একটি জঘন্য প্রস্তাব।

কোহেন জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যানের পর বলেন, আমরা হামাসকে নির্মূল করতে চাই। যেভাবে নাৎসি ও আইএসকে নির্মূল করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক, ফিলিস্তিন, মিসর, জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ ৫০টি দেশ যুদ্ধবিরতির এ প্রস্তাব উপস্থাপন করে। এই প্রস্তাবটি ১২০/১৪ ভোটে পাস হয়েছে। ৪৫টি দেশ এই প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল।

এই প্রস্তাবে, গাজায় বেসামরিক নাগরিকদের ওপর আগ্রাসনের নিন্দা করা হয়েছে। তাছাড়া সন্ত্রাসী কার্যক্রম ও নির্বিচারে আক্রমণ করা এবং পাল্টা-আক্রমণে উসকানি দেওয়ারও নিন্দা জানানো হয়েছে। জাতিসংঘের এই প্রস্তাবের মাধ্যমে সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এছাড়া এই প্রস্তাবে সহিংসতা বন্ধের ওপর জোর দেওয়া হয়েছে।

গাজায় যুদ্ধবিরতিতে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব পাসগাজায় যুদ্ধবিরতিতে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব পাস সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবে কোনো দেশের ভেটো ক্ষমতা নেই। তবে সেখানে গৃহীত প্রস্তাব বাস্তবায়নের কোনও আইনি বাধ্যবাধকতাও নেই, কিন্তু রাজনৈতিক গুরুত্ব রয়েছে। এর আগে, গত কয়েক দিনে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন ও ইসরাইল ইস্যুতে একাধিক প্রস্তাব উত্থাপন করা হলেও তার কোনোটিই পাস হয়নি।

বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারাল বিশ্বকাপে যায়গা না পাওয়া দল

জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরাইলের

আপডেট সময় ০১:৫৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরাইল। জাতিসংঘের এই প্রস্তাবকে ‘জঘন্য’ বলে উল্লেখ করেছেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। শুক্রবার গাজায় ‘মানবিক যুদ্ধবিরতির’ প্রস্তাবটি বিপুল ভোটে এগিয়ে থেকে সাধারণ পরিষদে গৃহীত হয়েছিল। খবর আনাদোলু এজেন্সি’র। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন এক্সে (সাবেক টুইটার) বলেন, আমরা গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছি। এটি একটি জঘন্য প্রস্তাব।

কোহেন জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যানের পর বলেন, আমরা হামাসকে নির্মূল করতে চাই। যেভাবে নাৎসি ও আইএসকে নির্মূল করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক, ফিলিস্তিন, মিসর, জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ ৫০টি দেশ যুদ্ধবিরতির এ প্রস্তাব উপস্থাপন করে। এই প্রস্তাবটি ১২০/১৪ ভোটে পাস হয়েছে। ৪৫টি দেশ এই প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল।

এই প্রস্তাবে, গাজায় বেসামরিক নাগরিকদের ওপর আগ্রাসনের নিন্দা করা হয়েছে। তাছাড়া সন্ত্রাসী কার্যক্রম ও নির্বিচারে আক্রমণ করা এবং পাল্টা-আক্রমণে উসকানি দেওয়ারও নিন্দা জানানো হয়েছে। জাতিসংঘের এই প্রস্তাবের মাধ্যমে সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এছাড়া এই প্রস্তাবে সহিংসতা বন্ধের ওপর জোর দেওয়া হয়েছে।

গাজায় যুদ্ধবিরতিতে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব পাসগাজায় যুদ্ধবিরতিতে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব পাস সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবে কোনো দেশের ভেটো ক্ষমতা নেই। তবে সেখানে গৃহীত প্রস্তাব বাস্তবায়নের কোনও আইনি বাধ্যবাধকতাও নেই, কিন্তু রাজনৈতিক গুরুত্ব রয়েছে। এর আগে, গত কয়েক দিনে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন ও ইসরাইল ইস্যুতে একাধিক প্রস্তাব উত্থাপন করা হলেও তার কোনোটিই পাস হয়নি।