বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নতুন আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে বাগেরহাট বাসস্ট্যান্ডে অবস্থিত ইউনিয়নের কার্যালয়ে এই কমিটি গঠনের জন্য বিশেষ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: শামিম খান, সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। নবগঠিত কমিটিতে মো: আশরাফ হোসেন (আশা), মো: রেজাউল করিম, এবং মো: আনোয়ার হোসেন (আনো) যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন মো: সাইফুল ইসলাম। কমিটির সদস্য সংখ্যা ১৩ জন।
সভাপতি মো: শামিম খান তার বক্তব্যে কমিটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি জানান, বাগেরহাট বাস শ্রমিক ইউনিয়ন হবে সম্পূর্ণ মাদকমুক্ত ও চাঁদাবাজি মুক্ত। আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে একতাবদ্ধ হয়ে কাজ করব। তার এই বক্তব্য শ্রমিকদের মধ্যে নতুন উদ্যমের সৃষ্টি করেছে।
বাস মালিক সমিতির আহ্বায়ক মশিউর রহমান সেন্টু নবগঠিত কমিটির প্রতি তার আস্থা ও প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আমরা আশা করি, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং শ্রমিক ইউনিয়নকে আরও সুসংগঠিত ও কার্যকর করে তুলবে।
সভায় নবনির্বাচিত ১৩ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সংগঠনের সাংগঠনিক নীতিমালা অনুসরণ করে চলার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সকলের কল্যাণ কামনা করা হয়।