ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাজারে কমছে চালের দাম,বন্দরে ঢুকছে ভারতীয় চাল বোঝাই শত শত ট্রাক Logo চকরিয়া থানায় যুবকের মৃত্যু: এএসআইসহ ৩ পুলিশ প্রত্যাহার Logo ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ, পদত্যাগ করলেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী Logo কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি, দুই নেতাকে বহিষ্কার Logo জাকসুতে কর্মী সংকটে প্যানেল ঘোষণা করতে পারছে না বামপন্থী ছাত্রসংগঠনগুলো Logo আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার Logo দেশকে বিরাজনীতিকরণে নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয়: মির্জা আব্বাস Logo লিটনকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা Logo নীতি পরিপন্থী কার্যকলাপের জন্য মৌলভীবাজার জেলা বিএনপি নেতার পদ স্থগ Logo ফ্যাসিবাদী বিজেপি’ ও মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. ইউনূস

২০২৫ সালে বিশ্বের সবচেয়ে প্রভাশালী ৫০০ জন ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে আম্মানের দ্যা রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)। তালিকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ ব্যক্তিদের মধ্যে রয়েছেন।

বিশ্বব্যাপী মুসলিমদের প্রভাব ও অবদান পর্যালোচনা করে প্রতি বছর প্রকাশিত হয় ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস।’ এটি এরই মধ্যে ১৬তম সংস্করণে পৌঁছেছে। বিশ্বের ২.১ বিলিয়নেরও বেশি মুসলিমের মধ্যে যাদের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, তাদের বেছে নেয়াই এই প্রকাশনার মূল লক্ষ্য।

ধর্মীয় চিন্তাভাবনা এবং রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে শিল্প ও সংস্কৃতি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে অবদান রাখছেন এবং নিজ দেশে ও দেশের বাইরে মুসলমান সম্প্রদায়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে যাচ্ছেন এমন ব্যক্তিরা ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শিরোনামের এ তালিকায় স্থান পান।

মোট ৫টি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের তালিকা তৈরি করা হয়। এর মধ্যে প্রধানতম ক্যাটাগরি তিনটি- সামাজিক, ধর্মীয় ও বৈশ্বিক। এই প্রভাব সামাজিক বা সাংস্কৃতিক অঙ্গনে হতে পারে, অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখতে পারে বা ধর্মীয় শাসন ও রাজনৈতিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এবারের তালিকায় টপ ৫০ প্রভাবশালী মুসলিম ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ৪৫০ জনের একটি সম্প্রসারিত তালিকাও প্রকাশিত হয়েছে। এছাড়াও, বিশেষ উল্লেখের মাধ্যমে বেশ কিছু বিশিষ্ট মুসলিমদের নামও ওঠে এসেছে এ তালিকায়। যাদের অবদান ছোট হলেও গুরুত্বপূর্ণ।

আর এই টপ ৫০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের মধ্যেই স্থান পেয়েছেন অধ্যাপক ড. ইউনূস। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস।

জনপ্রিয় সংবাদ

বাজারে কমছে চালের দাম,বন্দরে ঢুকছে ভারতীয় চাল বোঝাই শত শত ট্রাক

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. ইউনূস

আপডেট সময় ০৭:০৩:১১ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

২০২৫ সালে বিশ্বের সবচেয়ে প্রভাশালী ৫০০ জন ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে আম্মানের দ্যা রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)। তালিকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ ব্যক্তিদের মধ্যে রয়েছেন।

বিশ্বব্যাপী মুসলিমদের প্রভাব ও অবদান পর্যালোচনা করে প্রতি বছর প্রকাশিত হয় ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস।’ এটি এরই মধ্যে ১৬তম সংস্করণে পৌঁছেছে। বিশ্বের ২.১ বিলিয়নেরও বেশি মুসলিমের মধ্যে যাদের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, তাদের বেছে নেয়াই এই প্রকাশনার মূল লক্ষ্য।

ধর্মীয় চিন্তাভাবনা এবং রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে শিল্প ও সংস্কৃতি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে অবদান রাখছেন এবং নিজ দেশে ও দেশের বাইরে মুসলমান সম্প্রদায়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে যাচ্ছেন এমন ব্যক্তিরা ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শিরোনামের এ তালিকায় স্থান পান।

মোট ৫টি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের তালিকা তৈরি করা হয়। এর মধ্যে প্রধানতম ক্যাটাগরি তিনটি- সামাজিক, ধর্মীয় ও বৈশ্বিক। এই প্রভাব সামাজিক বা সাংস্কৃতিক অঙ্গনে হতে পারে, অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখতে পারে বা ধর্মীয় শাসন ও রাজনৈতিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এবারের তালিকায় টপ ৫০ প্রভাবশালী মুসলিম ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ৪৫০ জনের একটি সম্প্রসারিত তালিকাও প্রকাশিত হয়েছে। এছাড়াও, বিশেষ উল্লেখের মাধ্যমে বেশ কিছু বিশিষ্ট মুসলিমদের নামও ওঠে এসেছে এ তালিকায়। যাদের অবদান ছোট হলেও গুরুত্বপূর্ণ।

আর এই টপ ৫০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের মধ্যেই স্থান পেয়েছেন অধ্যাপক ড. ইউনূস। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস।