ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হাতে প্রাণ গেল যুবকের

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হাতে প্রাণ গেল যুবকের

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত সোহান হোসেন সোহাগ (২৭) পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামের কৃষক মো. কোবাদ আলির বড় ছেলে‌। ৬ অক্টোবর ভোরে তিনি পাবনা থেকে ঢাকায় আসেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক ওই যুবকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সোহাগের ছোট ভাই শাওন হোসেন জানিয়েছেন, একটি কাজে শনিবার রাতে পাবনা থেকে ঢাকায় এসেছিলেন সোহাগ। রবিবার ভোরে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন নিয়ে তাকে রাস্তায় ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি কাছাকাছি হাসপাতালে নেয়। পরে সেখান থেকে সকাল পৌনে ৬টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, “মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।”

জনপ্রিয় সংবাদ

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হাতে প্রাণ গেল যুবকের

আপডেট সময় ১২:৩৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত সোহান হোসেন সোহাগ (২৭) পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামের কৃষক মো. কোবাদ আলির বড় ছেলে‌। ৬ অক্টোবর ভোরে তিনি পাবনা থেকে ঢাকায় আসেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক ওই যুবকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সোহাগের ছোট ভাই শাওন হোসেন জানিয়েছেন, একটি কাজে শনিবার রাতে পাবনা থেকে ঢাকায় এসেছিলেন সোহাগ। রবিবার ভোরে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন নিয়ে তাকে রাস্তায় ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি কাছাকাছি হাসপাতালে নেয়। পরে সেখান থেকে সকাল পৌনে ৬টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, “মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।”