ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল Logo চট্রগ্রাম বন্দরে ১২০০ টন কাচামাল নিয়ে জাহাজডুবি Logo রিশাদের রেকর্ড বোলিংয়ে মিরপুরে বাংলাদেশের বড় জয় Logo মৌলভীবাজারে এম নাসের রহমানের নির্বাচনী গণসংযোগ শুরু Logo একাত্তরের শহিদ আবদুর রবের কবর জিয়ারত করলেন চাকসুর ভিপি-জিএসরা Logo ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াত আমির Logo ‘শহীদ মুগ্ধের বাবা ও আতিকুলকে চেনেন না, তিনি শুধু চিনেন এস আলমের গাড়ি Logo “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, পাকিস্তানের সব উপকার ভুলে গেছে আফগানিস্তান” Logo বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সকল ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা Logo ‘শাহজালাল বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে’

বিপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক ৬০ লাখ ও সর্বনিম্ন ১০ লাখ

বিপিএলে পারিশ্রমিক সর্বোচ্চ ৬০ লাখ ও সর্বনিম্ন ১০ লাখ

প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড় ড্রাফটের একটি রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, ড্রাফটের আগে রিটেইন ও ডাইরেক্ট সাইনিং মিলিয়ে সর্বোচ্চ ৩ জন স্থানীয় খেলোয়াড় নিতে পারবে দলগুলো। খেলোয়াড় ড্রাফট আগামী ১৪ অক্টোবর হবে বলে আগেই নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ জন্য গতকাল সাত দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

সব মিলিয়ে দলে সর্বনিম্ন ১০ ও সর্বোচ্চ ১৪ জন স্থানীয় খেলোয়াড় নেওয়া যাবে। এ ছাড়া ড্রাফটে থাকবে ৬টি ক্যাটাগরি। যেখানে সর্বোচ্চ পারিশ্রমিক ৬০ লাখ, সর্বনিম্ন ১০ লাখ টাকা রাখা হয়েছে। জানা গেছে, ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৬০ লাখ, ‘বি’ ৪০ লাখ, ‘সি’ ২৫ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫ ও ‘এফ’ ক্যাটারগরির খেলোয়াড়রা পাবেন ১০ লাখ টাকা করে।

অর্থাৎ আগের মৌসুম থেকে এবার পারিশ্রমিক কিছুটা কমেছে। গতবার ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৮০ লাখ, ‘বি’ ৫০ লাখ, ‘সি’ ৩০ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫, ‘এফ’ ১০ ও জি ক্যাটাগরির খেলোয়াড়রা ৫ লাখ টাকা করে পেয়েছেন। প্রতিবার বিপিএল শুরুর আগেই আলোচনার জন্ম দেয়। এবার গভর্নিং বডি বদলালেও দৃশ্যপটের পরিবর্তন হয়নি।

সর্বশেষ মৌসুমে খেলা ৩টি দল এবার অংশ নিচ্ছে না। সেখানে নতুন যাদের সুযোগ দিয়েছে বিসিবি এর মধ্যে চট্টগ্রাম ও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি এখনো এন্ট্রি ফি পরিশোধ করেনি। আজ মিরপুরে সাতটি দলের প্রতিনিধিদের সঙ্গে মিটিং শেষে সেটি স্বীকার করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, ‘এখনো কিছু পেমেন্ট বাকি আছে। আমরা সময় বাড়িয়েছি। আমাদের ড্রাফট যেহেতু ১৪ তারিখ। তার আগে আশা করি, সব কিছু ঠিক হয়ে যাবে।

জনপ্রিয় সংবাদ

দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল

বিপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক ৬০ লাখ ও সর্বনিম্ন ১০ লাখ

আপডেট সময় ১০:২৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড় ড্রাফটের একটি রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, ড্রাফটের আগে রিটেইন ও ডাইরেক্ট সাইনিং মিলিয়ে সর্বোচ্চ ৩ জন স্থানীয় খেলোয়াড় নিতে পারবে দলগুলো। খেলোয়াড় ড্রাফট আগামী ১৪ অক্টোবর হবে বলে আগেই নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ জন্য গতকাল সাত দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

সব মিলিয়ে দলে সর্বনিম্ন ১০ ও সর্বোচ্চ ১৪ জন স্থানীয় খেলোয়াড় নেওয়া যাবে। এ ছাড়া ড্রাফটে থাকবে ৬টি ক্যাটাগরি। যেখানে সর্বোচ্চ পারিশ্রমিক ৬০ লাখ, সর্বনিম্ন ১০ লাখ টাকা রাখা হয়েছে। জানা গেছে, ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৬০ লাখ, ‘বি’ ৪০ লাখ, ‘সি’ ২৫ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫ ও ‘এফ’ ক্যাটারগরির খেলোয়াড়রা পাবেন ১০ লাখ টাকা করে।

অর্থাৎ আগের মৌসুম থেকে এবার পারিশ্রমিক কিছুটা কমেছে। গতবার ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৮০ লাখ, ‘বি’ ৫০ লাখ, ‘সি’ ৩০ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫, ‘এফ’ ১০ ও জি ক্যাটাগরির খেলোয়াড়রা ৫ লাখ টাকা করে পেয়েছেন। প্রতিবার বিপিএল শুরুর আগেই আলোচনার জন্ম দেয়। এবার গভর্নিং বডি বদলালেও দৃশ্যপটের পরিবর্তন হয়নি।

সর্বশেষ মৌসুমে খেলা ৩টি দল এবার অংশ নিচ্ছে না। সেখানে নতুন যাদের সুযোগ দিয়েছে বিসিবি এর মধ্যে চট্টগ্রাম ও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি এখনো এন্ট্রি ফি পরিশোধ করেনি। আজ মিরপুরে সাতটি দলের প্রতিনিধিদের সঙ্গে মিটিং শেষে সেটি স্বীকার করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, ‘এখনো কিছু পেমেন্ট বাকি আছে। আমরা সময় বাড়িয়েছি। আমাদের ড্রাফট যেহেতু ১৪ তারিখ। তার আগে আশা করি, সব কিছু ঠিক হয়ে যাবে।