ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সুন্দরবনে বিএনপি’র কমিটিতে আওয়ামী লীগের কর্মীদের নাম Logo বাংলাদেশে ঢুকে আম গাছ কাটল বিএসএফ, সীমান্তে উত্তেজনা Logo দেশের মানুষ চায় তরুণরা সংসদে প্রতিনিধিত্ব করুক: সারজিস Logo ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo বিএনপির ভাবনায় শুধুই ভোট Logo ‘লাল সন্ত্রাস’চায় ঢাবি ছাত্র ইউনিয়ন নেতা, মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস Logo ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভায় যুদ্ধবিরতি অনুমোদন, কার্যকরের দিন ঘোষণা Logo বিএনপির অনুষ্ঠানে বক্তব্য দিলেন ছাত্রহত্যা আসামি শ্রমিকলীগ নেতা, খুঁজে পায় না পুলিশ Logo বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের লড়াই চালু থাকবে : জামায়াতের আমীর

বিপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক ৬০ লাখ ও সর্বনিম্ন ১০ লাখ

বিপিএলে পারিশ্রমিক সর্বোচ্চ ৬০ লাখ ও সর্বনিম্ন ১০ লাখ

প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড় ড্রাফটের একটি রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, ড্রাফটের আগে রিটেইন ও ডাইরেক্ট সাইনিং মিলিয়ে সর্বোচ্চ ৩ জন স্থানীয় খেলোয়াড় নিতে পারবে দলগুলো। খেলোয়াড় ড্রাফট আগামী ১৪ অক্টোবর হবে বলে আগেই নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ জন্য গতকাল সাত দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

সব মিলিয়ে দলে সর্বনিম্ন ১০ ও সর্বোচ্চ ১৪ জন স্থানীয় খেলোয়াড় নেওয়া যাবে। এ ছাড়া ড্রাফটে থাকবে ৬টি ক্যাটাগরি। যেখানে সর্বোচ্চ পারিশ্রমিক ৬০ লাখ, সর্বনিম্ন ১০ লাখ টাকা রাখা হয়েছে। জানা গেছে, ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৬০ লাখ, ‘বি’ ৪০ লাখ, ‘সি’ ২৫ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫ ও ‘এফ’ ক্যাটারগরির খেলোয়াড়রা পাবেন ১০ লাখ টাকা করে।

অর্থাৎ আগের মৌসুম থেকে এবার পারিশ্রমিক কিছুটা কমেছে। গতবার ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৮০ লাখ, ‘বি’ ৫০ লাখ, ‘সি’ ৩০ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫, ‘এফ’ ১০ ও জি ক্যাটাগরির খেলোয়াড়রা ৫ লাখ টাকা করে পেয়েছেন। প্রতিবার বিপিএল শুরুর আগেই আলোচনার জন্ম দেয়। এবার গভর্নিং বডি বদলালেও দৃশ্যপটের পরিবর্তন হয়নি।

সর্বশেষ মৌসুমে খেলা ৩টি দল এবার অংশ নিচ্ছে না। সেখানে নতুন যাদের সুযোগ দিয়েছে বিসিবি এর মধ্যে চট্টগ্রাম ও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি এখনো এন্ট্রি ফি পরিশোধ করেনি। আজ মিরপুরে সাতটি দলের প্রতিনিধিদের সঙ্গে মিটিং শেষে সেটি স্বীকার করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, ‘এখনো কিছু পেমেন্ট বাকি আছে। আমরা সময় বাড়িয়েছি। আমাদের ড্রাফট যেহেতু ১৪ তারিখ। তার আগে আশা করি, সব কিছু ঠিক হয়ে যাবে।

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে বিএনপি’র কমিটিতে আওয়ামী লীগের কর্মীদের নাম

বিপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক ৬০ লাখ ও সর্বনিম্ন ১০ লাখ

আপডেট সময় ১০:২৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড় ড্রাফটের একটি রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, ড্রাফটের আগে রিটেইন ও ডাইরেক্ট সাইনিং মিলিয়ে সর্বোচ্চ ৩ জন স্থানীয় খেলোয়াড় নিতে পারবে দলগুলো। খেলোয়াড় ড্রাফট আগামী ১৪ অক্টোবর হবে বলে আগেই নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ জন্য গতকাল সাত দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

সব মিলিয়ে দলে সর্বনিম্ন ১০ ও সর্বোচ্চ ১৪ জন স্থানীয় খেলোয়াড় নেওয়া যাবে। এ ছাড়া ড্রাফটে থাকবে ৬টি ক্যাটাগরি। যেখানে সর্বোচ্চ পারিশ্রমিক ৬০ লাখ, সর্বনিম্ন ১০ লাখ টাকা রাখা হয়েছে। জানা গেছে, ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৬০ লাখ, ‘বি’ ৪০ লাখ, ‘সি’ ২৫ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫ ও ‘এফ’ ক্যাটারগরির খেলোয়াড়রা পাবেন ১০ লাখ টাকা করে।

অর্থাৎ আগের মৌসুম থেকে এবার পারিশ্রমিক কিছুটা কমেছে। গতবার ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৮০ লাখ, ‘বি’ ৫০ লাখ, ‘সি’ ৩০ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫, ‘এফ’ ১০ ও জি ক্যাটাগরির খেলোয়াড়রা ৫ লাখ টাকা করে পেয়েছেন। প্রতিবার বিপিএল শুরুর আগেই আলোচনার জন্ম দেয়। এবার গভর্নিং বডি বদলালেও দৃশ্যপটের পরিবর্তন হয়নি।

সর্বশেষ মৌসুমে খেলা ৩টি দল এবার অংশ নিচ্ছে না। সেখানে নতুন যাদের সুযোগ দিয়েছে বিসিবি এর মধ্যে চট্টগ্রাম ও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি এখনো এন্ট্রি ফি পরিশোধ করেনি। আজ মিরপুরে সাতটি দলের প্রতিনিধিদের সঙ্গে মিটিং শেষে সেটি স্বীকার করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, ‘এখনো কিছু পেমেন্ট বাকি আছে। আমরা সময় বাড়িয়েছি। আমাদের ড্রাফট যেহেতু ১৪ তারিখ। তার আগে আশা করি, সব কিছু ঠিক হয়ে যাবে।