ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত নুরুল হক নুর Logo শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া Logo মৌলভীবাজারে জুয়ার আসর থেকে দেড় লক্ষাধিক টাকাসহ ১৮ জন আটক Logo গুম হওয়া ব্যক্তিদের খুঁজে পরিবারের নিকট ফিরিয়ে দিন: জামায়াত Logo “আরেকটু সময় পেলে কিছু আসন বেশি পেতে পারে, তাই তারা নির্বাচন পেছাতে চাচ্ছে” Logo একযোগে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ Logo কুষ্টিয়ার বারখাদায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত Logo রাজধানীতে জাপা ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন Logo দেশের মানুষ পেশিশক্তির রাজনীতি আর দেখতে চায় না: তাসনিম জারা Logo সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটিতে ছাত্রলীগের পুনর্বাসন কেন্দ্র

আমরা মাঠে আছি, নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন: সেনাপ্রধান

আমরা মাঠে আছি, নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন: সেনাপ্রধান

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে উল্লেখ করে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার- উজ-জামান হিন্দু সম্প্রদায়ের সবাইকে নির্ভয়ে পূজামণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, সবাই যার যার ধর্ম সেই সেই পালন করবেন। সেজন্য যা কিছু করতে হয় তা আমরা করবো। আমরা মাঠে আছি। আপনারা নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন, পূজা করবেন। তিনি বলেন, আপনাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই, সারাদেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে, আমি বিশেষভাবে বলে দিয়েছি।

এ সময় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সভাপতিসহ সনাতন ধর্মাবলম্বীদের নেতারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এ সময় সেনাপ্রধান উপস্থিত মহানগর সর্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেন। তিনি অন্য সব ধর্মাবলম্বীদের সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে এগিয়ে আসার আহ্বান জানান।

 

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত নুরুল হক নুর

আমরা মাঠে আছি, নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন: সেনাপ্রধান

আপডেট সময় ০৬:৪১:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে উল্লেখ করে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার- উজ-জামান হিন্দু সম্প্রদায়ের সবাইকে নির্ভয়ে পূজামণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, সবাই যার যার ধর্ম সেই সেই পালন করবেন। সেজন্য যা কিছু করতে হয় তা আমরা করবো। আমরা মাঠে আছি। আপনারা নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন, পূজা করবেন। তিনি বলেন, আপনাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই, সারাদেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে, আমি বিশেষভাবে বলে দিয়েছি।

এ সময় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সভাপতিসহ সনাতন ধর্মাবলম্বীদের নেতারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এ সময় সেনাপ্রধান উপস্থিত মহানগর সর্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেন। তিনি অন্য সব ধর্মাবলম্বীদের সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে এগিয়ে আসার আহ্বান জানান।