ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আ. লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন হলেই ‘শাহবাগ ব্লকেড’ প্রত্যাহার Logo মৌলভীবাজারে আ.লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতার পাশে শিবির Logo ১০০০ ট্রান্সজেন্ডার ব্যক্তিকে সেনাবাহিনী থেকে সরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র Logo কেরানীগঞ্জে আওয়ামী নেতা ইকবাল ও ছাত্রলীগ নেতা ইয়ামিন গ্রেপ্তার Logo পাকিস্তান ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে: ভারত Logo কুষ্টিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo ‘আমার বিরুদ্ধে কিছু মানুষ মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য প্রচার করছে’ Logo গুচ্ছ ভর্তি পরীক্ষায় নোসক শিবিরের সহযোগিতা Logo এআই হ্যাকাথন ২০২৫: রুয়েটের ‘বুরাক’ টিমের চ্যাম্পিয়নশিপ অর্জন Logo আমিরাতে আইপিএলের প্রস্তাব প্রত্যাখ্যান, পিএসএল পেল অগ্রাধিকার

কারাগার থেকে হাসপাতালে সাবেক পরিকল্পনামন্ত্রী মন্ত্রী মান্নান

কারাগার থেকে হাসপাতালে সাবেক পরিকল্পনামন্ত্রী মন্ত্রী মান্নান

আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জ কারাগারে অসুস্থ হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যার মধ্যে তার হাসপাতালে পৌঁছার কথা রয়েছে। তার আসার খবরে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ডা. রফিকুল ইসলাম জানান, আজ দুপুরের দিকে সাবেক মন্ত্রী এম এ মান্নানকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। উনার বুকে ইনফেকশন ছিল। পেটে সমস্যা ছাড়াও মানসিকভাবে বিকারগস্ত হয়ে পড়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার হুমায়ুন কবীর রাইজিংবিডিকে বলেন, ‘উনার (এম এ মান্নন) আইনজীবীরা আদালতে বলেছিলেন, তিনি বয়স্ক মানুষ। অসুস্থতার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তাকে চিকিৎসা করানোর জন্য। আদালত নির্দেশ দিয়েছেন, তাকে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করার জন্য। তাই আজ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছিলাম। সেখান থেকে সিলেট ওসমানীতে পাঠানোর কথা বলা হয়েছে। আমরা সিলেট কারাগারের মাধ্যমে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে গত (২ সেপ্টেম্বর) ৯৯ জনের বিরুদ্দে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে মামলা করেন। এই মামলায় গত ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে পুলিশ সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করে। গত ২০ সেপ্টেম্বর তাকে আদালতের পাঠায় পুলিশ। আদালত সাবেক এই মন্ত্রীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জনপ্রিয় সংবাদ

আ. লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন হলেই ‘শাহবাগ ব্লকেড’ প্রত্যাহার

কারাগার থেকে হাসপাতালে সাবেক পরিকল্পনামন্ত্রী মন্ত্রী মান্নান

আপডেট সময় ০৬:৩২:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জ কারাগারে অসুস্থ হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যার মধ্যে তার হাসপাতালে পৌঁছার কথা রয়েছে। তার আসার খবরে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ডা. রফিকুল ইসলাম জানান, আজ দুপুরের দিকে সাবেক মন্ত্রী এম এ মান্নানকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। উনার বুকে ইনফেকশন ছিল। পেটে সমস্যা ছাড়াও মানসিকভাবে বিকারগস্ত হয়ে পড়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার হুমায়ুন কবীর রাইজিংবিডিকে বলেন, ‘উনার (এম এ মান্নন) আইনজীবীরা আদালতে বলেছিলেন, তিনি বয়স্ক মানুষ। অসুস্থতার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তাকে চিকিৎসা করানোর জন্য। আদালত নির্দেশ দিয়েছেন, তাকে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করার জন্য। তাই আজ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছিলাম। সেখান থেকে সিলেট ওসমানীতে পাঠানোর কথা বলা হয়েছে। আমরা সিলেট কারাগারের মাধ্যমে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে গত (২ সেপ্টেম্বর) ৯৯ জনের বিরুদ্দে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে মামলা করেন। এই মামলায় গত ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে পুলিশ সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করে। গত ২০ সেপ্টেম্বর তাকে আদালতের পাঠায় পুলিশ। আদালত সাবেক এই মন্ত্রীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।