ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
ক্ষমতাধর সেই পুলিশরা কোথায়

সড়কে দুর্নীতি, নেপথ্যে কাদেরসহ প্রভাবশালীরা

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৮:১৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • 299

আজকের প্রত্রিকাগুলোর প্রধান প্রধান খবর:
প্রথম আলো:

সড়কে দুর্নীতি, নেপথ্যে কাদেরসহ প্রভাবশালীরা
১২ বছরে সড়কে ব্যয় ৮৩ হাজার কোটি টাকা। কাজ পেয়েছে ১৫ প্রতিষ্ঠান। আশীর্বাদ ছিল কাদের, শেখ সেলিম, শেখ হেলাল, তারিক সিদ্দিকের।সড়কের ঠিকাদারি কাজে এক বিস্ময়ের নাম ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই)। ২০১৭ সালের শেষ দিকে প্রতিষ্ঠানটি সড়কে কাজ শুরু করে। মাত্র ছয় বছরে তারা সড়কে একক ও যৌথভাবে সাড়ে আট হাজার কোটি টাকার ঠিকাদারি পেয়েছে, যা মোট কাজের ১০ শতাংশ।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সাতজন সংশ্লিষ্ট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এনডিই ঠিকাদারি কাজ পেতে আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মাধ্যমে প্রভাব বিস্তার করত। ওবায়দুল কাদের কর্মকর্তাদের বলে দিয়েছিলেন যে প্রতিষ্ঠানটির পেছনে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক।

২০১১-১২ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত এক যুগে সওজের ঠিকাদারি কাজের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে এনডিইর মতো ১৫টি প্রতিষ্ঠান ব্যয়ের দিক দিয়ে মোট কাজের ৯০ শতাংশ পেয়েছে। এক যুগে সড়ক ও সেতু নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে ৮৩ হাজার কোটি টাকার বেশি ব্যয় করেছে সরকার। যার মধ্যে প্রায় ৭৫ হাজার কোটি টাকার কাজ একক ও যৌথভাবে পেয়েছে ওই ১৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক সামছুল হক প্রথম আলোকে বলেন, ঠিকাদারি কাজ পাওয়া, নিম্ন মানের কাজ করে টাকা তুলে নেওয়া এবং বেশি কাজ করা দেখিয়ে বাড়তি বিল আদায়—এগুলোর জন্য ঠিকাদারেরা মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের হাতে রাখতেন। এটা বিগত সরকারের আমলে ‘ওপেন সিক্রেট’ হয়ে পড়েছিল। এটা ছিল দুর্নীতির মহামারি।

বাংলাদেশ প্রতিদিন:

ক্ষমতাধর সেই পুলিশরা কোথায়
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সেই ক্ষমতাধর পুলিশ কর্মকর্তারা লাপাত্তা। তাঁরা কোথায় কী অবস্থায় আছেন, এমন তথ্য সংশ্লিষ্টদের কাছে নেই। অনুসন্ধানে জানা গেছে, এঁদের কেউ কেউ গোপনে দেশ ছেড়েছেন। কেউ দেশেই আছেন আত্মগোপনে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছেন, পুলিশের ১৮৭ জন কর্মকর্তার কোনো খোঁজ নেই। এ তালিকায় উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন স্তরের পুলিশ সদস্য রয়েছেন। ৫ আগস্টের পর যাঁরা আর কর্মস্থলে ফেরেননি, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা চাকরিতে ফিরতে পারবেন না। বিভাগীয় ব্যবস্থা নেওয়াসহ এঁদের অনেকের বিরুদ্ধে ইতোমধ্যে দায়ের হওয়া ফৌজদারি মামলার তদন্ত ও বিচারকাজ আইন অনুযায়ী চলবে। আবার অনেককেই বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এঁদের মধ্যে অন্তত দুই ডজন কর্মকর্তা বিগত সরকার আমলে এতটাই ক্ষমতাধর ছিলেন যে, তাঁদের কথাতেই চলত গোটা পুলিশ প্রশাসন।

নয়াদিগন্ত:

লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত
ইরানের তেল স্থাপনায় হামলার আশঙ্কায় বেড়ে গেছে তেলের দাম
– ইরানের হামলায় ইসরাইলের ২০ এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস
বৈরুতে ইসরাইলের বিমান হামলা অব্যাহত আছে। গতকাল শুক্রবার সকালেও বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইসরাইলের বিমান হামলা হয়েছে বলে লেবাননের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। এর ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। এ ছাড়া বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলিতেও মধ্যরাতের পর ইসরাইলের বিমান হামলা হয়েছে। রয়টার্স ও আলজাজিরা।
নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে, হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে যাকে ভাবা হচ্ছে, সেই হাশেম সাফিউদ্দিনকে টার্গেট করেছে ইসরাইল। তবে ইসরাইলের সেনাবাহিনী এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। লেবাননে ইসরাইলের আক্রমণে ২৮ জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। তারা বলেছে, ৩৬টির মতো স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে। বৈরুতে পাঁচটি হাসপাতাল হয় পুরোপুরি বা আংশিকভাবে খালি করে দেয়া হয়েছে। জাতিসঙ্ঘের এই সংস্থার প্রধান জানিয়েছেন, যেসব জায়গায় বোমা পড়েছে, সেখান থেকে স্বাস্থ্যকর্মীরা পালিয়ে গেছেন। তাই তারা কাজে আসতে পারছেন না। বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দর অধিকাংশ সময় বন্ধ থাকায় তারা ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠাতে পারেননি।

যুগান্তর:

প্রাধান্য পাবে সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ
আলোচনায় আসতে পারে: ইসি গঠন, রাজনৈতিক মামলা প্রত্যাহার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব * সংস্কারে কেমন সময় লাগবে এর কতদিন পর নির্বাচন * সরকার কাঠামো, আইন ও বিচার ব্যবস্থা এবং জনপ্রশাসন ও পুলিশি ব্যবস্থাপনায় সংস্কারের বিষয়
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুপুর আড়াইটায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিকে দিয়ে সংলাপ শুরু হবে। সংলাপে রাজনৈতিক দলের আমন্ত্রিত নেতারা বলেন, প্রথমত তারা প্রধান উপদেষ্টার কথা শুনবেন। পরে তারা রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ বিষয়ে সরকারের মনোভাব জানতে চাইবেন।

বিএনপি সূত্রে জানা গেছে, সংলাপে সংস্কারসহ নানা বিষয়ে এ সরকারকে সব ধরনের সহযোগিতার কথা জানাবেন। তবে নির্বাচনব্যবস্থা, প্রশাসন ও বিচার বিভাগ-এ তিনটি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে তারা নির্দিষ্ট কিছু প্রস্তাব দিতে পারেন। এরপরই দ্রুত নির্বাচনের বিষয়ে যুক্তি দিয়ে দলের অবস্থান তুলে ধরার কথা রয়েছে। পাশাপাশি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা ও সাজা প্রত্যাহার, আইনশৃঙ্খলাসহ দেশের চলমান পরিস্থিতি নিয়েও কথা বলবেন দলটির নেতারা।

দায়িত্ব গ্রহণের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এটি হবে তৃতীয় দফা সংলাপ। এর আগে দুদফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেছে অন্তর্বর্তী সরকার। এদিন তৃতীয় দফা সংলাপে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম ও এবি পার্টি আমন্ত্রণ পেয়েছে বলে জানা গেছে। শুক্রবার বিকাল ৫টার দিকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের যুগান্তরকে বলেন, তাদের এখনো এ বিষয়ে জানানো হয়নি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমেদ সন্ধ্যায় জানান, তার দলকে এখনো আমন্ত্রণ জানানো হয়নি। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘এই সরকার কোয়ালিটি নয় কোয়ানটিটি দেখে ডাকে।’ এদিকে আওয়ামী লীগ ও দলটির নেতৃত্বাধীন জোটের কেউ এ সংলাপে আমন্ত্রণ পাননি বলে জানা গেছে।

সমকাল:

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন
সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেনসাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ৩ টা ১৫ মিনিটে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া ছেলে মাহী বি. চৌধুরী তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।বদরুদ্দোজা চৌধুরীর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত ২ অক্টোবর সকালে বদরুদ্দোজা চৌধুরীকে উত্তরা মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেদিন তার মেয়ে ডা. শায়লা চৌধুরী জানান যে, তার বাবা আগে থেকেই স্কিমিক হার্ট ডিজিজেস ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

কালবেলা:

দল ও ধর্মের ভিত্তিতে বিভাজন মানব না
রাজনীতিতে কোনো ব্রাহ্মণনীতি চলবে না জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা দল ও ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানব না। দেশের স্বার্থে আমাদের কোনো বিভাজন নেই। যত বিভাজন, তা আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি।

তিনি বলেন, আর কাউকে জাতিকে ভাগ করার সুযোগ দেব না। জাতিকে তারাই ভাগ করে, যারা দেশের দুশমন। দলের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে আর ভাগ করার সুযোগ দেওয়া হবে না। এ ক্ষেত্রে আমরা আপসহীন।

গতকাল শুক্রবার সকালে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার শুরুতে জামায়াতের আমির শহীদ পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন।

অন্তর্বর্তী সরকারের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বীকৃতি দাবি করে জামায়াতের আমির বলেন, আমরা দলীয় ভিত্তিতে শহীদদের বিভক্তি চাই না। তারা আমাদের মর্যাদার পাত্র। শহীদরা জাতির সম্পদ। ইজ্জতের চূড়ান্ত পর্যায়ে আমরা তাদের রাখতে চাই, দেখতে চাই। পাঠ্যপুস্তক কারিকুলামে আগামী দিনের নাগরিকরা যেন জানে তাদের মুগ্ধ, সাঈদ, রিয়ারা ছিল।

দেশরুপান্তর:

যা চাইবে রাজনৈতিক দলগুলো
রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফার সংলাপ হতে যাচ্ছে আজ শনিবার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার আলোচনার মুখ্য বিষয় হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারে গঠিত ছয় কমিশনের কাজের অগ্রগতি। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং এ বিষয়ে দলগুলোর পরামর্শ নেওয়া হবে। এর আগের দুই দফার সংলাপে নির্দিষ্ট কয়েকটি দল অংশ নিলেও এবার রাজনৈতিক দলের সংখ্যা বেড়েছে। বিএনপি এবং জামায়াতে ইসলামীর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও তৃতীয় ধাপের সংলাপে অংশ নিতে যাচ্ছেন।

এসব রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে অনেক খাতের সংস্কারকাজে হাত দিয়েছে। এরই মধ্যে কিছু কাজ শুরু হয়েছে। কিন্তু এসব সংস্কারের কাজ কীভাবে হচ্ছে বা সংস্কারের ধরন কেমন হবে, তা স্পষ্ট নয়। এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) প্রকাশের দাবি জানানো হলেও তা এখনো প্রকাশ করা হয়নি। অন্যদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। একই সঙ্গে দ্রব্যমূল্য সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এসব বিষয়ে সরকার কী করছে, তা সংলাপে জানতে চাওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

বায়ুদূষণে ব্যাংককের ২০০টি স্কুল বন্ধ, সীমিত যান চলাচল

ক্ষমতাধর সেই পুলিশরা কোথায়

সড়কে দুর্নীতি, নেপথ্যে কাদেরসহ প্রভাবশালীরা

আপডেট সময় ০৮:১৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

আজকের প্রত্রিকাগুলোর প্রধান প্রধান খবর:
প্রথম আলো:

সড়কে দুর্নীতি, নেপথ্যে কাদেরসহ প্রভাবশালীরা
১২ বছরে সড়কে ব্যয় ৮৩ হাজার কোটি টাকা। কাজ পেয়েছে ১৫ প্রতিষ্ঠান। আশীর্বাদ ছিল কাদের, শেখ সেলিম, শেখ হেলাল, তারিক সিদ্দিকের।সড়কের ঠিকাদারি কাজে এক বিস্ময়ের নাম ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই)। ২০১৭ সালের শেষ দিকে প্রতিষ্ঠানটি সড়কে কাজ শুরু করে। মাত্র ছয় বছরে তারা সড়কে একক ও যৌথভাবে সাড়ে আট হাজার কোটি টাকার ঠিকাদারি পেয়েছে, যা মোট কাজের ১০ শতাংশ।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সাতজন সংশ্লিষ্ট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এনডিই ঠিকাদারি কাজ পেতে আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মাধ্যমে প্রভাব বিস্তার করত। ওবায়দুল কাদের কর্মকর্তাদের বলে দিয়েছিলেন যে প্রতিষ্ঠানটির পেছনে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক।

২০১১-১২ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত এক যুগে সওজের ঠিকাদারি কাজের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে এনডিইর মতো ১৫টি প্রতিষ্ঠান ব্যয়ের দিক দিয়ে মোট কাজের ৯০ শতাংশ পেয়েছে। এক যুগে সড়ক ও সেতু নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে ৮৩ হাজার কোটি টাকার বেশি ব্যয় করেছে সরকার। যার মধ্যে প্রায় ৭৫ হাজার কোটি টাকার কাজ একক ও যৌথভাবে পেয়েছে ওই ১৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক সামছুল হক প্রথম আলোকে বলেন, ঠিকাদারি কাজ পাওয়া, নিম্ন মানের কাজ করে টাকা তুলে নেওয়া এবং বেশি কাজ করা দেখিয়ে বাড়তি বিল আদায়—এগুলোর জন্য ঠিকাদারেরা মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের হাতে রাখতেন। এটা বিগত সরকারের আমলে ‘ওপেন সিক্রেট’ হয়ে পড়েছিল। এটা ছিল দুর্নীতির মহামারি।

বাংলাদেশ প্রতিদিন:

ক্ষমতাধর সেই পুলিশরা কোথায়
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সেই ক্ষমতাধর পুলিশ কর্মকর্তারা লাপাত্তা। তাঁরা কোথায় কী অবস্থায় আছেন, এমন তথ্য সংশ্লিষ্টদের কাছে নেই। অনুসন্ধানে জানা গেছে, এঁদের কেউ কেউ গোপনে দেশ ছেড়েছেন। কেউ দেশেই আছেন আত্মগোপনে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছেন, পুলিশের ১৮৭ জন কর্মকর্তার কোনো খোঁজ নেই। এ তালিকায় উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন স্তরের পুলিশ সদস্য রয়েছেন। ৫ আগস্টের পর যাঁরা আর কর্মস্থলে ফেরেননি, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা চাকরিতে ফিরতে পারবেন না। বিভাগীয় ব্যবস্থা নেওয়াসহ এঁদের অনেকের বিরুদ্ধে ইতোমধ্যে দায়ের হওয়া ফৌজদারি মামলার তদন্ত ও বিচারকাজ আইন অনুযায়ী চলবে। আবার অনেককেই বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এঁদের মধ্যে অন্তত দুই ডজন কর্মকর্তা বিগত সরকার আমলে এতটাই ক্ষমতাধর ছিলেন যে, তাঁদের কথাতেই চলত গোটা পুলিশ প্রশাসন।

নয়াদিগন্ত:

লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত
ইরানের তেল স্থাপনায় হামলার আশঙ্কায় বেড়ে গেছে তেলের দাম
– ইরানের হামলায় ইসরাইলের ২০ এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস
বৈরুতে ইসরাইলের বিমান হামলা অব্যাহত আছে। গতকাল শুক্রবার সকালেও বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইসরাইলের বিমান হামলা হয়েছে বলে লেবাননের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। এর ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। এ ছাড়া বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলিতেও মধ্যরাতের পর ইসরাইলের বিমান হামলা হয়েছে। রয়টার্স ও আলজাজিরা।
নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে, হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে যাকে ভাবা হচ্ছে, সেই হাশেম সাফিউদ্দিনকে টার্গেট করেছে ইসরাইল। তবে ইসরাইলের সেনাবাহিনী এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। লেবাননে ইসরাইলের আক্রমণে ২৮ জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। তারা বলেছে, ৩৬টির মতো স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে। বৈরুতে পাঁচটি হাসপাতাল হয় পুরোপুরি বা আংশিকভাবে খালি করে দেয়া হয়েছে। জাতিসঙ্ঘের এই সংস্থার প্রধান জানিয়েছেন, যেসব জায়গায় বোমা পড়েছে, সেখান থেকে স্বাস্থ্যকর্মীরা পালিয়ে গেছেন। তাই তারা কাজে আসতে পারছেন না। বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দর অধিকাংশ সময় বন্ধ থাকায় তারা ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠাতে পারেননি।

যুগান্তর:

প্রাধান্য পাবে সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ
আলোচনায় আসতে পারে: ইসি গঠন, রাজনৈতিক মামলা প্রত্যাহার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব * সংস্কারে কেমন সময় লাগবে এর কতদিন পর নির্বাচন * সরকার কাঠামো, আইন ও বিচার ব্যবস্থা এবং জনপ্রশাসন ও পুলিশি ব্যবস্থাপনায় সংস্কারের বিষয়
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুপুর আড়াইটায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিকে দিয়ে সংলাপ শুরু হবে। সংলাপে রাজনৈতিক দলের আমন্ত্রিত নেতারা বলেন, প্রথমত তারা প্রধান উপদেষ্টার কথা শুনবেন। পরে তারা রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ বিষয়ে সরকারের মনোভাব জানতে চাইবেন।

বিএনপি সূত্রে জানা গেছে, সংলাপে সংস্কারসহ নানা বিষয়ে এ সরকারকে সব ধরনের সহযোগিতার কথা জানাবেন। তবে নির্বাচনব্যবস্থা, প্রশাসন ও বিচার বিভাগ-এ তিনটি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে তারা নির্দিষ্ট কিছু প্রস্তাব দিতে পারেন। এরপরই দ্রুত নির্বাচনের বিষয়ে যুক্তি দিয়ে দলের অবস্থান তুলে ধরার কথা রয়েছে। পাশাপাশি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা ও সাজা প্রত্যাহার, আইনশৃঙ্খলাসহ দেশের চলমান পরিস্থিতি নিয়েও কথা বলবেন দলটির নেতারা।

দায়িত্ব গ্রহণের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এটি হবে তৃতীয় দফা সংলাপ। এর আগে দুদফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেছে অন্তর্বর্তী সরকার। এদিন তৃতীয় দফা সংলাপে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম ও এবি পার্টি আমন্ত্রণ পেয়েছে বলে জানা গেছে। শুক্রবার বিকাল ৫টার দিকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের যুগান্তরকে বলেন, তাদের এখনো এ বিষয়ে জানানো হয়নি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমেদ সন্ধ্যায় জানান, তার দলকে এখনো আমন্ত্রণ জানানো হয়নি। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘এই সরকার কোয়ালিটি নয় কোয়ানটিটি দেখে ডাকে।’ এদিকে আওয়ামী লীগ ও দলটির নেতৃত্বাধীন জোটের কেউ এ সংলাপে আমন্ত্রণ পাননি বলে জানা গেছে।

সমকাল:

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন
সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেনসাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ৩ টা ১৫ মিনিটে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া ছেলে মাহী বি. চৌধুরী তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।বদরুদ্দোজা চৌধুরীর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত ২ অক্টোবর সকালে বদরুদ্দোজা চৌধুরীকে উত্তরা মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেদিন তার মেয়ে ডা. শায়লা চৌধুরী জানান যে, তার বাবা আগে থেকেই স্কিমিক হার্ট ডিজিজেস ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

কালবেলা:

দল ও ধর্মের ভিত্তিতে বিভাজন মানব না
রাজনীতিতে কোনো ব্রাহ্মণনীতি চলবে না জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা দল ও ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানব না। দেশের স্বার্থে আমাদের কোনো বিভাজন নেই। যত বিভাজন, তা আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি।

তিনি বলেন, আর কাউকে জাতিকে ভাগ করার সুযোগ দেব না। জাতিকে তারাই ভাগ করে, যারা দেশের দুশমন। দলের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে আর ভাগ করার সুযোগ দেওয়া হবে না। এ ক্ষেত্রে আমরা আপসহীন।

গতকাল শুক্রবার সকালে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার শুরুতে জামায়াতের আমির শহীদ পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন।

অন্তর্বর্তী সরকারের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বীকৃতি দাবি করে জামায়াতের আমির বলেন, আমরা দলীয় ভিত্তিতে শহীদদের বিভক্তি চাই না। তারা আমাদের মর্যাদার পাত্র। শহীদরা জাতির সম্পদ। ইজ্জতের চূড়ান্ত পর্যায়ে আমরা তাদের রাখতে চাই, দেখতে চাই। পাঠ্যপুস্তক কারিকুলামে আগামী দিনের নাগরিকরা যেন জানে তাদের মুগ্ধ, সাঈদ, রিয়ারা ছিল।

দেশরুপান্তর:

যা চাইবে রাজনৈতিক দলগুলো
রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফার সংলাপ হতে যাচ্ছে আজ শনিবার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার আলোচনার মুখ্য বিষয় হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারে গঠিত ছয় কমিশনের কাজের অগ্রগতি। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং এ বিষয়ে দলগুলোর পরামর্শ নেওয়া হবে। এর আগের দুই দফার সংলাপে নির্দিষ্ট কয়েকটি দল অংশ নিলেও এবার রাজনৈতিক দলের সংখ্যা বেড়েছে। বিএনপি এবং জামায়াতে ইসলামীর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও তৃতীয় ধাপের সংলাপে অংশ নিতে যাচ্ছেন।

এসব রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে অনেক খাতের সংস্কারকাজে হাত দিয়েছে। এরই মধ্যে কিছু কাজ শুরু হয়েছে। কিন্তু এসব সংস্কারের কাজ কীভাবে হচ্ছে বা সংস্কারের ধরন কেমন হবে, তা স্পষ্ট নয়। এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) প্রকাশের দাবি জানানো হলেও তা এখনো প্রকাশ করা হয়নি। অন্যদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। একই সঙ্গে দ্রব্যমূল্য সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এসব বিষয়ে সরকার কী করছে, তা সংলাপে জানতে চাওয়া হবে।