চলতি বছর মৌসুমি বায়ু, বঙ্গোপসাগরে লঘুচাপের ফলে সারাদেশে বৃষ্টি হচ্ছে। তার সঙ্গে বর্ষাকালও বিদায় নিতে যাচ্ছে। তবে মৌসুমি বায়ু প্রভাবে আগামী তিন দিন বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৪ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
শুক্রবারের (৪ অক্টোবর) আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনাসহ বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।
এর আগে,বৃহস্পতিবার (৩ অক্টোবর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পরবর্তী কয়েকদিনের পূর্বাভাসে আবহাওয়া সংস্থার বরাতে জানায়, আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশ ও তৎসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে আগামী তিন দিন পর্যন্ত বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় নদীসমূহে স্বাভাবিকের থেকে কিছুটা অধিক উচ্চতার জোয়ার হতে পারে।
অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বলেছেন, দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। এ সময় মৌসুমি বায়ু প্রচুর বৃষ্টি ঝরায় এবং শক্তিশালী আচরণ করে থাকে।
তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে মৌসুমি বায়ু বিদায় নেয়ার পর চলতি সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা হ্রাস পেতে থাকবে। আর এই সময় কিছুটা শীত অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে।