ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই যুবকের

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৯:০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • 219

হবিগঞ্জের লাখাই উপজেলায় ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ভরপূর্ণি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকাড়া গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে ফরাজ আলী (৩০), একই গ্রামের হাজী রহমত আলীর ছেলে জমশেদ মিয়া (৩৫)।

বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ জানায়, ফরাজ ও জমশেদ বুধবার রাতে ঝড়ের সময় দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথে ঝড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে তাদের ওপরে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন অচেতন হয়ে পড়েন। দ্রুত তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লাখাই থানার ওসি বন্দে আলী মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে ঝড়বৃষ্টি হলে বুল্লা ইউনিয়নের গোয়াকরা এলাকায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

পল্লী বিদ্যুৎ সমিতি লাখাই উপজেলার ডেপুটি জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান অনুজ জানায়, দুর্ঘটনার পর থেকে গ্রামটিতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। মেরামত শেষে সরবরাহ স্বাভাবিক করা হবে

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিপিএলে তিন বছরের জন্য যুক্ত হচ্ছে আইএমজি

ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই যুবকের

আপডেট সময় ০৯:০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

হবিগঞ্জের লাখাই উপজেলায় ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ভরপূর্ণি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকাড়া গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে ফরাজ আলী (৩০), একই গ্রামের হাজী রহমত আলীর ছেলে জমশেদ মিয়া (৩৫)।

বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ জানায়, ফরাজ ও জমশেদ বুধবার রাতে ঝড়ের সময় দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথে ঝড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে তাদের ওপরে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন অচেতন হয়ে পড়েন। দ্রুত তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লাখাই থানার ওসি বন্দে আলী মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে ঝড়বৃষ্টি হলে বুল্লা ইউনিয়নের গোয়াকরা এলাকায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

পল্লী বিদ্যুৎ সমিতি লাখাই উপজেলার ডেপুটি জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান অনুজ জানায়, দুর্ঘটনার পর থেকে গ্রামটিতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। মেরামত শেষে সরবরাহ স্বাভাবিক করা হবে