বিএনপির ডাকা সারাদেশে হরতালের প্রতিবাদে লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে মিছিল শেষ হয়। এসময় মিছিল থেকে নেতাকর্মীরা ককটেল ফাটিয়ে বাজারে আতঙ্ক সৃষ্টি করে বলে অভিযোগ উঠেছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপির নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা আবদুল মতলব, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জেলা কৃষকলীগের আহবায়ক সিএম আবদুল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আজিম বাবর, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল জব্বার লাভলু, সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক সভাপতি আমজাদ হোসেন আজিম, সদর (পূর্ব) উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ইউনুছ হাওলাদার রূপমসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
এদিকে মিছিল থেকে বিএনপির অগ্নি-সন্ত্রাস, অনিয়ম-দুর্নীতি ও নৈরাজ্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা। রোববার মাঠে থেকে বিএনপিকে দমনে হুঁশিয়ারি দেয় বিক্ষুব্ধরা।
প্রসঙ্গত, শনিবার ঢাকার নয়া পল্টনে আয়োজিত মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণ এবং অসংখ্য নেতাকর্মী আহত করার অভিযোগ করেছে বিএনপি। এতে রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা সারাদেশে হরতালের কর্মসূচি দিয়েছে বিএনপি।