ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

হামলাকারীদের সনদ বাতিল চাই, তাদের সঙ্গে ক্লাস করতে আমরা প্রস্তুত না: সমন্বয়ক হান্নান

জুলাই মাসে নারীদের ওপর হামলায় জড়িতদের বিচার চেয়ে সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নারী শিক্ষার্থীরা।

রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এই সমাবেশ করেন। এতে আন্দোলনে আহত নারী শিক্ষার্থীরা বক্তব্য দেন। সমাপনী বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বলেন, হামলাকারীদের সার্টিফিকেট বাতিল করতে হবে, তাদের সঙ্গে বসে ক্লাস করতে প্রস্তুত আমরা না।

সমাপনী বক্তব্যে আব্দুল হান্নান মাসুদ বলেন, আমাদের বোনেরা আজকে আবার দাঁড়িয়েছেন বিচার চাইতে। এটা আমাদের জন্য জাতিগত লজ্জার। দেশের অন্তর্বর্তী সরকার প্রশাসন কী করছে? তারা হামলাকারীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। তারা একটি মামলা পর্যন্ত দায়ের করতে পারেনি। যারা হামলাকারী তাদের সঙ্গে আমরা ক্লাস করতে প্রস্তুত না।

এই শিক্ষার্থী আরও বলেন, আমরা বোনদের কাছে ক্ষমাপ্রার্থী, একটি কমিশন গঠন করে যেন অতি দ্রুত দায়ীদের আইনের আওতায় আনা হয়। যারা হামলাকারী তাদের সার্টিফিকেট বাতিল করতে হবে।

এর আগে বদরুন্নেসা কলেজের আয়েশা সিনথিয়া নামের এক শিক্ষার্থী বলেন, ১৫ জুলাই মেয়েদের ধরে লাঠি দিয়ে পিটিয়ে মারা হয়েছে। দুই বাসের মাঝে পেটাতে পেটাতে আমাকে বলা হলো—তুই কেন আন্দোলনের মাঝে থাকলি? তিনি বলেন, সেই ফ্যাসিস্টের দোসররা আমাদের সঙ্গে একই টেবিলে একই ক্লাসে বসবে, তা আমরা মেনে নিতে পারি না৷ আমার চোখের সমস্যা হচ্ছে, এখনো আমার চিকিৎসা নিতে হচ্ছে, সবসময় ওষুধের বস্তা নিয়ে ঘুরতে হয়। প্রশাসন কেন নিশ্চুপ? একটি দৃষ্টান্ত স্থাপনের জন্য হলেও তাদের শাস্তি হতেই হবে।

অপর এক নারী শিক্ষার্থী বলেন, প্রত্যোকের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, সামনে যেন আর কোনো শক্তি এমনটা করার শাস্তি না পায়। যেসব ডকুমেন্টস আপনাদের কাছে আছে সেগুলো উন্মুক্ত করুন। নারীদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন।

জনপ্রিয় সংবাদ

হামলাকারীদের সনদ বাতিল চাই, তাদের সঙ্গে ক্লাস করতে আমরা প্রস্তুত না: সমন্বয়ক হান্নান

আপডেট সময় ০৭:৫২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

জুলাই মাসে নারীদের ওপর হামলায় জড়িতদের বিচার চেয়ে সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নারী শিক্ষার্থীরা।

রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এই সমাবেশ করেন। এতে আন্দোলনে আহত নারী শিক্ষার্থীরা বক্তব্য দেন। সমাপনী বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বলেন, হামলাকারীদের সার্টিফিকেট বাতিল করতে হবে, তাদের সঙ্গে বসে ক্লাস করতে প্রস্তুত আমরা না।

সমাপনী বক্তব্যে আব্দুল হান্নান মাসুদ বলেন, আমাদের বোনেরা আজকে আবার দাঁড়িয়েছেন বিচার চাইতে। এটা আমাদের জন্য জাতিগত লজ্জার। দেশের অন্তর্বর্তী সরকার প্রশাসন কী করছে? তারা হামলাকারীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। তারা একটি মামলা পর্যন্ত দায়ের করতে পারেনি। যারা হামলাকারী তাদের সঙ্গে আমরা ক্লাস করতে প্রস্তুত না।

এই শিক্ষার্থী আরও বলেন, আমরা বোনদের কাছে ক্ষমাপ্রার্থী, একটি কমিশন গঠন করে যেন অতি দ্রুত দায়ীদের আইনের আওতায় আনা হয়। যারা হামলাকারী তাদের সার্টিফিকেট বাতিল করতে হবে।

এর আগে বদরুন্নেসা কলেজের আয়েশা সিনথিয়া নামের এক শিক্ষার্থী বলেন, ১৫ জুলাই মেয়েদের ধরে লাঠি দিয়ে পিটিয়ে মারা হয়েছে। দুই বাসের মাঝে পেটাতে পেটাতে আমাকে বলা হলো—তুই কেন আন্দোলনের মাঝে থাকলি? তিনি বলেন, সেই ফ্যাসিস্টের দোসররা আমাদের সঙ্গে একই টেবিলে একই ক্লাসে বসবে, তা আমরা মেনে নিতে পারি না৷ আমার চোখের সমস্যা হচ্ছে, এখনো আমার চিকিৎসা নিতে হচ্ছে, সবসময় ওষুধের বস্তা নিয়ে ঘুরতে হয়। প্রশাসন কেন নিশ্চুপ? একটি দৃষ্টান্ত স্থাপনের জন্য হলেও তাদের শাস্তি হতেই হবে।

অপর এক নারী শিক্ষার্থী বলেন, প্রত্যোকের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, সামনে যেন আর কোনো শক্তি এমনটা করার শাস্তি না পায়। যেসব ডকুমেন্টস আপনাদের কাছে আছে সেগুলো উন্মুক্ত করুন। নারীদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন।