ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১৬ তম মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজারে দোয়া মাহফিল ও স্মরণসভা Logo ইসলামি দলগুলো কখনো ভিন্ন ধর্মীদের নির্যাতন করে না-তাহের Logo ইসরায়েলি র্ববতায় গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৬৯ জন ফিলিস্তিনি Logo মুন্সিগঞ্জে মাদক ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে ৯ জন গুলিবিদ্ধ Logo সুন্দরগঞ্জের টাকার লোভ দেখিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ Logo আবারও শিবিরের ফরহাদের বিরুদ্ধে এবার নতুন অভিযোগ Logo আজ টিভিতে যে খেলা দেখবেন Logo মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৮ জন Logo আ.লীগ ভারতপন্থী আর জামায়াত পাকিস্তানপন্থী দল: রিজভী Logo ইমাম মাহাদী দাবি করা ‘নুরাল পাগলা’র দেহাবশেষ কবর থেকে তুলে আগুন

খেলোয়াড় সাকিবের নিরাপত্তা আছে, ফ্যাসিস্ট সাকিবের ক্ষেত্রে অবান্তর: ক্রীড়া উপদেষ্টা

সাকিব আল হাসান গত বৃহস্পতিবার কানপুরে টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছেন। আগামী অক্টোবরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে তিনি এই ফরম্যাটকে বিদায় জানাতে চেয়েছেন। তবে, একইসঙ্গে দেশে তার পর্যাপ্ত নিরাপত্তা এবং দেশ ত্যাগ করতে পারার নিশ্চয়তাও চেয়েছেন।

সেদিনই বিসিবির বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদও সাকিবের নিরাপত্তার বিষয়টি নিয়ে অপরাগতা প্রকাশ করেন। তিনি বলেছিলেন, ‘নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই। তাকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। বোর্ড থেকে এ ব্যাপারে কিছু বলতে পারব না। নির্দিষ্ট একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই বিসিবির।’

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রবিবার শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে, ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরী হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।’

উল্লেখ্য, ছাত্র-গণআন্দোলনে পতিত স্বৈরাচারী সরকারের সাংসদ ছিলেন সাকিব আল হাসান। আন্দোলনের আগে থেকেই তিনি ছিলেন দেশের বাইরে। সেসময় ছাত্র-জনতার আন্দোলনের সমর্থনে তিনি টু শব্দটিও করেননি। বরং যুক্তরাষ্ট্রে তার সময় কাটানোর ছবি দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এরপর তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। তাছাড়া শেয়ার বাজার কারসাজির দায়ে তাকে মোটা অংকের জরিমানাও করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১৬ তম মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজারে দোয়া মাহফিল ও স্মরণসভা

খেলোয়াড় সাকিবের নিরাপত্তা আছে, ফ্যাসিস্ট সাকিবের ক্ষেত্রে অবান্তর: ক্রীড়া উপদেষ্টা

আপডেট সময় ০৫:৩০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

সাকিব আল হাসান গত বৃহস্পতিবার কানপুরে টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছেন। আগামী অক্টোবরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে তিনি এই ফরম্যাটকে বিদায় জানাতে চেয়েছেন। তবে, একইসঙ্গে দেশে তার পর্যাপ্ত নিরাপত্তা এবং দেশ ত্যাগ করতে পারার নিশ্চয়তাও চেয়েছেন।

সেদিনই বিসিবির বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদও সাকিবের নিরাপত্তার বিষয়টি নিয়ে অপরাগতা প্রকাশ করেন। তিনি বলেছিলেন, ‘নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই। তাকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। বোর্ড থেকে এ ব্যাপারে কিছু বলতে পারব না। নির্দিষ্ট একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই বিসিবির।’

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রবিবার শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে, ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরী হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।’

উল্লেখ্য, ছাত্র-গণআন্দোলনে পতিত স্বৈরাচারী সরকারের সাংসদ ছিলেন সাকিব আল হাসান। আন্দোলনের আগে থেকেই তিনি ছিলেন দেশের বাইরে। সেসময় ছাত্র-জনতার আন্দোলনের সমর্থনে তিনি টু শব্দটিও করেননি। বরং যুক্তরাষ্ট্রে তার সময় কাটানোর ছবি দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এরপর তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। তাছাড়া শেয়ার বাজার কারসাজির দায়ে তাকে মোটা অংকের জরিমানাও করা হয়েছে।