বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল বরিশালের উদ্যোগে সিরাতুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার(২৫সেপ্টেম্বর) জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা ও দায়রা জজ শেখ আবু তাহের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি বরিশাল বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল। বিশেষ অতিথি ছিলেন বরিশাল ল’ ইয়ার্স কাউন্সিল এর প্রদান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু বাবর।
বাংলাদেশ ল-ইয়ার্স কাউন্সিল বরিশাল এর সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আ ন ম মহিউল ইসলাম তাহেরের সভাপতিত্বে প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বারসহ আইনজীবী নেতৃবৃন্দ।
প্রধান অতিথি জেলা ও দায়রা জজ শেখ আবু তাহের বলেন, আমরা সবাই মুসলিম সুতরাং মুসলিম হিসেবে আমাদের রাসুল(স.) কে মানতে হবে,তাকে অনুসারণ অনুকরণ করতে হবে। তাহলে আমাদের নিজেদের জন্য কল্যান এবং সমাজের জন্য কল্যান বয়ে আনবে।
প্রধান বক্তা অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, আমরা শান্তি চাই সমাজ থেকে অন্যায় দূরভীভূত হোক এটা চাই জুলুম নির্যাতনের অবসান চাই। সব কিছুই সম্ভব একমাত্র রাসুলুল্লাহ (সাঃ) এর সিরাত এবং সুরত ধারন করলে। এর বাহিরে যত পথ যত মতবাদ থাকুক না কেনো, যত মনীষির জিবন আদর্শ গ্রহন করুন না কেনো কোনো পথ বা মতবাদ সমাজে শান্তি দিতে পারবে না। সুতরাং আমাদের সকলের উচিত রাসুলুল্লাহ (সা:) এর জিবন আদর্শ মেনে চলা।
এছাড়া তিনি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন সত্য এবং ন্যায়ের পক্ষে কাজ করার জন্য। সমাজে সত্য প্রতিষ্ঠার জন্য আইনজীবীদের সর্বোচ্চ পর্যায়ের ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবর বলেন, রাসুল (স:) জীবন আদর্শ ধারন করে আমাদের বর্তমান সমাজ পরিবর্তন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় এদেশে রাসুলুল্লাহ (সা.)এর মদিনার রাষ্ট্রের মতো বাংলাদেশের রাষ্ট্র গঠন করতে।মদিনার মতো রাষ্ট্র গঠন করতে হলে রাসুলুল্লাহ (সা.)এর জিবন আদর্শই হলো একমাত্র পথ।