বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে খেলানোর ইস্যু আরেক কদম এগিয়েছে গেল ।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির এ মিডফিল্ডারের লাল-সবুজদের হয়ে খেলার প্রসঙ্গে ইংল্যান্ডের আপত্তি নেই জানিয়েছেন তারা।
বয়সভিত্তিক ফুটবলে ইংল্যান্ডের হয়ে খেলেছেন হামজা চৌধুরী। সিনিয়র ফুটবলে বাংলাদেশের হয়ে এ ফুটবলারকে খেলাতে দেশটির আপত্তি আছে কি না- জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশের তরফ থেকে। ইংল্যান্ড কোন আপত্তি নাই দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাফুফের সাধারণ সম্পাদক জানায়, ‘গত সপ্তাহের শেষ দিকে এফএ হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার ব্যাপারে অনাপত্তিপত্র বাফুফেকে পাঠিয়েছে। এখন আমরা ফিফার অনুমতি চাইব। সেখানে এফএর অনাপত্তিপত্রসহ আরও কিছু কাগজপত্র জমা দেওয়া হবে। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনার পর সবুজ সংকেত পেলেই হামজা বাংলাদেশের হয়ে খেলতে পারবেন।
বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট হয়েছে আগেই। এবার মিলেছে ইংল্যান্ডের অনাপত্তি। ফিফার সুবজ সঙ্কেত পেলেই লাল-সবুজ জার্সিতে খেলতে পারবেন হামজা চৌধুরী। হামজাকে বাংলাদেশের জার্সিতে আগামী নভেম্বরেই দেখা যেতে পারে।