ঢাকা ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন Logo হারোনো বিজ্ঞপ্তি :খুজে পাওয়া যাচ্ছে না বাক প্রতিবন্ধী ওবায়দুল্লাহকে Logo বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ: ফয়জুল করীম Logo জাতীয় সমাবেশ সফল করায় জামায়াতের কৃতজ্ঞতা প্রকাশ Logo ফোন করে জামায়াত আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান Logo অব্যাহতি পেল সেই কিশোর ফাইয়াজ, সংশোধিত আইনে প্রথম আদেশ Logo জামায়াত আমিরের চিকিৎসার জন্য যে কোনো সহায়তা দিতে প্রস্তুত সেনাবাহিনী Logo জামায়াত কেয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না: গয়েশ্বর চন্দ্র Logo আইনশৃঙ্খলায় দৃশ্যমান অগ্রগতি, নির্বাচন সুষ্ঠু হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হারানো বিজ্ঞপ্তি:২ দিন ধরে নিখোঁজ সাদ মুহাম্মদ সাব্বির

ড্রাগন বাগানে বৈদ্যুতিক সংযোগ দিয়ে চুরি ঠেকানোর চেষ্টা, প্রাণ হারালেন এক শ্রমিক

  • লিমন হোসেন
  • আপডেট সময় ১০:৫৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • 131

চুরি ঠেকাতে ড্রাগন ফলের বাগানে খোলা তারের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করেন বাগান মালিক শাহজাহান মিয়া। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হালিম শেখ (৫৫) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু ঘটে।

গতকাল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মাজহাদ গ্রামের বেলে মাঠের ড্রাগন বাগানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বাগান মালিক শাহজাহান মিয়া পলাতক রয়েছেন।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ গণি মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আব্দুল হালিম শেখ (৪০) মাজহাদ গ্রামের মৃত. মহি উদ্দীনের শেখের ছেলে।

খাদিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইউপি বন্যা খাতুন বলেন, ড্রাগন বাগানের পাশেই কাজ করছিলেন আব্দুল হালিমসহ কয়েকজন শ্রমিক। সেখানে ড্রাগন বাগানের মালিক শাহজাহানও উপস্থিত ছিলেন বলে শুনেছি। এ সময় আব্দুল হালিম সম্ভবত পানি পান করার উদ্দেশে আসার সময় পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, আব্দুল হালিমের মৃত্যুর পর শাহজাহান নিজেই বলেছিলেন, ড্রাগন ফল চুরি করতে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এরপর লোকজন জড়ো হলে সে পালিয়ে যায়। এই জনবহুল এলাকার মধ্যে বৈদ্যুতিক সংযোগ দেওয়া মোটেও উচিত হয়নি। তাও খোলা তারের সংযোগ। আমি মনে করি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে জানাজার নামাজ শেষে করবস্থানে দাফন সম্পন্ন করা হয়।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ গণি মিয়া জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

ড্রাগন বাগানে বৈদ্যুতিক সংযোগ দিয়ে চুরি ঠেকানোর চেষ্টা, প্রাণ হারালেন এক শ্রমিক

আপডেট সময় ১০:৫৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

চুরি ঠেকাতে ড্রাগন ফলের বাগানে খোলা তারের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করেন বাগান মালিক শাহজাহান মিয়া। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হালিম শেখ (৫৫) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু ঘটে।

গতকাল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মাজহাদ গ্রামের বেলে মাঠের ড্রাগন বাগানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বাগান মালিক শাহজাহান মিয়া পলাতক রয়েছেন।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ গণি মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আব্দুল হালিম শেখ (৪০) মাজহাদ গ্রামের মৃত. মহি উদ্দীনের শেখের ছেলে।

খাদিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইউপি বন্যা খাতুন বলেন, ড্রাগন বাগানের পাশেই কাজ করছিলেন আব্দুল হালিমসহ কয়েকজন শ্রমিক। সেখানে ড্রাগন বাগানের মালিক শাহজাহানও উপস্থিত ছিলেন বলে শুনেছি। এ সময় আব্দুল হালিম সম্ভবত পানি পান করার উদ্দেশে আসার সময় পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, আব্দুল হালিমের মৃত্যুর পর শাহজাহান নিজেই বলেছিলেন, ড্রাগন ফল চুরি করতে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এরপর লোকজন জড়ো হলে সে পালিয়ে যায়। এই জনবহুল এলাকার মধ্যে বৈদ্যুতিক সংযোগ দেওয়া মোটেও উচিত হয়নি। তাও খোলা তারের সংযোগ। আমি মনে করি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে জানাজার নামাজ শেষে করবস্থানে দাফন সম্পন্ন করা হয়।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ গণি মিয়া জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে