ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক Logo যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ Logo আ.লীগ নিষিদ্ধের দাবিতে পদ্মা সেতু ব্লকেড কর্মসূচি পালন Logo অনলাইন জুয়ায় গাড়ি-বাড়ি হারিয়ে যুবকের দুধ দিয়ে তওবার গোসল Logo লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ভাই হিসেবে মেরেছি Logo ভারতের অপারেশন সিঁদুরের পাল্টা জবাবে পাকিস্তানের ‘বুনিয়ান-উন-মারসুস’ Logo ভারতে ৪ টিভি চ্যানেল বন্ধ: ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেবে সরকার Logo উপশাখা দায়িত্বশীলদের নিয়ে অর্ধদিবসব্যাপী কর্মশালা Logo তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশের ৬ বিভাগ Logo পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রক কমিটির জরুরি বৈঠক ডেকেছেন শেহবাজ

পরীমণির বিবাহবিচ্ছেদের বর্ষপূর্তি উদযাপন

পরীমণির বিবাহবিচ্ছেদের বর্ষপূর্তি উদযাপন

ঢাকাই সিনেমার বহুল আলোচিত নাম পরীমণি। কারণে অকারণে বিভিন্ন বিষয় নিয়ে প্রায় সারা বছরই আলোচনায় থাকেন তিনি। এবার বিবাহবিচ্ছেদের বর্ষপূর্তি উদযাপন করে আলোচনার জন্ম দিলেন এই নায়িকা।

ব্যক্তিগত জীবনে ভালোবেসে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছিলেন পরীমণি। যদিও সে সংসার বেশি দিন টিকেনি। মাত্র ২ বছরের মাথায় অর্থাৎ ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর আলাদা হয়ে যান তারা। গতকাল (১৭ সেপ্টেম্বর) এ তারকা দম্পতির বিবাহবিচ্ছেদের এক বছর পূর্ণ হয়। এ উপলক্ষে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন পরীমণি।

একটি ছবি প্রকাশ করেন পরীমণি। তাতে দেখা যায়, পুত্র ও কন্যাকে কোলে নিয়ে হাসিমাখা মুখে ফ্রেমবন্দি হয়েছেন। এ ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেব না আর নিজেকে। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি। এরপর নিজের দুই সন্তানের কথা উল্লেখ করে এ চিত্রনায়িকা লিখেন, ‘আমার মানিকজোড়, একদিন আমরা সত্যি ওই আকাশ ছোঁব দেখিস।’

এক বছর আগে রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘটনা উল্লেখ করে পরীমণি লেখেন, ‘আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিল আমার ছোট্ট বাচ্চা ছেলেটা! কিন্তু দেখ, আজ আমরা একটু একটু করে নিজেদের মতো ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই আমাদের কারো জীবনে। না সেটা আমার বা আমার ছেলের! সবশেষে বিবাহবিচ্ছেদের জন্য শুকরিয়া আদায় করে পরীমণি লেখেন, ‘শুকরিয়া। আমরা ভালো আছি। হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!’

পরীমণির এই পোস্টে ভক্ত-অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। দীপা বড়ুয়া নামে একজন লিখেছেন, ‘ভুল মানুষ থেকে দূরে থাকা অনেক ভালো।’ উম্মে সাবেরা তাজকিয়া লিখেছেন, ‘মাশাআল্লাহ মা, মেয়ে ও ছেলেকে খুবই সুন্দর লাগছে। এভাবেই আমাদের জীবন থেকে দূর হোক দুঃখগুলো। এভাবেই ময়লা-আবর্জনাগুলোকে ছুড়ে ফেলে দিয়ে নিজেকে ভালো রাখতে হবে।

ফারহানা রহমান লিখেছেন, ‘মাশাআল্লাহ একজন আদর্শ মা, যত দেখি ততই ভালো লাগে।’ পপি চাকমা নামে আরেকজন লিখেছেন, ‘পরীকে হাসিখুশি দেখতেই ভালো লাগে। মুখে সারাজীবন হাসি লেগে থাকুক। বাবুদের সঙ্গে নিয়ে সুখে থেকো। প্রসঙ্গত, সম্প্রতি একটি কন্যা সন্তান দত্তক নেন পরীমণি। বর্তমানে ছেলে-মেয়ে দুই সন্তানকে নিয়ে বেশ সুখেই জীবন পার করছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

পরীমণির বিবাহবিচ্ছেদের বর্ষপূর্তি উদযাপন

আপডেট সময় ০৯:০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

ঢাকাই সিনেমার বহুল আলোচিত নাম পরীমণি। কারণে অকারণে বিভিন্ন বিষয় নিয়ে প্রায় সারা বছরই আলোচনায় থাকেন তিনি। এবার বিবাহবিচ্ছেদের বর্ষপূর্তি উদযাপন করে আলোচনার জন্ম দিলেন এই নায়িকা।

ব্যক্তিগত জীবনে ভালোবেসে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছিলেন পরীমণি। যদিও সে সংসার বেশি দিন টিকেনি। মাত্র ২ বছরের মাথায় অর্থাৎ ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর আলাদা হয়ে যান তারা। গতকাল (১৭ সেপ্টেম্বর) এ তারকা দম্পতির বিবাহবিচ্ছেদের এক বছর পূর্ণ হয়। এ উপলক্ষে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন পরীমণি।

একটি ছবি প্রকাশ করেন পরীমণি। তাতে দেখা যায়, পুত্র ও কন্যাকে কোলে নিয়ে হাসিমাখা মুখে ফ্রেমবন্দি হয়েছেন। এ ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেব না আর নিজেকে। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি। এরপর নিজের দুই সন্তানের কথা উল্লেখ করে এ চিত্রনায়িকা লিখেন, ‘আমার মানিকজোড়, একদিন আমরা সত্যি ওই আকাশ ছোঁব দেখিস।’

এক বছর আগে রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘটনা উল্লেখ করে পরীমণি লেখেন, ‘আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিল আমার ছোট্ট বাচ্চা ছেলেটা! কিন্তু দেখ, আজ আমরা একটু একটু করে নিজেদের মতো ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই আমাদের কারো জীবনে। না সেটা আমার বা আমার ছেলের! সবশেষে বিবাহবিচ্ছেদের জন্য শুকরিয়া আদায় করে পরীমণি লেখেন, ‘শুকরিয়া। আমরা ভালো আছি। হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!’

পরীমণির এই পোস্টে ভক্ত-অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। দীপা বড়ুয়া নামে একজন লিখেছেন, ‘ভুল মানুষ থেকে দূরে থাকা অনেক ভালো।’ উম্মে সাবেরা তাজকিয়া লিখেছেন, ‘মাশাআল্লাহ মা, মেয়ে ও ছেলেকে খুবই সুন্দর লাগছে। এভাবেই আমাদের জীবন থেকে দূর হোক দুঃখগুলো। এভাবেই ময়লা-আবর্জনাগুলোকে ছুড়ে ফেলে দিয়ে নিজেকে ভালো রাখতে হবে।

ফারহানা রহমান লিখেছেন, ‘মাশাআল্লাহ একজন আদর্শ মা, যত দেখি ততই ভালো লাগে।’ পপি চাকমা নামে আরেকজন লিখেছেন, ‘পরীকে হাসিখুশি দেখতেই ভালো লাগে। মুখে সারাজীবন হাসি লেগে থাকুক। বাবুদের সঙ্গে নিয়ে সুখে থেকো। প্রসঙ্গত, সম্প্রতি একটি কন্যা সন্তান দত্তক নেন পরীমণি। বর্তমানে ছেলে-মেয়ে দুই সন্তানকে নিয়ে বেশ সুখেই জীবন পার করছেন তিনি।