ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo টিএসসিতে শিবিরের এই আয়োজনের দায় ভিসি ও প্রক্টর এড়াতে পারে না: নাছির Logo সিভাসুতে বিচারহীনতার প্রতিবাদে মুখে লাল কাপড় পেঁচিয়ে অবস্থান কর্মসূচি Logo ‘প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেছে’ Logo ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি: গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন প্রত্যয় Logo ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের র‍্যালি অনুষ্ঠিত Logo সাংবাদিকদের বিএনপির নয়, দেশ ও জনগণের হতে হবে: আমীর খসরু Logo এদেশের মানুষ চাঁদাবাজদের সাথে আর জোট দেখতে চায় না-অধ্যক্ষ মোস্তফা কামাল Logo আগামীর শাসকদের হাসিনার পরিণতি মনে রাখতে হবে: আসিফ মাহমুদ Logo ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সিইসিকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা Logo বিএনপির আয়োজনে ৫ আগস্ট বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে

জিয়াউর রহমানের নদী-খাল খনন কর্মসূচি ফের চালুর দাবি

বন্যা মোকাবিলায় দেশের নদ-নদী ও খালগুলো সচল করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নদী ও খাল খনন কর্মসূচি আবারও চালু করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানানো হয়েছে। একই সঙ্গে পাঁচ দশক আগের জাতীয় ভূমি নকশা অনুসারে দেশের প্রতিটি নদ-নদী ও খাল পুনরুদ্ধার এবং নদীর সীমানা নির্ধারণের দাবিও জানানো হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি এসব দাবি জানান।

তিনি বলেন, সম্প্রতি দেশের পূর্বাঞ্চলীয় জেলা ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়। এতে মানবিক বিপর্যয় দেখা দেয়। অনেক এলাকা পানিতে তলিয়ে যায়। মানুষের ঘরবাড়ি ও গবাদি পশু তীব্র স্রোতে ভেসে যায়। শুরু হয় অমানবিক-অবর্ণনীয় বাসস্থান ও খাদ্য সংকট।

আবদুল লতিফ জনি বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদী বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যেমন অসম্ভব, তেমনই অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের কারণে মাতৃতুল্য অনেক নদী আজ ইতিহাসের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মা যেমন সন্তানকে আগলে রাখে, তেমনই বাংলাদেশের নদীও হাজার হাজার বছর ধরে এদেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে একাকার হয়ে মিশে আছে। এ বিবেচনায় জিয়াউর রহমান ফেনী নদীর মোহনায় মুহুরী প্রকল্প এবং ছোট ফেনী নদীর মোহনায় মুছাপুর ব্যারেজ প্রকল্প চালু করেন।

তিনি আরও বলেন, স্রোতস্বিনী নদীগুলো ভরাট করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। নদী হত্যাকারী, পাহাড় ধ্বংসকারী, বনাঞ্চল দখলকারী ও ইটভাটা করে পরিবেশ নষ্টকারীদের বিরুদ্ধে তদন্ত করা হোক। শুধু তদন্ত নয়, দখলকারী ও তাদের দোসরদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক।

জনপ্রিয় সংবাদ

টিএসসিতে শিবিরের এই আয়োজনের দায় ভিসি ও প্রক্টর এড়াতে পারে না: নাছির

জিয়াউর রহমানের নদী-খাল খনন কর্মসূচি ফের চালুর দাবি

আপডেট সময় ০৬:৪৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

বন্যা মোকাবিলায় দেশের নদ-নদী ও খালগুলো সচল করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নদী ও খাল খনন কর্মসূচি আবারও চালু করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানানো হয়েছে। একই সঙ্গে পাঁচ দশক আগের জাতীয় ভূমি নকশা অনুসারে দেশের প্রতিটি নদ-নদী ও খাল পুনরুদ্ধার এবং নদীর সীমানা নির্ধারণের দাবিও জানানো হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি এসব দাবি জানান।

তিনি বলেন, সম্প্রতি দেশের পূর্বাঞ্চলীয় জেলা ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়। এতে মানবিক বিপর্যয় দেখা দেয়। অনেক এলাকা পানিতে তলিয়ে যায়। মানুষের ঘরবাড়ি ও গবাদি পশু তীব্র স্রোতে ভেসে যায়। শুরু হয় অমানবিক-অবর্ণনীয় বাসস্থান ও খাদ্য সংকট।

আবদুল লতিফ জনি বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদী বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যেমন অসম্ভব, তেমনই অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের কারণে মাতৃতুল্য অনেক নদী আজ ইতিহাসের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মা যেমন সন্তানকে আগলে রাখে, তেমনই বাংলাদেশের নদীও হাজার হাজার বছর ধরে এদেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে একাকার হয়ে মিশে আছে। এ বিবেচনায় জিয়াউর রহমান ফেনী নদীর মোহনায় মুহুরী প্রকল্প এবং ছোট ফেনী নদীর মোহনায় মুছাপুর ব্যারেজ প্রকল্প চালু করেন।

তিনি আরও বলেন, স্রোতস্বিনী নদীগুলো ভরাট করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। নদী হত্যাকারী, পাহাড় ধ্বংসকারী, বনাঞ্চল দখলকারী ও ইটভাটা করে পরিবেশ নষ্টকারীদের বিরুদ্ধে তদন্ত করা হোক। শুধু তদন্ত নয়, দখলকারী ও তাদের দোসরদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক।