ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের Logo সাভারে বাড়ি ফেরার পথে ধ’র্ষ’ণে’র শিকার তরুণী, থানায় মামলা Logo ‘কুরআন প্রশিক্ষণ প্রোগামে হামলা কোনো সভ্য মানুষ করতে পারে না’ Logo নোয়াখালীতে ছাত্রশিবিরের উপর যুবদলের হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ Logo শিক্ষকদের দাবি না মানলে খুনি হাসিনার চেয়ে পরিণতি আরও বেশি খারাপ হবে: ডাকসু ভিপি Logo জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি ঘোষণা Logo শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিইউপি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল Logo সয়দাবাদ রেলস্টেশন এলাকার রেলের মাটি বিক্রি করছেন বিএনপি নেতা Logo পিআর আন্দোলনকে জামায়াতের একটি রাজনৈতিক প্রতারণা বলছেন নাহিদ ইসলাম Logo ছাত্রলীগের নামে রুম দখলে নেওয়া সেই পিয়াল এখন ছাত্রদলের দপ্তর সম্পাদক

টানা তৃতীয় বার বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় পাবিপ্রবি শিক্ষক ড.নুর-আলম

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৯:৫২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • 994

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোঃ নুর-আলম। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ের সম্প্রতি যৌথভাবে এ তালিকা প্রকাশ করেছে।

ড. মোঃ নুর-আলম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত  বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তাঁর গবেষণার প্রধান বিষয় ফ্লুইড মেকানিক্স,কম্পিউটার গ্রাফিক্স,এনালাইটিকাল নিউমেরিক্যাল মেথডস ফর ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তথ্যমতে,২০২৪ সালের এই শীর্ষ ২% বৈশ্বিক বিজ্ঞানীদের তালিকা বিভিন্ন ক্ষেত্রের সাইটেশন, এইচ-ইন্ডেক্স এবং কো-অথরশিপ-অ্যাডজাস্টেড এইচ-ইন্ডেক্স এর ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

ড. মোঃ নূর-আলমের প্রকাশিত গবেষণা প্রবন্ধ এলসেভিয়ার,স্প্রিংগার,হিন্দাউই, ন্যাচার(সাইন্টিফিক রিপোর্ট) ও আইইইই ট্রানজেকশনের মতো বিশ্বসেরা জার্নালে প্রকাশিত হয়েছে। গুগল স্কলারের তথ্যমতে, বর্তমানে তাঁর গবেষণার সাইটেশনসংখ্যা ২ হাজার ৬০০ অতিক্রম করেছে। তিনি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক এক্সিবিশন ও কনফারেন্সে বেস্ট পেপার অ্যাওয়ার্ড ও স্বর্ণপদকে ভূষিত হয়েছেন। বর্তমানে তিনি নিজেকে আরও সমৃদ্ধ করার জন্য বিভিন্ন গবেষণা কাজে নিয়োজিত রয়েছেন।

এ বিষয়ে ড. মোঃ নূর-আলম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি(অনার্স) এবং মাস্টার্স পাশ করার পর পরই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগদান করি। মাস্টার্সের থিসিস করার সময় থেকেই মূলত আমার গবেষণার প্রতি আগ্রহের শুরু হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে আসার পর আমার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় শিক্ষাদান করা এবং বাকিটা সময় গবেষণা করা।এরই প্রেক্ষিতে আমি ২০১২ সালে পাবিপ্রবিতে এম.ফিল ডিগ্রির জন্য ভর্তি হই। পরবর্তীতে চীনে University of Science And Technology(USTC) তে (CAS-TWAS) স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে গিয়েছিলাম।আমার গবেষণার বিষয় ছিল Non-Uniform Subdivision  Surfaces via Eigen Polyhedron. সেখানে আমার পিএইচডি গবেষণার সুপারভাইজার ছিলেন প্রফেসর ড.শিন লি( Dr. Xin Li,USTC,China)।

তিনি আরও বলেন,পর পর তিনবার বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পাওয়ায় আমি খুবই আনন্দিত এবং গর্বিত। আমি মনে করি এ বিজয় আমাদের পাবিপ্রবি পরিবারের। আশা করি আমার এ অর্জনে অনেকে অনুপ্রাণিত হবে এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ভালোবাসবে। বিশ্ববিদ্যালয়ের আমার সহকর্মীরাও যেন বেশি বেশি রিসার্চ করে এবং এই তালিকায় স্থান পায় ও বিশ্ববিদ্যালয়কে বিশ্বের উচ্চস্থানে উপনিত করেন এ আশা ব্যক্ত করছি। সেই সাথে আমার ছাত্ররাও যেন উচ্চ শিক্ষার জন্য অনুপ্রাণিত হয়ে স্কলারশিপ নিয়ে বিদেশে যেতে পারে এটাই চাওয়া।

পরিশেষে ড. নূর-আলম বলেন, আমার এ অর্জনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং আমার সম্মানিত পিতামাতার প্রতি ধন্যবাদ জানাই তাদের দোয়া ও সহায়তার জন্য। আমি আমার সম্মানিত পিএইচডি তত্ত্বাবধায়ক, প্রফেসর ড. জিন লি (প্রফেসর, গণিত বিভাগ, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ চায়না (USTC), চীন)-কে ধন্যবাদ জানাই। আমার গবেষণা শিক্ষার্থী, গবেষণা সহকর্মী, এবং জাতীয় ও আন্তর্জাতিক সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের ক্রমাগত উৎসাহের জন্য। আমি আমার সহকর্মী এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগকে তাদের সহায়তার জন্যও ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য,আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় ড. মোঃ নূর-আলম কে অভিনন্দন জানিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

টানা তৃতীয় বার বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় পাবিপ্রবি শিক্ষক ড.নুর-আলম

আপডেট সময় ০৯:৫২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোঃ নুর-আলম। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ের সম্প্রতি যৌথভাবে এ তালিকা প্রকাশ করেছে।

ড. মোঃ নুর-আলম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত  বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তাঁর গবেষণার প্রধান বিষয় ফ্লুইড মেকানিক্স,কম্পিউটার গ্রাফিক্স,এনালাইটিকাল নিউমেরিক্যাল মেথডস ফর ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তথ্যমতে,২০২৪ সালের এই শীর্ষ ২% বৈশ্বিক বিজ্ঞানীদের তালিকা বিভিন্ন ক্ষেত্রের সাইটেশন, এইচ-ইন্ডেক্স এবং কো-অথরশিপ-অ্যাডজাস্টেড এইচ-ইন্ডেক্স এর ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

ড. মোঃ নূর-আলমের প্রকাশিত গবেষণা প্রবন্ধ এলসেভিয়ার,স্প্রিংগার,হিন্দাউই, ন্যাচার(সাইন্টিফিক রিপোর্ট) ও আইইইই ট্রানজেকশনের মতো বিশ্বসেরা জার্নালে প্রকাশিত হয়েছে। গুগল স্কলারের তথ্যমতে, বর্তমানে তাঁর গবেষণার সাইটেশনসংখ্যা ২ হাজার ৬০০ অতিক্রম করেছে। তিনি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক এক্সিবিশন ও কনফারেন্সে বেস্ট পেপার অ্যাওয়ার্ড ও স্বর্ণপদকে ভূষিত হয়েছেন। বর্তমানে তিনি নিজেকে আরও সমৃদ্ধ করার জন্য বিভিন্ন গবেষণা কাজে নিয়োজিত রয়েছেন।

এ বিষয়ে ড. মোঃ নূর-আলম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি(অনার্স) এবং মাস্টার্স পাশ করার পর পরই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগদান করি। মাস্টার্সের থিসিস করার সময় থেকেই মূলত আমার গবেষণার প্রতি আগ্রহের শুরু হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে আসার পর আমার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় শিক্ষাদান করা এবং বাকিটা সময় গবেষণা করা।এরই প্রেক্ষিতে আমি ২০১২ সালে পাবিপ্রবিতে এম.ফিল ডিগ্রির জন্য ভর্তি হই। পরবর্তীতে চীনে University of Science And Technology(USTC) তে (CAS-TWAS) স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে গিয়েছিলাম।আমার গবেষণার বিষয় ছিল Non-Uniform Subdivision  Surfaces via Eigen Polyhedron. সেখানে আমার পিএইচডি গবেষণার সুপারভাইজার ছিলেন প্রফেসর ড.শিন লি( Dr. Xin Li,USTC,China)।

তিনি আরও বলেন,পর পর তিনবার বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পাওয়ায় আমি খুবই আনন্দিত এবং গর্বিত। আমি মনে করি এ বিজয় আমাদের পাবিপ্রবি পরিবারের। আশা করি আমার এ অর্জনে অনেকে অনুপ্রাণিত হবে এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ভালোবাসবে। বিশ্ববিদ্যালয়ের আমার সহকর্মীরাও যেন বেশি বেশি রিসার্চ করে এবং এই তালিকায় স্থান পায় ও বিশ্ববিদ্যালয়কে বিশ্বের উচ্চস্থানে উপনিত করেন এ আশা ব্যক্ত করছি। সেই সাথে আমার ছাত্ররাও যেন উচ্চ শিক্ষার জন্য অনুপ্রাণিত হয়ে স্কলারশিপ নিয়ে বিদেশে যেতে পারে এটাই চাওয়া।

পরিশেষে ড. নূর-আলম বলেন, আমার এ অর্জনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং আমার সম্মানিত পিতামাতার প্রতি ধন্যবাদ জানাই তাদের দোয়া ও সহায়তার জন্য। আমি আমার সম্মানিত পিএইচডি তত্ত্বাবধায়ক, প্রফেসর ড. জিন লি (প্রফেসর, গণিত বিভাগ, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ চায়না (USTC), চীন)-কে ধন্যবাদ জানাই। আমার গবেষণা শিক্ষার্থী, গবেষণা সহকর্মী, এবং জাতীয় ও আন্তর্জাতিক সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের ক্রমাগত উৎসাহের জন্য। আমি আমার সহকর্মী এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগকে তাদের সহায়তার জন্যও ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য,আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় ড. মোঃ নূর-আলম কে অভিনন্দন জানিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ।