ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সুন্দরবনে বিএনপি’র কমিটিতে আওয়ামী লীগের কর্মীদের নাম Logo বাংলাদেশে ঢুকে আম গাছ কাটল বিএসএফ, সীমান্তে উত্তেজনা Logo দেশের মানুষ চায় তরুণরা সংসদে প্রতিনিধিত্ব করুক: সারজিস Logo ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo বিএনপির ভাবনায় শুধুই ভোট Logo ‘লাল সন্ত্রাস’চায় ঢাবি ছাত্র ইউনিয়ন নেতা, মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস Logo ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভায় যুদ্ধবিরতি অনুমোদন, কার্যকরের দিন ঘোষণা Logo বিএনপির অনুষ্ঠানে বক্তব্য দিলেন ছাত্রহত্যা আসামি শ্রমিকলীগ নেতা, খুঁজে পায় না পুলিশ Logo বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের লড়াই চালু থাকবে : জামায়াতের আমীর

সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে ছাত্রদল নেতা সোহেল

সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে ছাত্রদল নেতা সোহেল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশে মিছিল নিয়ে যোগ দিয়েছে জাতীয়তবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেলের নেতৃত্বে একটি মিছিল সমাবেশে যোগ দেয়।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের আরেক সহ-সভাপতি ইব্রাহিম খলিল ফিরোজসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, ঢাকা মহানগর পূর্ব, দক্ষিণ, উত্তর ও পশ্চিমের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলে নেতাকর্মীরা তারেক রহমানের প্রত্যাবর্তন ও শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

খোরশেদ আলম সোহেল বলেন, বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত গণতন্ত্র হরণকারী পলাতক স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবিতে আমরা আজ এখানে সমাবেশে মিলিত হয়েছি। আমরা বিশ্বাস করি এদেশের মাটি ও মানুষের নেতা দেশনায়ক তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে এদেশের নিপীড়িত মানুষের হাল ধরবেন। তার নেতৃত্বে এই দেশ এগিয়ে যাবে। পাশাপাশি গণমানুষকে তাদের অধিকার থেকে যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছিল এবং গুম, খুন, হামলা ও নির্যাতনে জর্জরিত করেছিল তাদেরও বিচার অবিলম্বে নিশ্চিত করার দাবি জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং গণমানুষ বিশ্বাস করে দেশনায়ক তারেক রহমানের হাতেই নিরাপদ ও গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মান হবে।

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে বিএনপি’র কমিটিতে আওয়ামী লীগের কর্মীদের নাম

সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে ছাত্রদল নেতা সোহেল

আপডেট সময় ১০:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশে মিছিল নিয়ে যোগ দিয়েছে জাতীয়তবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেলের নেতৃত্বে একটি মিছিল সমাবেশে যোগ দেয়।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের আরেক সহ-সভাপতি ইব্রাহিম খলিল ফিরোজসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, ঢাকা মহানগর পূর্ব, দক্ষিণ, উত্তর ও পশ্চিমের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলে নেতাকর্মীরা তারেক রহমানের প্রত্যাবর্তন ও শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

খোরশেদ আলম সোহেল বলেন, বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত গণতন্ত্র হরণকারী পলাতক স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবিতে আমরা আজ এখানে সমাবেশে মিলিত হয়েছি। আমরা বিশ্বাস করি এদেশের মাটি ও মানুষের নেতা দেশনায়ক তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে এদেশের নিপীড়িত মানুষের হাল ধরবেন। তার নেতৃত্বে এই দেশ এগিয়ে যাবে। পাশাপাশি গণমানুষকে তাদের অধিকার থেকে যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছিল এবং গুম, খুন, হামলা ও নির্যাতনে জর্জরিত করেছিল তাদেরও বিচার অবিলম্বে নিশ্চিত করার দাবি জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং গণমানুষ বিশ্বাস করে দেশনায়ক তারেক রহমানের হাতেই নিরাপদ ও গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মান হবে।