ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুষ্টিয়ার ভেড়ামারায় ছাত্রীকে উত্ত্যক্তকারী বখাটে যুবককে আটক করেছে পুলিশ Logo কুষ্টিয়ায় কবর থেকে শহীদের মরদেহ উত্তোলনে বাধা Logo পশ্চিমাদের কৃষ্টি-কালচার মুসলমানদের দেশে আমদানী করারা স্বপ্ন দেখা থেকে বিরত থাকুন – হেফাজত নেতা Logo লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি: মরদেহের ওপর হামলা, নারীসহ আহত ৯ Logo ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বাংলাদেশ সেনাবাহিনীর Logo বিএনপি ক্ষমতা কুক্ষিগত করার প্রচেষ্টার দিকে এগোচ্ছে-সামান্তা শারমিন Logo ‘দেশ কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নাই’-উমামা ফাতেমা Logo বিভাজনে কেবল অপশক্তির চক্রান্তই সফল হবে:ড. মিজানুর রহমান Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, অনাহারে মৃত্যু ২৯ জনের Logo আজ দুপুরের মধ্যে ৭ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস

দেশে বন্যায় ১১ জেলায় ১৪ হাজার ২৬৯ কোটি টাকার ক্ষতি

দেশে বন্যায় ১১ জেলায় ১৪ হাজার ২৬৯ কোটি টাকার ক্ষতি

বন্যায় ১১ জেলায় ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৫২২ টাকা সমমূল্যের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীর বিক্রম। তি‌নি জানান, বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ ক্ষয়ক্ষতির নিরূপণ করা হয়েছে। এরই মধ্যে ক্ষ‌তিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচি শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা।

বন্যায় মোট ৯ লাখ ৪২ হাজার ৮২১ জন ক্ষতিগ্রস্ত হয়ে‌ছে জা‌নি‌য়ে উপ‌দেষ্টা ব‌লেন, বন্যায় মারা গেছেন ৭৪ জন, আহত হয়েছেন ৬৮ জন। বন্যায় ২৩ কোটি ৬০ লাখ ২৯ হাজার ৭৪০ টাকার ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭১৮ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার ৬১০ টাকার ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তি‌নি ব‌লেন, পুনর্বাসন কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট পক্ষ নিয়ে এরই মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে জেলা এবং উপজেলা পর্যায়েও এমন কমিটি হবে। তারা পুরো পুনর্বাসন কর্মসূচি মনিটরিং করবেন।

বন্যাদুর্গত এলাকায় কৃষকদের দাবির বিষ‌য়ে উপদেষ্টা বলেন, হ্যাঁ এটা করা হয়েছে। আজকের সভাতেও বলা হয়েছে। তিন মাসের জন্য কিস্তির টাকা রহিত করা হয়েছে। আগামী অক্টোবর পর্যন্ত কৃষকদের কিস্তির টাকা রহিত করা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিতে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

সাংবাদিকদের তিনি বলেন, বন্যাকবলিত ১১ জেলায় আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা। আমরা সেটা পুষিয়ে নেওয়ার জন্য এরই মধ্যে বরাদ্দ করেছি।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার ভেড়ামারায় ছাত্রীকে উত্ত্যক্তকারী বখাটে যুবককে আটক করেছে পুলিশ

দেশে বন্যায় ১১ জেলায় ১৪ হাজার ২৬৯ কোটি টাকার ক্ষতি

আপডেট সময় ০৯:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

বন্যায় ১১ জেলায় ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৫২২ টাকা সমমূল্যের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীর বিক্রম। তি‌নি জানান, বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ ক্ষয়ক্ষতির নিরূপণ করা হয়েছে। এরই মধ্যে ক্ষ‌তিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচি শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা।

বন্যায় মোট ৯ লাখ ৪২ হাজার ৮২১ জন ক্ষতিগ্রস্ত হয়ে‌ছে জা‌নি‌য়ে উপ‌দেষ্টা ব‌লেন, বন্যায় মারা গেছেন ৭৪ জন, আহত হয়েছেন ৬৮ জন। বন্যায় ২৩ কোটি ৬০ লাখ ২৯ হাজার ৭৪০ টাকার ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭১৮ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার ৬১০ টাকার ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তি‌নি ব‌লেন, পুনর্বাসন কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট পক্ষ নিয়ে এরই মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে জেলা এবং উপজেলা পর্যায়েও এমন কমিটি হবে। তারা পুরো পুনর্বাসন কর্মসূচি মনিটরিং করবেন।

বন্যাদুর্গত এলাকায় কৃষকদের দাবির বিষ‌য়ে উপদেষ্টা বলেন, হ্যাঁ এটা করা হয়েছে। আজকের সভাতেও বলা হয়েছে। তিন মাসের জন্য কিস্তির টাকা রহিত করা হয়েছে। আগামী অক্টোবর পর্যন্ত কৃষকদের কিস্তির টাকা রহিত করা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিতে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

সাংবাদিকদের তিনি বলেন, বন্যাকবলিত ১১ জেলায় আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা। আমরা সেটা পুষিয়ে নেওয়ার জন্য এরই মধ্যে বরাদ্দ করেছি।