ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

হেলিকপ্টারে ঢাকায় আনা হলো সাবেক বিচারপতি মানিককে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • 0 Views

ভারতে অবৈধভাবে পালানোর সময় সিলেটের কানাইঘাটের দনা সীমান্তে আটক সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে র‌্যাবের হেলিকপ্টারে করে সিলেট থেকে ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টম্বর) বিকেল ৪টার দিকে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে বিমানবন্দর নিয়ে যাওয়া হয়।

তাকে ঢাকায় পাঠানোর বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের কারা উপমহাপরিচালক (ডিআইজি প্রিজন) মো. ছগির মিয়া। তিনি বলেন, ‘আজকে (মঙ্গলবার) উনার সিলেটের আদালতে হাজিরা ছিল।

আগামীকাল আবার ঢাকায় আদালতে হাজিরা আছে। আমরা সড়কপথে হয়তো তাকে ঢাকায় পাঠাতাম। কিন্তু সরকার নিরাপত্তার দিক বিবেচনায় নিয়ে হয়তো র‌্যাবের হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে। বিকেল ৪টার দিকে তাকে পুলিশ বুঝে নেয় জানিয়ে তিনি বলেন, ‘এরপর তাকে কখন বিমানবন্দরে নেওয়া হয়েছে, সে তথ্যই ছিল না আমাদের কাছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৪ আগস্ট সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত পালানোর চেষ্টা করছিলেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। সীমান্ত অতিক্রমকালে তাকে গ্রেপ্তার করে বিজিবি। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। ৫৪ ধারায় গ্রেপ্তার ওই দিন বিকেলে আদালতে হাজির করলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে পাসপোর্ট আইনে মানিকের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা করা হয়। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মানিককে সিলেট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে পুলিশ সিলেটের কানাইঘাট থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে বিচারক মানিককে গ্রেপ্তারের নির্দেশ দেন। অন্যদিকে শামসুদ্দিন চৌধুরী মানিকের আইনজীবী আদালতে এই মামলায় জামিন আবেদন করলে সেটি মঞ্জুর করেন আদালত। তবে অন্যান্য মামলা থাকায় তিনি কারাগারেই থাকছেন।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

হেলিকপ্টারে ঢাকায় আনা হলো সাবেক বিচারপতি মানিককে

আপডেট সময় ০৮:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

ভারতে অবৈধভাবে পালানোর সময় সিলেটের কানাইঘাটের দনা সীমান্তে আটক সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে র‌্যাবের হেলিকপ্টারে করে সিলেট থেকে ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টম্বর) বিকেল ৪টার দিকে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে বিমানবন্দর নিয়ে যাওয়া হয়।

তাকে ঢাকায় পাঠানোর বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের কারা উপমহাপরিচালক (ডিআইজি প্রিজন) মো. ছগির মিয়া। তিনি বলেন, ‘আজকে (মঙ্গলবার) উনার সিলেটের আদালতে হাজিরা ছিল।

আগামীকাল আবার ঢাকায় আদালতে হাজিরা আছে। আমরা সড়কপথে হয়তো তাকে ঢাকায় পাঠাতাম। কিন্তু সরকার নিরাপত্তার দিক বিবেচনায় নিয়ে হয়তো র‌্যাবের হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে। বিকেল ৪টার দিকে তাকে পুলিশ বুঝে নেয় জানিয়ে তিনি বলেন, ‘এরপর তাকে কখন বিমানবন্দরে নেওয়া হয়েছে, সে তথ্যই ছিল না আমাদের কাছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৪ আগস্ট সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত পালানোর চেষ্টা করছিলেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। সীমান্ত অতিক্রমকালে তাকে গ্রেপ্তার করে বিজিবি। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। ৫৪ ধারায় গ্রেপ্তার ওই দিন বিকেলে আদালতে হাজির করলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে পাসপোর্ট আইনে মানিকের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা করা হয়। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মানিককে সিলেট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে পুলিশ সিলেটের কানাইঘাট থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে বিচারক মানিককে গ্রেপ্তারের নির্দেশ দেন। অন্যদিকে শামসুদ্দিন চৌধুরী মানিকের আইনজীবী আদালতে এই মামলায় জামিন আবেদন করলে সেটি মঞ্জুর করেন আদালত। তবে অন্যান্য মামলা থাকায় তিনি কারাগারেই থাকছেন।