বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সুমদ্ধ করি বাংলাদেশ এই শ্লোগান নিয়ে প্রতিবছর পালিত হয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। গত ১১ ই সেপ্টেম্বর থেকে চলছে সিরাজগঞ্জ মুক্তির সোপানে জেলা প্রশাসক সার্বিক সহযোগিতায় বন বিভাগের আয়োজনে চলছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। বৃক্ষ মেলা ১১ ই সেপ্টেম্বর শুরু হয়ে ১৬ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিলো কিন্তু এটিকে আরও ৪ দিন বাড়ানো হয়েছে । এখন ২০ সেপ্টেম্বর (শুক্রবার) পর্যন্ত চলবে এই মেলা।
সিরাজগঞ্জ জেলা বন বিভাগ সূত্রে জানা যায়, বৃক্ষ মেলা সাত দিনের কথা ছিল কিন্তু গাছ প্রেমিকের ভালোবাসা দেখে আবারো চার দিনের সময় বাড়ানোর হয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিভিন্ন স্থান থেকে নার্সারির মালিকগণ বিভিন্ন রকমের গাছ নিয়ে আসতে এই মেলায়। মেলায় দেশি বিদেশি ফল,ফুল,কাঠ,ঔষধি গাছ পাওয়া যাচ্ছে।
মেলায় গাছ কিনতে আশা ক্রেতারা অভিযোগ করে বলেন, গাছ গুলো দাম একটু বেশি চাওয়া হচ্ছে এবং কম দামে গাছ দিচ্ছে না নার্সারি মালিকরা । তবুও পছন্দের কারনে বেশি দাম দিয়েই কিনতে হচ্ছে।
আার নার্সিরী মালিকগণ বলছেন ,উৎপাদন খরচ,যাতায়াত খরচ বেশি , তারপরও তারা তুলনামূলক কম দামে গাছ বিক্রি করছে। যেহেতু সময় বাড়ানো হয়েছে এবং আরো দর্শনার্থী আসবে গাছ দেখবে, শেষের দিনগুলোতে বিক্রি বেশি হলে পুশিয়ে নিতে পারবে।