ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আবারও ৫ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক উন্নয়নের নামে ১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ করেছে আওয়ামীলীগ চবিতে শহীদদের স্মরণে সাংস্কৃতিক সন্ধ্য ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে জাতিসংঘে ‘ঐতিহাসিক’ প্রস্তাব পাস গাজায় ইসরায়েলি বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত ২০ ফিলিস্তিনি আজ যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ আটক বাংলাদেশ–ভারত ,বার্সেলোনা,আর্সেনালসহ টিভিতে যা দেখবেন আজ যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান বিদেশে ৮ হাজার কোটি টাকার সম্পত্তি সাবেক ভূমিমন্ত্রীর

ইসরায়েলি বিমান হামলায় গাজায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৩৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় নারী ও শিশুসহ ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আর ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা নিউজ এজেন্সি জানায় , ইসরায়েলি সেনারা সাবরা সিটির পাশ্ববর্তী একটি এলাকায় বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছেন। সেনাদের এ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।

আলজাজিরা বলেছে, গাজায় ইসরায়েলি হামলায় ৪১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৯৫ হাজারের বেশি মানুষ।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, সোমবার উপত্যাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, উত্তর গাজায় ইসরায়েলি সেনারা ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে। এরমধ্যে তিনজন একটি বেসমারিক সমাবেশে বিমান হামলায় নিহত হয়েছেন

এতে আরও বলা হয়, গাজায় ইসরায়েলি বিমান হামলায় দুই শিশু ও এক নারীসহ অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সিভিল ডিফেন্স আরও জানায়, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের তাঁবুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েজেন।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। দেশটির এ হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে এ যুদ্ধ শুরু হয়। ক্রমেই তীব্র থেকে তীব্রতর রূপ নেয় যুদ্ধ।এরপর থেকে গাজার ওপর বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল,স্কুল, শরণার্থী শিবির , মসজিদসহ ধর্মীয় স্থাপনাও।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার ২০ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। দেশটির হামলার কারণে ধ্বংস্তুপে পরিণত হয়েছে গাজা।

জনপ্রিয় সংবাদ

আবারও ৫ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক

ইসরায়েলি বিমান হামলায় গাজায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৩৮

আপডেট সময় ০৯:৫১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় নারী ও শিশুসহ ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আর ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা নিউজ এজেন্সি জানায় , ইসরায়েলি সেনারা সাবরা সিটির পাশ্ববর্তী একটি এলাকায় বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছেন। সেনাদের এ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।

আলজাজিরা বলেছে, গাজায় ইসরায়েলি হামলায় ৪১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৯৫ হাজারের বেশি মানুষ।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, সোমবার উপত্যাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, উত্তর গাজায় ইসরায়েলি সেনারা ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে। এরমধ্যে তিনজন একটি বেসমারিক সমাবেশে বিমান হামলায় নিহত হয়েছেন

এতে আরও বলা হয়, গাজায় ইসরায়েলি বিমান হামলায় দুই শিশু ও এক নারীসহ অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সিভিল ডিফেন্স আরও জানায়, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের তাঁবুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েজেন।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। দেশটির এ হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে এ যুদ্ধ শুরু হয়। ক্রমেই তীব্র থেকে তীব্রতর রূপ নেয় যুদ্ধ।এরপর থেকে গাজার ওপর বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল,স্কুল, শরণার্থী শিবির , মসজিদসহ ধর্মীয় স্থাপনাও।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার ২০ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। দেশটির হামলার কারণে ধ্বংস্তুপে পরিণত হয়েছে গাজা।