শান্তির ধর্ম ইসলাম আর এই শান্তির বার্তা নিয়ে এসেছেন মুসলিম উম্মাহর সর্বকালের শ্রেষ্টনেতা হযরত মুহাম্মদ (সা) । ১২ই রবিউল আওয়াল মাসে মা আমিনার কোলে নবী করীম (সা) পৃথিবীতে আগমন করেন।তার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করে সিরাজগঞ্জ সরকারি কলেজ।
আজ সোমবার (১৬ ই সেপ্টেম্বর,১২ আওয়াল) সিরাজগঞ্জ সরকারি কলেজ শহীদ সিহাব অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী আলোচনা সভা অনুষ্ঠান আয়োজন করে । সকাল এগারোটায় থেকে শুরু হয় পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কলেজের শিক্ষার্থী সহ শিক্ষক মন্ডিলী ।
এই সময় প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ সরকারি কলেজর অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম বলেন, ইসলাম আমাদের শান্তির ধর্ম। আমাদের মহান নেচে হযরত মুহাম্মদ ( স.) আজ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা আজ এখান থেকে কিছু শেখে না যেতে পারলে আমাদের জীবন বিথা। আমাদের নবীজির জীবন কাহিনী পড়তে হবে, জানতে হবে, এবং নিজের জীবনের সাথে জড়িয়ে রাখতে হবে। তিনি আরো বলেন আমাদের শিক্ষা ব্যাবস্থায় ইসলামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে। আমাদের জীবনের এক আস্থা হবে ইসলাম।
সহযোগী ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ হাবিবুল্লাহ সিদ্দিকী সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন , প্রফেসর মোঃ সুলতান মাহমুদ ( উপাধ্যক্ষ) সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রফেসর মোঃ শরিফ উস সাইদ (সম্পাদক শিক্ষা পরিষদ) সিরাজগঞ্জ সরকারি কলেজ ।
ধর্মিয় আলোচক ছিলেন হাফেজ মাওলানা আলী আজগর (প্রিন্সিপাল) দারুল ইসলাম একাডেমী মাদ্রাসা সিরাজগঞ্জ । সর্বশেষ দোয়া ও মোনাজত করেন হাফেজ মাওলানা আলী আজগর।