ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর মিছিল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৭:১১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • 29

নিহত মীর মিলন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পবিত্র ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আরও ১৫ জন আহত হয়েছে।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নে এই ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায় ,নিহত ব্যক্তির নাম মীর মিলন (৫০)। তিনি ঐ উপজেলার ছয়সূতি ইউনিয়নের জাবু মীরের ছেলে। নিহত মিলন আলেম উলামা পরিষদের একজন সদস্য।

পুলিশ জানায়, সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছয়সূতী ইউনিয়নে আহলে সুন্নত ওয়াল জামাতের পক্ষ থেকে মাহফিলের আয়োজন করার কথা ছিল। অপরদিকে ইমাম ওলামা পরিষদের পক্ষ থেকেও একটি মাহফিলের আয়োজন করার কথা ছিল। দুপক্ষের উত্তেজনা থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোববার মাহফিলের আয়োজন বন্ধ করে দেয়া হয়।

তবে উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে সোমবার সকালে আহলে সুন্নত ওয়াল জামাতের পক্ষ থেকে একটি মিছিল বের হয় তবে উপজেলা প্রশাসন মিছিলটি ছয়সূতী বাজারে প্রবেশ করতে নিষেধ করে। কিন্তু মিছিলটি ছয়সূতী বাজারে আসলে ইমাম ওলামা পরিষদের পক্ষ থেকে বাধা দিলে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়।

এ সময় ছয়সূতী ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদ ভাঙচুর করা হয়।এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মীর মিলন নামে একজনের মৃত্যু হয়।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিদেশে ৮ হাজার কোটি টাকার সম্পত্তি সাবেক ভূমিমন্ত্রীর

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর মিছিল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

আপডেট সময় ০৭:১১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পবিত্র ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আরও ১৫ জন আহত হয়েছে।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নে এই ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায় ,নিহত ব্যক্তির নাম মীর মিলন (৫০)। তিনি ঐ উপজেলার ছয়সূতি ইউনিয়নের জাবু মীরের ছেলে। নিহত মিলন আলেম উলামা পরিষদের একজন সদস্য।

পুলিশ জানায়, সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছয়সূতী ইউনিয়নে আহলে সুন্নত ওয়াল জামাতের পক্ষ থেকে মাহফিলের আয়োজন করার কথা ছিল। অপরদিকে ইমাম ওলামা পরিষদের পক্ষ থেকেও একটি মাহফিলের আয়োজন করার কথা ছিল। দুপক্ষের উত্তেজনা থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোববার মাহফিলের আয়োজন বন্ধ করে দেয়া হয়।

তবে উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে সোমবার সকালে আহলে সুন্নত ওয়াল জামাতের পক্ষ থেকে একটি মিছিল বের হয় তবে উপজেলা প্রশাসন মিছিলটি ছয়সূতী বাজারে প্রবেশ করতে নিষেধ করে। কিন্তু মিছিলটি ছয়সূতী বাজারে আসলে ইমাম ওলামা পরিষদের পক্ষ থেকে বাধা দিলে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়।

এ সময় ছয়সূতী ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদ ভাঙচুর করা হয়।এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মীর মিলন নামে একজনের মৃত্যু হয়।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।