ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাকসুতে ভিপি-জিএসসহ ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়,১টিতে ছাত্রদলের Logo জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা Logo ‘পিআর পদ্ধতি সংযোজন ও গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি’ Logo শিক্ষকের উপর পুলিশী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo মুন্সীগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন Logo চাকসু নির্বাচন: ভোট গ্রহণের পর কেন্দ্র পাহারায় ছাত্রীরা Logo সুন্দরগঞ্জে সরকারি হাসপাতালে অ্যানথ্রাক্স চিকিৎসায় অনীহা, বিপাকে রোগীরা Logo মুগ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন শাজাহানপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান Logo পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত Logo জকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশকে আড়াই বিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি ও বিশ্ব ব্যাংক

বাংলাদেশকে আড়াই বিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি ও বিশ্ব ব্যাংক

ব্যাংক ও আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে আড়াই বিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মধ্যে বিশ্বব্যাংক ১০০ কোটি বা এক বিলিয়ন ডলার ও এডিবি ১৫০ কোটি বা দেড় বিলিয়ন ডলার দেবে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সংস্থা দুটির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের পৃথক পৃথক বৈঠক হয়। বৈঠকে এই ঋণ সহায়তা দেয়ার আশ্বাস দেয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের ব্যাংক ও আর্থিক খাত সংস্কারে তিন শর্তে ১০০ কোটি বা ১ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। তবে এখন পলিসি সহায়তার জন্য ৭৫০ মিলিয়ন ডলার দিবে বলেছে বিশ্বব্যাংক। ডিসেম্বরে এই সহায়তা পাওয়া যাবে।

আর ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে আরো ২৫০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেয়া হবে। তবে তা পেতে আরো সময় লাগবে। এছাড়া এডিবি ১ দশমিক ৫ বিলিয়ন ডলার দেবে। তিন ধাপে হাফ বিলিয়ন করে মোট ১ দশমিক ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি।

তিনি আরো বলেন, ‘ঋণ পেতে কিছু শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। এর মধ্যে বেসরকারি খাতে অ্যাসেস ম্যানেজমেন্ট কোম্পানি গঠন, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞা নির্ধারণ এবং নতুন গঠিত টাস্কফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী। তবে এগুলোর শর্তের ৫০ শতাংশই ইতিমধ্যে সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে রবিবার বিকেলে যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনুসর। বৈঠকে ম্যাক্রো ইকনোমি কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা হয়।

এর মধ্যে মূল্যস্ফীতি, পাচারের অর্থ ফেরানো ও প্রবৃদ্ধিসহ নানা বিষয় উঠে আসে। আর্থিক খাত সংস্কারের যুক্তরাষ্ট্রের সহযোগীতা করবে বলে গভর্নরকে আশ্বাস দেয়া হয়।

জনপ্রিয় সংবাদ

চাকসুতে ভিপি-জিএসসহ ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়,১টিতে ছাত্রদলের

বাংলাদেশকে আড়াই বিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি ও বিশ্ব ব্যাংক

আপডেট সময় ১১:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

ব্যাংক ও আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে আড়াই বিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মধ্যে বিশ্বব্যাংক ১০০ কোটি বা এক বিলিয়ন ডলার ও এডিবি ১৫০ কোটি বা দেড় বিলিয়ন ডলার দেবে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সংস্থা দুটির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের পৃথক পৃথক বৈঠক হয়। বৈঠকে এই ঋণ সহায়তা দেয়ার আশ্বাস দেয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের ব্যাংক ও আর্থিক খাত সংস্কারে তিন শর্তে ১০০ কোটি বা ১ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। তবে এখন পলিসি সহায়তার জন্য ৭৫০ মিলিয়ন ডলার দিবে বলেছে বিশ্বব্যাংক। ডিসেম্বরে এই সহায়তা পাওয়া যাবে।

আর ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে আরো ২৫০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেয়া হবে। তবে তা পেতে আরো সময় লাগবে। এছাড়া এডিবি ১ দশমিক ৫ বিলিয়ন ডলার দেবে। তিন ধাপে হাফ বিলিয়ন করে মোট ১ দশমিক ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি।

তিনি আরো বলেন, ‘ঋণ পেতে কিছু শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। এর মধ্যে বেসরকারি খাতে অ্যাসেস ম্যানেজমেন্ট কোম্পানি গঠন, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞা নির্ধারণ এবং নতুন গঠিত টাস্কফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী। তবে এগুলোর শর্তের ৫০ শতাংশই ইতিমধ্যে সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে রবিবার বিকেলে যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনুসর। বৈঠকে ম্যাক্রো ইকনোমি কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা হয়।

এর মধ্যে মূল্যস্ফীতি, পাচারের অর্থ ফেরানো ও প্রবৃদ্ধিসহ নানা বিষয় উঠে আসে। আর্থিক খাত সংস্কারের যুক্তরাষ্ট্রের সহযোগীতা করবে বলে গভর্নরকে আশ্বাস দেয়া হয়।