ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাংবাদিক তুহিন হত্যার বিচার চেয়ে জবি সাংবাদিক সমিতির মানববন্ধন Logo জামায়াতে ইসলামী নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে :মেজর হাফিজ Logo ফুটপাতে পড়ে থাকা ব্যাগে মিলল অজ্ঞাত ব্যক্তির কয়েক টুকরো মরদেহ Logo মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা, তীব্র নিন্দা জামায়াতের Logo সমালোচনার মুখে ব্রিটিশ সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন রুশনারা আলী Logo লালপুরে প্রাইভেটকার থেকে নামিয়ে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা Logo তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান Logo বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে গলা কেটে হত্যা Logo ক্যান্সারে আক্রান্ত ১৪ বছরের কিশোর রুবেল বাঁচতে চায়

ঘাস কাটা নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা

ঘাস কাটা নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গরুর জন্য ঘাস কাটা নিয়ে কাথা কাটাকাটির সময় বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের যমুনার পাড় এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বিল্লাল একই এলাকার আব্দুর রাজ্জাক ছেলে।

ওসি মাজেদুর রহমান জানান, আজ গরুর জন্য ঘাস কাটতে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম ফারুকের ফিসারীর পাড়ে যান বিল্লাল মিয়া। এ সময় ইউপি সদস্যের ছোট ভাই খলিল মিয়া ঘাস কাটতে বাধা দেন বিল্লালকে। এ নিয়ে দুই জনের কথা মাঝে কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে খলিল মিয়া ঘাস কাটার কাঁচি কেড়ে নিয়ে বিল্লাল মিয়ার বুকে কোপ দেন। চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে বিল্লালকে উদ্ধার করে ফুলবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ বলেন, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্ষক্ষরণে বিল্লাল মিয়া মারা গেছেন।

ওসি মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কেউ এখনো অভিযোগ দেননি।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক তুহিন হত্যার বিচার চেয়ে জবি সাংবাদিক সমিতির মানববন্ধন

ঘাস কাটা নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১০:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গরুর জন্য ঘাস কাটা নিয়ে কাথা কাটাকাটির সময় বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের যমুনার পাড় এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বিল্লাল একই এলাকার আব্দুর রাজ্জাক ছেলে।

ওসি মাজেদুর রহমান জানান, আজ গরুর জন্য ঘাস কাটতে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম ফারুকের ফিসারীর পাড়ে যান বিল্লাল মিয়া। এ সময় ইউপি সদস্যের ছোট ভাই খলিল মিয়া ঘাস কাটতে বাধা দেন বিল্লালকে। এ নিয়ে দুই জনের কথা মাঝে কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে খলিল মিয়া ঘাস কাটার কাঁচি কেড়ে নিয়ে বিল্লাল মিয়ার বুকে কোপ দেন। চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে বিল্লালকে উদ্ধার করে ফুলবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ বলেন, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্ষক্ষরণে বিল্লাল মিয়া মারা গেছেন।

ওসি মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কেউ এখনো অভিযোগ দেননি।