ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ম্যাজিস্ট্রেসি পাওয়ারে যা যা করতে পারবে সেনাবাহিনী মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে কোটি কোটি টাকার জিনিস লোপাট টানা তৃতীয় বার বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় পাবিপ্রবি শিক্ষক ড.নুর-আলম টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে বঙ্গোপসাগরে আবার লঘুচাপের আশঙ্কা,বাড়তে পারে বৃষ্টি সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি গাজায় ইসরায়েলি নৃশংস হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত আরও ২৬ ম্যানচেস্টার সিটি, পিএসজি,শ্রীলঙ্কা–নিউজিল্যান্ড টেস্ট সহ টিভিতে যা দেখবেন ক্রোয়েশিয়াকে বিশাল ব্যবধানে হারালো ব্রাজিল পণ্য রপ্তানির আড়ালে বেক্সিমকোর অর্থ পাচার

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ১৩ ট্রলার নিখোঁজ

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ১৩ ট্রলার নিখোঁজ

বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া কক্সবাজারের ১৩টি ট্রলার নিখোঁজ রয়েছে। এসব ট্রলারে তিন শতাধিক মাঝি-মাল্লা রয়েছেন। যাদের সঙ্গে গত ৪৮ ঘণ্টা যোগাযোগ করা যায়নি বলে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জানিয়েছেন কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

নিখোঁজ ট্রলারগুলো হলো- ‌‘এফবি হাসান’, ‘এফবি আবছার’, ‘এফবি সাবিত’, ‘এফবি মায়ের দোয়া’, ‘এফবি কায়সার’, ‘এফবি আব্দুল মালেক এক দুই’, ‘এফবি আঁখি’, ‘এফবি তাহসিন’, ‘এফবি বাবুল’, ‘এফবি নাছির’, ‘এফবি সেলিম’, ‘এফবি নজির’ এবং ‘এফবি জনি’।

ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘গত বুধবার থেকে টানা বর্ষণ হচ্ছে কক্সবাজার উপকূলে। গত ৪৮ ঘণ্টা ধরে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হওয়ায় উপকূলে ফিরছিলেন জেলেরা। পথিমধ্যে অনেক ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে গেছে। তারমধ্যে ৮টি ট্রলার কলাতলী ও উখিয়ার ইনানীর পাটোয়ারটেক পয়েন্টে ভেসে এসেছে। সেখান থেকে তিন শতাধিক জেলে জীবিত উদ্ধার হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘গত ৪৮ ঘণ্টা ধরে যোগাযোগ নেই ১৩টি ফিশিং ট্রলারের সঙ্গে। এসব ট্রলারে থাকা সাড়ে তিন শতাধিক জেলের ফোনে কোনো সংযোগ নেই। সে হিসেবে তারা এখনো নিখোঁজ রয়েছেন।

ম্যাজিস্ট্রেসি পাওয়ারে যা যা করতে পারবে সেনাবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ১৩ ট্রলার নিখোঁজ

আপডেট সময় ১১:৪৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া কক্সবাজারের ১৩টি ট্রলার নিখোঁজ রয়েছে। এসব ট্রলারে তিন শতাধিক মাঝি-মাল্লা রয়েছেন। যাদের সঙ্গে গত ৪৮ ঘণ্টা যোগাযোগ করা যায়নি বলে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জানিয়েছেন কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

নিখোঁজ ট্রলারগুলো হলো- ‌‘এফবি হাসান’, ‘এফবি আবছার’, ‘এফবি সাবিত’, ‘এফবি মায়ের দোয়া’, ‘এফবি কায়সার’, ‘এফবি আব্দুল মালেক এক দুই’, ‘এফবি আঁখি’, ‘এফবি তাহসিন’, ‘এফবি বাবুল’, ‘এফবি নাছির’, ‘এফবি সেলিম’, ‘এফবি নজির’ এবং ‘এফবি জনি’।

ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘গত বুধবার থেকে টানা বর্ষণ হচ্ছে কক্সবাজার উপকূলে। গত ৪৮ ঘণ্টা ধরে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হওয়ায় উপকূলে ফিরছিলেন জেলেরা। পথিমধ্যে অনেক ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে গেছে। তারমধ্যে ৮টি ট্রলার কলাতলী ও উখিয়ার ইনানীর পাটোয়ারটেক পয়েন্টে ভেসে এসেছে। সেখান থেকে তিন শতাধিক জেলে জীবিত উদ্ধার হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘গত ৪৮ ঘণ্টা ধরে যোগাযোগ নেই ১৩টি ফিশিং ট্রলারের সঙ্গে। এসব ট্রলারে থাকা সাড়ে তিন শতাধিক জেলের ফোনে কোনো সংযোগ নেই। সে হিসেবে তারা এখনো নিখোঁজ রয়েছেন।