ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo টিভিতে আজকের খেলা Logo ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ কাঠামোয় সাত কলেজে ভর্তি কার্যক্রম শুরুর অনুমোদন Logo এ মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের: সালাহউদ্দিন Logo মুন্সীগঞ্জে এনসিপির পথসভা: “নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত থাকবে” Logo সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ, সেক্রেটারি শোয়াইব Logo পাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে  জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন Logo ‘যতদিন বাংলাদেশের নাম থাকবে, ততদিন উচ্চারিত হবে জুলাই যোদ্ধাদের নাম’ Logo গোপালগঞ্জকে ৪ জেলায় ভাগ করে দিয়ে ৬৩ জেলার বাংলাদেশ করা হোক- আমির হামজা Logo ‘সামনের জুলাই তুই কনে থাকবি’ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি Logo যেসব অঞ্চলে বজ্রবৃষ্টি ও ভারি বর্ষণ হতে শঙ্কা

পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন বিসিবির পরিচালকের পদে ছিলেন সুজন। একইসঙ্গে তিনি গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান ছিলেন।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) তিনি পদত্যাগপত্র জমা দেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন গেম ডেভলপমেন্টে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। বয়সভিত্তিক দলগুলো গড়ার পেছনে তার অবদান অপরিসীম। অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ের পেছনের নায়ক ছিলেন এই সুজন। পরিচালকের পদে থাকাকালীন সময়ে সুজন বিভিন্ন সময়ে জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন। টিম ডিরেক্টর, টিম ম্যানেজার কিংবা অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায় দেখা গেছে সুজনকে।

দেশের ক্লাব ক্রিকেটের কোচিংয়ে সুজন ছিলেন নিয়মিত মুখ। আবহনী লিমিটেডের কোচ হিসেবে তিনি পরিচিত। সর্বশেষ বিপিএলে তিনি দুর্দান্ত ঢাকার কোচ ছিলেন। ক্রিকেটার তুলে আনার পেছনে আছে তার বড় ভূমিকা সর্বজনবিদিত। ভবিষ্যতে দেশের ক্রিকেটে সুজনকে অন্য কোনো ভূমিকায় দেখা যাবে কিনা, সেটা সময়ই বলে দেবে।

উল্লেখ্য, এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন শফিউল আলম চৌধুরী নাদেল ও নাঈমুর রহমান দুর্জয়। ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার পর বোর্ড সভাতেও যোগ দিয়েছিলেন সুজন। তার পদত্যাগের কোনো আভাস ছিল না। হুট করেই এলো সিদ্ধান্ত।

জনপ্রিয় সংবাদ

টিভিতে আজকের খেলা

পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন

আপডেট সময় ০৪:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন বিসিবির পরিচালকের পদে ছিলেন সুজন। একইসঙ্গে তিনি গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান ছিলেন।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) তিনি পদত্যাগপত্র জমা দেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন গেম ডেভলপমেন্টে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। বয়সভিত্তিক দলগুলো গড়ার পেছনে তার অবদান অপরিসীম। অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ের পেছনের নায়ক ছিলেন এই সুজন। পরিচালকের পদে থাকাকালীন সময়ে সুজন বিভিন্ন সময়ে জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন। টিম ডিরেক্টর, টিম ম্যানেজার কিংবা অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায় দেখা গেছে সুজনকে।

দেশের ক্লাব ক্রিকেটের কোচিংয়ে সুজন ছিলেন নিয়মিত মুখ। আবহনী লিমিটেডের কোচ হিসেবে তিনি পরিচিত। সর্বশেষ বিপিএলে তিনি দুর্দান্ত ঢাকার কোচ ছিলেন। ক্রিকেটার তুলে আনার পেছনে আছে তার বড় ভূমিকা সর্বজনবিদিত। ভবিষ্যতে দেশের ক্রিকেটে সুজনকে অন্য কোনো ভূমিকায় দেখা যাবে কিনা, সেটা সময়ই বলে দেবে।

উল্লেখ্য, এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন শফিউল আলম চৌধুরী নাদেল ও নাঈমুর রহমান দুর্জয়। ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার পর বোর্ড সভাতেও যোগ দিয়েছিলেন সুজন। তার পদত্যাগের কোনো আভাস ছিল না। হুট করেই এলো সিদ্ধান্ত।