ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোহাম্মদপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার Logo সুপার ফোরে উঠতে পারে বাংলাদেশ, আশাবাদী শোয়েব মালিক Logo চিরনিদ্রায় শায়িত জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস Logo বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না: দুলু Logo জাকসু: অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, সরে দাঁড়ালেন জাকসু নির্বাচন কমিশনার Logo অবশেষে নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি, রাতেই শপথ Logo চাঁদা না দেওয়ায় ইমামকে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ Logo ম্যানুয়াল পদ্ধতিতেই চলবে ভোট গণনা, ফলাফল আজকের মধ্যেই Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী

২০২৬ বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল: ব্রাজিল কোচ

২০২৬ বিশ্বকাপের ফাইনালের ফাইনাল খেলবে ব্রাজিল। এই নিয়ে পরে কথাটা মিলিয়ে নিতে পারেন– সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়র অনেকটা এভাবেই আশ্বস্ত করতে চাইলেন ব্রাজিলের ফুটবল ভক্তদের। সাম্প্রতিক সময়টা সেলেসাওদের ভালো যাচ্ছে না। কিন্তু কোচ দোরিভাল যেন ব্রাজিল ফুটবলের সবচেয়ে আশাবাদী মানুষ। পর্তুগিজ ভাষা থেকে তার কথার আক্ষরিক এই অনুবাদ হয়ত ব্রাজিল ভক্তদেরই নতুন করে আশার জোগান দেবে।

বিশ্বকাপের বাছাইপর্বের চতুর্থ স্থানে থেকেও তাই এই কোচ স্বপ্ন দেখছেন ব্রাজিলকে তিনি নিয়ে যাবেন বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের শোনালেন ফাইনালে খেলার কথা। ব্রাজিল আবারও প্রতিযোগিতামূলক ফুটবল উপহার দেবে কি না এমনই প্রশ্ন করা হয়েছিল দোরিভালের কাছে।

উত্তরে ব্রাজিলিয়ান কোচের বক্তব্য, ‘আমার মনে এই নিয়ে কোনো প্রশ্ন নেই। আপনি লিখে রাখতে পারেন ২০২৬ বিশ্বকাপে আমরা ফাইনাল খেলব, বিশ্বাস না হলে দুই বছর পর আমার কথা মিলিয়ে নেবেন।’ দোরিভাল এও বিশ্বাস করেন তার দল দৃশ্যমান খেলার দিক থেকে উন্নতি করছে।

শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয়ের আগে টানা তিন ম্যাচ হেরেছে ব্রাজিল। ৭ ম্যাচে মোটে ১০ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ৪র্থ স্থানে আছে তারা। পরিসংখ্যান বলছে, বাছাইপর্বে এটিই ব্রাজিলের সবচেয়ে বাজে অধ্যায়। কিন্তু এরপরেও দলের বর্তমান অবস্থায় বেশ সন্তুষ্ট কোচ, ‘দল হিসেবে আমরা নিজেদের সেরা খুঁজে নেয়ার চেষ্টা করে যাচ্ছি। বল রিকোভারিতে আমরা ভাল করছি। প্রতিপক্ষ দুই থেকে তিন পাস দেয়ার পরই আমরা ট্রানজিশন ফিরে পাচ্ছি।’

অবশ্য এখানেই থামার ইচ্ছে নেই দোরিভালের, ‘আমরা রিকোভারির ক্ষেত্রে আরও আগ্রাসী হবো। দল হিসেবে আমার বিশ্বাস, আমরা উন্নতি করেছি। প্রতিপক্ষের বক্সের কাছে আমাদের এখনো কিছু ঘাটতি রয়েছে। একজন নির্ভরযোগ্য খেলোয়াড় বা এমন কেউ যে কিনা প্রতিপক্ষের ভারসাম্য নষ্ট করে দেবে।’

কনমেবল অঞ্চলের বাছাইপর্বে ৮ম রাউন্ডের ম্যাচে বুধবার ভোরে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ৭ ম্যাচ শেষে এই অঞ্চলে সবার ওপরে এই মুহূর্তে আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ১৮। ব্রাজিল চিরপ্রতিদ্বন্দ্বীদের তুলনায় ৮ পয়েন্ট পিছিয়ে আছে।

জনপ্রিয় সংবাদ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোহাম্মদপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার

২০২৬ বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল: ব্রাজিল কোচ

আপডেট সময় ০২:৪২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

২০২৬ বিশ্বকাপের ফাইনালের ফাইনাল খেলবে ব্রাজিল। এই নিয়ে পরে কথাটা মিলিয়ে নিতে পারেন– সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়র অনেকটা এভাবেই আশ্বস্ত করতে চাইলেন ব্রাজিলের ফুটবল ভক্তদের। সাম্প্রতিক সময়টা সেলেসাওদের ভালো যাচ্ছে না। কিন্তু কোচ দোরিভাল যেন ব্রাজিল ফুটবলের সবচেয়ে আশাবাদী মানুষ। পর্তুগিজ ভাষা থেকে তার কথার আক্ষরিক এই অনুবাদ হয়ত ব্রাজিল ভক্তদেরই নতুন করে আশার জোগান দেবে।

বিশ্বকাপের বাছাইপর্বের চতুর্থ স্থানে থেকেও তাই এই কোচ স্বপ্ন দেখছেন ব্রাজিলকে তিনি নিয়ে যাবেন বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের শোনালেন ফাইনালে খেলার কথা। ব্রাজিল আবারও প্রতিযোগিতামূলক ফুটবল উপহার দেবে কি না এমনই প্রশ্ন করা হয়েছিল দোরিভালের কাছে।

উত্তরে ব্রাজিলিয়ান কোচের বক্তব্য, ‘আমার মনে এই নিয়ে কোনো প্রশ্ন নেই। আপনি লিখে রাখতে পারেন ২০২৬ বিশ্বকাপে আমরা ফাইনাল খেলব, বিশ্বাস না হলে দুই বছর পর আমার কথা মিলিয়ে নেবেন।’ দোরিভাল এও বিশ্বাস করেন তার দল দৃশ্যমান খেলার দিক থেকে উন্নতি করছে।

শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয়ের আগে টানা তিন ম্যাচ হেরেছে ব্রাজিল। ৭ ম্যাচে মোটে ১০ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ৪র্থ স্থানে আছে তারা। পরিসংখ্যান বলছে, বাছাইপর্বে এটিই ব্রাজিলের সবচেয়ে বাজে অধ্যায়। কিন্তু এরপরেও দলের বর্তমান অবস্থায় বেশ সন্তুষ্ট কোচ, ‘দল হিসেবে আমরা নিজেদের সেরা খুঁজে নেয়ার চেষ্টা করে যাচ্ছি। বল রিকোভারিতে আমরা ভাল করছি। প্রতিপক্ষ দুই থেকে তিন পাস দেয়ার পরই আমরা ট্রানজিশন ফিরে পাচ্ছি।’

অবশ্য এখানেই থামার ইচ্ছে নেই দোরিভালের, ‘আমরা রিকোভারির ক্ষেত্রে আরও আগ্রাসী হবো। দল হিসেবে আমার বিশ্বাস, আমরা উন্নতি করেছি। প্রতিপক্ষের বক্সের কাছে আমাদের এখনো কিছু ঘাটতি রয়েছে। একজন নির্ভরযোগ্য খেলোয়াড় বা এমন কেউ যে কিনা প্রতিপক্ষের ভারসাম্য নষ্ট করে দেবে।’

কনমেবল অঞ্চলের বাছাইপর্বে ৮ম রাউন্ডের ম্যাচে বুধবার ভোরে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ৭ ম্যাচ শেষে এই অঞ্চলে সবার ওপরে এই মুহূর্তে আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ১৮। ব্রাজিল চিরপ্রতিদ্বন্দ্বীদের তুলনায় ৮ পয়েন্ট পিছিয়ে আছে।