শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন সৈয়দ জামিল আহমেদ। আগামী দুই বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে সৈয়দ জামিল আহমেদ বলেন, এটা অনেক বড় দায়িত্ব। কারণ দেশের শিল্প-সংস্কৃতিচর্চার এগিয়ে নেয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমি।
সৈয়দ জামিল আহমেদ বলেন, একাডেমির মহাপরিচালক পদে যোগ দেয়ার জন্য সংস্কৃতি উপদেষ্টা ড. আসিফ নজরুল আমাকে অনুরোধ করেন। শুরুতে আমি এ দায়িত্ব নিতে চাইনি। প্রস্তাব দেয়ার পর কয়েকদিন সময়ও নিয়েছি। পরবর্তীতে মনে হয়েছে, নতুন রাষ্ট্র কাঠামো তৈরির কাজ চলছে। একজন নাগরিক হিসেবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির দায়িত্ব নেয়া উচিত।
সৈয়দ জামিল আহমেদ আরও বলেন, কয়েক শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশকে পুনর্গঠনের অংশ হিসেবে এ দায়িত্ব নিয়েছি। আমার দুই বছরের মেয়াদকালে আমি স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাই। একাডেমির অনিয়মগুলো দূর করে নিজের সর্বোচ্চ মেধা দিয়ে প্রতিষ্ঠানটির গতিধারা ফিরিয়ে আনবো। এছাড়া দ্রুত সময়ের মধ্যে শিল্পকলা একাডেমির শিল্প-সংস্কৃতিনির্ভর কার্যক্রম চালু করার উদ্যোগ গ্রহণ করবো।