ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শুধু মিটিং করে জনগণের মন জয় করা যাবে না: তারেক রহমান Logo ‘কারা যেন জান্নাতের টিকিট বিক্রি করতে চায়। ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না’ Logo জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না Logo আমাদের ৫০ লাখ যুবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে: তাহের Logo খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি Logo জামায়াত ক্ষমতায় গেলে দাবি আদায়ে কাউকে রাস্তায় নামতে হবে না -জামায়াত আমির Logo নোবিপ্রবিতে এক ছাত্রীর আত্মহত্যা Logo ‘রাজনৈতিক দলগুলো সফরে যুক্ত থাকায় বাংলাদেশের ঐক্য প্রকাশ পেয়েছে’ Logo গাজীপুরে কেমিক্যাল গুদামে আগুন, ফায়ার সার্ভিসের আরেক সদস্য নিহত Logo জামায়াতে যোগ দিলেন এবি পার্টি প্রতিষ্ঠাতা আহ্বায়ক সোলায়মান চৌধুরী

পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর ৪ কোটি টাকার সম্পদ জব্দ

পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর ৪ কোটি টাকার সম্পদ জব্দ

ফরিদপুরের সাবেক ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভিনের ব্যাংক হিসাব স্থগিত ও স্থাবর সম্পত্তি জব্দ করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের এ সম্পত্তি জব্দ করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সাংবাদিকদের দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর দুদকের উপপরিচালক রেজাউল করিম বলেন, ‘টি আই তুহিন লস্কর ও তার স্ত্রীর নামে আরো স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে বলে আমরা ধারণা করছি।

এ দম্পতির বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। পরিপূর্ণ হিসাব পাওয়ার পর এ ব্যাপারে নিয়মিত মামলা করা হবে। তুহিন বা তার স্ত্রী যাতে ব্যাংক থেকে টাকা তুলে নিতে না পারেন কিংবা স্থাবর সম্পত্তি অন্যের নামে হস্তান্তর করতে না পারেন এ জন্য এ সম্পত্তি জব্দ করে রাখা হলো। দুদকের ফরিদপুর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এ কার্যালয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তুহিন লস্কর ও তার স্ত্রীর নামে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের একটি অভিযোগ দেন।

অভিযোগ পাওয়ার পর ফরিদপুর দুদকের উপসহকারী পরিচালক মো. ইমরান আকন অনুসন্ধান করে স্থাবর-অস্থাবরসহ প্রায় চার কোটি টাকা মূল্যের সম্পত্তির সন্ধান পান। এসব সম্পত্তি জব্দ করার জন্য ফরিদপুর দুদুক গত ৭ আগস্ট দুর্নীতি দমন কমিশন বরাবর আবেদন করে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর আদালত সম্পত্তি জব্দ করার আদেশ দেন। সে পরিপ্রেক্ষিতে গত ৮ সেপ্টেম্বর এ সম্পত্তি জব্দ করে দুদক।

স্থগিত করে দেওয়া হয় ব্যাংক হিসাব। আরো জানা গেছে, জব্দ করা স্থাবর সম্পত্তি সবই পুলিশ কর্মকর্তা তুহিনের স্ত্রী জামিলা পারভীনের নামে। এর মধ্যে খুলনা, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় তার বাড়ি, ফ্ল্যাট ও জমি রয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৮১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা। ব্যাংকে টাকা ও স্থায়ী আমানত রয়েছে ১ কোটি ৬ লাখ ১৭ হাজার ২৯১ টাকার।

এর মধ্যে ব্র্যাক ব্যাংক ফরিদপুর শাখায় সঞ্চয়ী হিসাবে ৩৯ লাখ ৬৮ হাজার ৯০০ টাকা রয়েছে। ওই ব্যাংকের অন্য একটি হিসাবে স্থায়ী আমানত রয়েছে ৪০ লাখ টাকা।

শুধু মিটিং করে জনগণের মন জয় করা যাবে না: তারেক রহমান

পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর ৪ কোটি টাকার সম্পদ জব্দ

আপডেট সময় ০৭:৪১:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

ফরিদপুরের সাবেক ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভিনের ব্যাংক হিসাব স্থগিত ও স্থাবর সম্পত্তি জব্দ করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের এ সম্পত্তি জব্দ করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সাংবাদিকদের দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর দুদকের উপপরিচালক রেজাউল করিম বলেন, ‘টি আই তুহিন লস্কর ও তার স্ত্রীর নামে আরো স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে বলে আমরা ধারণা করছি।

এ দম্পতির বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। পরিপূর্ণ হিসাব পাওয়ার পর এ ব্যাপারে নিয়মিত মামলা করা হবে। তুহিন বা তার স্ত্রী যাতে ব্যাংক থেকে টাকা তুলে নিতে না পারেন কিংবা স্থাবর সম্পত্তি অন্যের নামে হস্তান্তর করতে না পারেন এ জন্য এ সম্পত্তি জব্দ করে রাখা হলো। দুদকের ফরিদপুর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এ কার্যালয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তুহিন লস্কর ও তার স্ত্রীর নামে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের একটি অভিযোগ দেন।

অভিযোগ পাওয়ার পর ফরিদপুর দুদকের উপসহকারী পরিচালক মো. ইমরান আকন অনুসন্ধান করে স্থাবর-অস্থাবরসহ প্রায় চার কোটি টাকা মূল্যের সম্পত্তির সন্ধান পান। এসব সম্পত্তি জব্দ করার জন্য ফরিদপুর দুদুক গত ৭ আগস্ট দুর্নীতি দমন কমিশন বরাবর আবেদন করে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর আদালত সম্পত্তি জব্দ করার আদেশ দেন। সে পরিপ্রেক্ষিতে গত ৮ সেপ্টেম্বর এ সম্পত্তি জব্দ করে দুদক।

স্থগিত করে দেওয়া হয় ব্যাংক হিসাব। আরো জানা গেছে, জব্দ করা স্থাবর সম্পত্তি সবই পুলিশ কর্মকর্তা তুহিনের স্ত্রী জামিলা পারভীনের নামে। এর মধ্যে খুলনা, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় তার বাড়ি, ফ্ল্যাট ও জমি রয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৮১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা। ব্যাংকে টাকা ও স্থায়ী আমানত রয়েছে ১ কোটি ৬ লাখ ১৭ হাজার ২৯১ টাকার।

এর মধ্যে ব্র্যাক ব্যাংক ফরিদপুর শাখায় সঞ্চয়ী হিসাবে ৩৯ লাখ ৬৮ হাজার ৯০০ টাকা রয়েছে। ওই ব্যাংকের অন্য একটি হিসাবে স্থায়ী আমানত রয়েছে ৪০ লাখ টাকা।