ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মোদি আর বিজেপিকে এখন মানুষ ভয় পায় না: রাহুল গান্ধী

লোকসভা ভোটের পর দেশের মানুষের ভয় কেটে গেছে বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

তিনি বলেছেন, নরেন্দ্র মোদি ও তার নেতৃত্বাধীন বিজেপিকে মানুষ এখন আর ভয় পায় না। সংবিধান, ধর্ম ও বিরোধী শাসিত রাজ্যগুলোর ওপর আক্রমণও মানুষ আর বরদাশত করছে না।

রোববার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ডালাসে ভারতীয় বংশোদ্ভূতদের এক সমাবেশে যোগ দেন রাহুল গান্ধী। সেখানে তিনি বলেন, বিজেপির আদর্শ বাঁধা আরএসএসের কাছে, যারা বিশ্বাস করে, ভারত মানে এক আদর্শ। কিন্তু কংগ্রেসের চিরায়ত বিশ্বাস, ভারত বহু মত, বহু আদর্শের সমাহার। কংগ্রেসের সঙ্গে বিজেপি-আরএসএসের লড়াই এ নিয়েই। বহুত্ববাদ বনাম একদর্শী মতবাদ। এটা বিচারধারার লড়াই।

ডালাসের ওই সমাবেশে ছাত্রছাত্রী প্রশ্ন করেছিলেন, ভারতে শ্রমবাজারে নারীর উপস্থিতি এত কম কেন। উত্তরে রাহুল সরাসরি দায়ী করেন আরএসএসের নীতিকে, বিজেপি যা অনুসরণ করে চলে।

তিনি বলেন, আরএসএস-বিজেপির অনুসৃত নীতি এ জন্য অনেকটাই দায়ী। হিন্দুত্ববাদী ওই সংগঠন ও দল মনে করে, নারীদের ভূমিকা সীমাবদ্ধ থাকা উচিত সংসারে। তারা ঘরে থাকবেন। রান্নাবান্না করবেন। সন্তান লালন–পালন করবেন। কিন্তু কংগ্রেস মনে করে, পুরুষদের মতো নারীরাও সমানভাবে এগোবেন। উচ্চাকাঙ্ক্ষী হবেন। নিজেদের স্বপ্ন পূরণ করবেন। লক্ষ্যপূরণে এগিয়ে চলবেন। বিজেপির এ মনোভাবই শ্রমবাজারে নারী উপস্থিতি কমের কারণ।

বিরোধী নেতা হিসেবে তার ভূমিকা কী, জানতে চাওয়া হলে রাহুল বলেন, আমার কাজ রাজনীতিতে ভালোবাসা, সম্মান ও বিনম্রতা ফিরিয়ে আনা। দেশের রাজনীতি থেকে ক্রমেই এগুলো হারিয়ে যাচ্ছে। ভারত জোড়ো যাত্রায় সারাক্ষণ আমি এই ভালোবাসার কথাই বলেছি। ঘৃণার জবাবে ভালোবাসা।

জনপ্রিয় সংবাদ

হাসিনা কোথায় তা নিয়ে রহস্য ভারতেও!

মোদি আর বিজেপিকে এখন মানুষ ভয় পায় না: রাহুল গান্ধী

আপডেট সময় ০৭:১৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

লোকসভা ভোটের পর দেশের মানুষের ভয় কেটে গেছে বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

তিনি বলেছেন, নরেন্দ্র মোদি ও তার নেতৃত্বাধীন বিজেপিকে মানুষ এখন আর ভয় পায় না। সংবিধান, ধর্ম ও বিরোধী শাসিত রাজ্যগুলোর ওপর আক্রমণও মানুষ আর বরদাশত করছে না।

রোববার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ডালাসে ভারতীয় বংশোদ্ভূতদের এক সমাবেশে যোগ দেন রাহুল গান্ধী। সেখানে তিনি বলেন, বিজেপির আদর্শ বাঁধা আরএসএসের কাছে, যারা বিশ্বাস করে, ভারত মানে এক আদর্শ। কিন্তু কংগ্রেসের চিরায়ত বিশ্বাস, ভারত বহু মত, বহু আদর্শের সমাহার। কংগ্রেসের সঙ্গে বিজেপি-আরএসএসের লড়াই এ নিয়েই। বহুত্ববাদ বনাম একদর্শী মতবাদ। এটা বিচারধারার লড়াই।

ডালাসের ওই সমাবেশে ছাত্রছাত্রী প্রশ্ন করেছিলেন, ভারতে শ্রমবাজারে নারীর উপস্থিতি এত কম কেন। উত্তরে রাহুল সরাসরি দায়ী করেন আরএসএসের নীতিকে, বিজেপি যা অনুসরণ করে চলে।

তিনি বলেন, আরএসএস-বিজেপির অনুসৃত নীতি এ জন্য অনেকটাই দায়ী। হিন্দুত্ববাদী ওই সংগঠন ও দল মনে করে, নারীদের ভূমিকা সীমাবদ্ধ থাকা উচিত সংসারে। তারা ঘরে থাকবেন। রান্নাবান্না করবেন। সন্তান লালন–পালন করবেন। কিন্তু কংগ্রেস মনে করে, পুরুষদের মতো নারীরাও সমানভাবে এগোবেন। উচ্চাকাঙ্ক্ষী হবেন। নিজেদের স্বপ্ন পূরণ করবেন। লক্ষ্যপূরণে এগিয়ে চলবেন। বিজেপির এ মনোভাবই শ্রমবাজারে নারী উপস্থিতি কমের কারণ।

বিরোধী নেতা হিসেবে তার ভূমিকা কী, জানতে চাওয়া হলে রাহুল বলেন, আমার কাজ রাজনীতিতে ভালোবাসা, সম্মান ও বিনম্রতা ফিরিয়ে আনা। দেশের রাজনীতি থেকে ক্রমেই এগুলো হারিয়ে যাচ্ছে। ভারত জোড়ো যাত্রায় সারাক্ষণ আমি এই ভালোবাসার কথাই বলেছি। ঘৃণার জবাবে ভালোবাসা।