ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফকিরহাটে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী ইজিবাইকের পিছনে দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন মুনিগঞ্জ এলাকার স্কুল শিক্ষিকা নিপা বেগম (২৮), রাজমিস্ত্রি মো. মাসুম (৩৩), শওকত আলী (৪০) এবং আরেক অজ্ঞাত ব্যক্তি। নিপা বেগম বাগেরহাটের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতেন। তারা সকলে খুলনা থেকে বাগেরহাটে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপসহকারী পরিদর্শক মো. আশরাফুল ইসলাম জানান, ইজিবাইকটি টাউন নওয়াপাড়ার দিকে যাচ্ছিল, তখন পিকআপ ভ্যানটি পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। পিকআপ ভ্যানটি দুর্ঘটনার পর দ্রুত পালিয়ে গেছে।

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে লাল মসজিদের ইমামকে চাকুরীচ্যুত প্রতিবাদে জামায়াতে বিবৃতি

ফকিরহাটে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত

আপডেট সময় ০৫:২৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী ইজিবাইকের পিছনে দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন মুনিগঞ্জ এলাকার স্কুল শিক্ষিকা নিপা বেগম (২৮), রাজমিস্ত্রি মো. মাসুম (৩৩), শওকত আলী (৪০) এবং আরেক অজ্ঞাত ব্যক্তি। নিপা বেগম বাগেরহাটের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতেন। তারা সকলে খুলনা থেকে বাগেরহাটে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপসহকারী পরিদর্শক মো. আশরাফুল ইসলাম জানান, ইজিবাইকটি টাউন নওয়াপাড়ার দিকে যাচ্ছিল, তখন পিকআপ ভ্যানটি পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। পিকআপ ভ্যানটি দুর্ঘটনার পর দ্রুত পালিয়ে গেছে।