ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আবু সাঈদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ Logo চবি ছাত্রদলের নেতা মামুনকে আজীবনের জন্য বহিষ্কার করল কেন্দ্রীয় ছাত্রদল Logo নর্থসাউথ শিক্ষার্থীর কোরআন অবমাননার প্রতিবাদে হরগঙ্গায় কোরআন বিতরণ Logo দিনাজপুরে শিবিরকর্মী হত্যা মামলায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৫ জন কারাগারে Logo ঢাকায় আসছেন জাকির নায়েক Logo হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশ দিয়েছেন হাসিনা: চিফ প্রসিকিউটর Logo ১৩টি ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ আ.লীগ-বিএনপি নেতাদের বিরুদ্ধে Logo টিভিতে যে খেলা থাকছে আজ Logo মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সং’ঘর্ষ Logo ১৭ বছর আন্দোলন করেছি বাসস্ট্যান্ড দখলের জন্য নয়: ইশরাক

দুই ভাইকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

গাজীপুর সিটি করপোরেশনের বাঙ্গালগাছ এলাকায় আলোচিত দুই ভাই শরিফুল ইসলাম ও শুক্কুর আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত এক চায়ের দোকানদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি জোড়া হত্যাকাণ্ডের প্রধান আসামি বলে জানিয়েছে র‍্যাব-১।

গ্রেপ্তারকৃত প্রধান আসামি আব্দুল আউয়াল (৫১) পিরোজপুর জেলার মাঠবাড়িয়া থানার বাশবুনিয়া গ্রামের হাতেম আলীর ছেলে। তিনি গাজীপুর মহানগরীর বাঙ্গালগাছ এলাকায় চায়ের দোকানদারি করেন।

বুধবার (২৫ অক্টোবর) সকালে র‍্যাব (১) এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুর সদর থানাধীন শিমুলতলী বাজার সমরাস্ত্র কারখানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১ কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, ২০ অক্টোবর গাজীপুর মহানগরীর বাঙ্গালগাছ এলাকায় প্রকাশ্যে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতদের বাবা জসিম উদ্দিন বাদী হয়ে গাজীপুর সদর থানায় নাম না জানা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই ঘটনায় গাজীপুর র‍্যাব-১ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি গাজীপুর মহানগরীর শিমুলতলী এলাকায় ঘটনার সঙ্গে জড়িত চায়ের দোকানদার আউয়াল অবস্থান করেছেন। পরবর্তীতে আমরা সেখানে অভিযান চালিয়ে আউয়ালকে গ্রেপ্তার করি। এসময় তার থেকে একটি বাটন ফোন ও নগদ টাকা জব্দ হয়।

নিহতের স্ত্রী সুমাইয়া জানিয়েছেন, তার স্বামী শফিকুল ইসলাম বলাকা বাসের হেলপার ছিল। ২০ অক্টোবর বিকেলে বাসা থেকে বরশি দওয়ে মাছ ধরতে যান তিনি। রাসেল নামে একজন এসে খবর দেয় তার স্বামী মারামারি করতাছে। খবর পেয়ে এসে তিনি দেখেন তার স্বামী ও দেবরকে মেরে ফেলেছে। সুমাইয়া বলেন, তার দেবর শুকুর আলী অটোরিকশা চালাতো।

এ ব্যাপারে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানিয়েছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-নম্বরের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ দুইটি উদ্ধার করে।

টিআই

জনপ্রিয় সংবাদ

আবু সাঈদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

দুই ভাইকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় ০৫:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

গাজীপুর সিটি করপোরেশনের বাঙ্গালগাছ এলাকায় আলোচিত দুই ভাই শরিফুল ইসলাম ও শুক্কুর আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত এক চায়ের দোকানদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি জোড়া হত্যাকাণ্ডের প্রধান আসামি বলে জানিয়েছে র‍্যাব-১।

গ্রেপ্তারকৃত প্রধান আসামি আব্দুল আউয়াল (৫১) পিরোজপুর জেলার মাঠবাড়িয়া থানার বাশবুনিয়া গ্রামের হাতেম আলীর ছেলে। তিনি গাজীপুর মহানগরীর বাঙ্গালগাছ এলাকায় চায়ের দোকানদারি করেন।

বুধবার (২৫ অক্টোবর) সকালে র‍্যাব (১) এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুর সদর থানাধীন শিমুলতলী বাজার সমরাস্ত্র কারখানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১ কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, ২০ অক্টোবর গাজীপুর মহানগরীর বাঙ্গালগাছ এলাকায় প্রকাশ্যে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতদের বাবা জসিম উদ্দিন বাদী হয়ে গাজীপুর সদর থানায় নাম না জানা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই ঘটনায় গাজীপুর র‍্যাব-১ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি গাজীপুর মহানগরীর শিমুলতলী এলাকায় ঘটনার সঙ্গে জড়িত চায়ের দোকানদার আউয়াল অবস্থান করেছেন। পরবর্তীতে আমরা সেখানে অভিযান চালিয়ে আউয়ালকে গ্রেপ্তার করি। এসময় তার থেকে একটি বাটন ফোন ও নগদ টাকা জব্দ হয়।

নিহতের স্ত্রী সুমাইয়া জানিয়েছেন, তার স্বামী শফিকুল ইসলাম বলাকা বাসের হেলপার ছিল। ২০ অক্টোবর বিকেলে বাসা থেকে বরশি দওয়ে মাছ ধরতে যান তিনি। রাসেল নামে একজন এসে খবর দেয় তার স্বামী মারামারি করতাছে। খবর পেয়ে এসে তিনি দেখেন তার স্বামী ও দেবরকে মেরে ফেলেছে। সুমাইয়া বলেন, তার দেবর শুকুর আলী অটোরিকশা চালাতো।

এ ব্যাপারে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানিয়েছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-নম্বরের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ দুইটি উদ্ধার করে।

টিআই