ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকার গণহত্যার দায় এড়াতে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে: শিবির সরকার পতনের এক দফা দাবিতে ‘জাতীয় ঐক্যে’র ডাক বিএনপির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বেড়ে নিহতের সংখ্যা এখন ২০৪ কর্মসূচিতে না নামায় ভেঙে দেওয়া হলো আ. লীগের ২৭ ইউনিট কমিটি ‘ক্ষতিগ্রস্ত ৩০০ কক্ষ সংস্কারের পর চালু করা হবে শিক্ষা কার্যক্রম’ প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে: ওবায়দুল কাদের আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রী নাহিদ ও আসিফকে হাসপাতাল থেকে তুলে নেয়ার অভিযোগ মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী ভিসা বন্ধ নিয়ে কিছুই জানায়নি আমিরাত: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

পাবনায় ত্রিমুখী সংঘর্ষে নিভে গেল ২ প্রাণ

পাবনায় ত্রিমুখী সংঘর্ষে নিভে গেল ২ প্রাণ

পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্য দুজন। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক সড়কের সরকারি এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন—নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের জেহের মোল্লার ছেলে আসান মোল্লা (৬৫) ও একই উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের আবদুল জলিলের ছেলে জিন্নাত আলী (৫৪)। আহত দুজন হলেন—সিএনজিচালিত অটোরিকশারচালক ও রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের আবদুর রশিদের ছেলে মাহাবুল হোসেন (৩২) এবং ঈশ্বরদীর আওতাপাড়া গ্রামের আলা মণ্ডলের ছেলে আবদুল মালেক (৩০)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেছেন, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টর লাকড়ি নিয়ে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক আসছিল। সরকারি এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের মুহূর্তে হঠাৎ তার ভেতরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক ও তিন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজন মারা যান। অন্য দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকিব হোসেন বলেছেন, সকাল সাড়ে ছয়টার দিকে চারজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে দুজন মৃত ছিলেন। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক ছিল। তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টিআই

সরকার গণহত্যার দায় এড়াতে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে: শিবির

পাবনায় ত্রিমুখী সংঘর্ষে নিভে গেল ২ প্রাণ

আপডেট সময় ০২:০০:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্য দুজন। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক সড়কের সরকারি এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন—নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের জেহের মোল্লার ছেলে আসান মোল্লা (৬৫) ও একই উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের আবদুল জলিলের ছেলে জিন্নাত আলী (৫৪)। আহত দুজন হলেন—সিএনজিচালিত অটোরিকশারচালক ও রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের আবদুর রশিদের ছেলে মাহাবুল হোসেন (৩২) এবং ঈশ্বরদীর আওতাপাড়া গ্রামের আলা মণ্ডলের ছেলে আবদুল মালেক (৩০)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেছেন, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টর লাকড়ি নিয়ে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক আসছিল। সরকারি এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের মুহূর্তে হঠাৎ তার ভেতরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক ও তিন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজন মারা যান। অন্য দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকিব হোসেন বলেছেন, সকাল সাড়ে ছয়টার দিকে চারজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে দুজন মৃত ছিলেন। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক ছিল। তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টিআই