ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে ‘পুশ ইন’ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতকে চিঠি বাংলাদেশের Logo চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত মা হাসপাতালে Logo কামরাঙ্গীরচরে বিএনপি নেতার বিরুদ্ধে চুরির অভিযোগ Logo আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় উদ্বিগ্ন ভারত Logo আ.লীগ-বিএনপি-জাতীয় পার্টির শাসন দেখার কিছু নেই: চরমোনাই পীর Logo মাস্টার্সে সিজিপিএ ৩.৯৮ পেয়ে প্রথম হলেন জবি শিবির নেতা Logo ক্ষেপণাস্ত্রের কথা ভেবে পাকিস্তান অনেকদিন ঘুমাতে পারবে না: মোদি Logo জাতীয় স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না: বিডা চেয়ারম্যান Logo সুন্দরগঞ্জে প্রেসক্লাবের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত Logo মুক্তাগাছায় আওয়ামী লীগ নেতা ভিপি মানিক গ্রেফতার

পাবনায় ত্রিমুখী সংঘর্ষে নিভে গেল ২ প্রাণ

পাবনায় ত্রিমুখী সংঘর্ষে নিভে গেল ২ প্রাণ

পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্য দুজন। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক সড়কের সরকারি এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন—নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের জেহের মোল্লার ছেলে আসান মোল্লা (৬৫) ও একই উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের আবদুল জলিলের ছেলে জিন্নাত আলী (৫৪)। আহত দুজন হলেন—সিএনজিচালিত অটোরিকশারচালক ও রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের আবদুর রশিদের ছেলে মাহাবুল হোসেন (৩২) এবং ঈশ্বরদীর আওতাপাড়া গ্রামের আলা মণ্ডলের ছেলে আবদুল মালেক (৩০)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেছেন, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টর লাকড়ি নিয়ে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক আসছিল। সরকারি এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের মুহূর্তে হঠাৎ তার ভেতরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক ও তিন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজন মারা যান। অন্য দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকিব হোসেন বলেছেন, সকাল সাড়ে ছয়টার দিকে চারজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে দুজন মৃত ছিলেন। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক ছিল। তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টিআই

জনপ্রিয় সংবাদ

সীমান্তে ‘পুশ ইন’ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতকে চিঠি বাংলাদেশের

পাবনায় ত্রিমুখী সংঘর্ষে নিভে গেল ২ প্রাণ

আপডেট সময় ০২:০০:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্য দুজন। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক সড়কের সরকারি এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন—নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের জেহের মোল্লার ছেলে আসান মোল্লা (৬৫) ও একই উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের আবদুল জলিলের ছেলে জিন্নাত আলী (৫৪)। আহত দুজন হলেন—সিএনজিচালিত অটোরিকশারচালক ও রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের আবদুর রশিদের ছেলে মাহাবুল হোসেন (৩২) এবং ঈশ্বরদীর আওতাপাড়া গ্রামের আলা মণ্ডলের ছেলে আবদুল মালেক (৩০)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেছেন, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টর লাকড়ি নিয়ে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক আসছিল। সরকারি এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের মুহূর্তে হঠাৎ তার ভেতরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক ও তিন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজন মারা যান। অন্য দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকিব হোসেন বলেছেন, সকাল সাড়ে ছয়টার দিকে চারজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে দুজন মৃত ছিলেন। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক ছিল। তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টিআই