ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৮

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • 0 Views

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৩৫৮ ডেঙ্গু রোগী। আজ বৃহস্পতিবার দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৬৮৬ জন।

এদের মধ্যে মারা গেছে ৯১ জন। এর আগে গত বছরে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল এক লাখ ৩৫ হাজার ৯১৬ জন ও মৃত্যু হয়েছিল ৬৫৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত বছরের একই সময়ের তুলনায় আক্রান্ত ৯ ভাগের ১ ভাগ। মৃত্যু ৭ ভাগের ১ ভাগ।

তবে আক্রান্তের অনুপাতে মৃত্যুর হার এ বছর বেশি। গত বছরে রোগটিতে আক্রান্ত ২০৭ জনে একজনের মৃত্যু হলেও এবার ১৬১ জনে একজনের মৃত্যু হচ্ছে। গত এক দিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ১৬৫ জন ও ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪২ জন। এ ছাড়া চট্টগ্রামে ৬৯ জন, বরিশালে ২৬ জন, খুলনায় ৩৫, ময়মনসিংহে ৭ ও রাজশাহী বিভাগে ৪ জন ভর্তি হয়েছে।

এ নিয়ে দেশের হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩৭৯ জন। এর মধ্যে ঢাকায় ৭৪৯ জন।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৮

আপডেট সময় ০৮:১৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৩৫৮ ডেঙ্গু রোগী। আজ বৃহস্পতিবার দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৬৮৬ জন।

এদের মধ্যে মারা গেছে ৯১ জন। এর আগে গত বছরে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল এক লাখ ৩৫ হাজার ৯১৬ জন ও মৃত্যু হয়েছিল ৬৫৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত বছরের একই সময়ের তুলনায় আক্রান্ত ৯ ভাগের ১ ভাগ। মৃত্যু ৭ ভাগের ১ ভাগ।

তবে আক্রান্তের অনুপাতে মৃত্যুর হার এ বছর বেশি। গত বছরে রোগটিতে আক্রান্ত ২০৭ জনে একজনের মৃত্যু হলেও এবার ১৬১ জনে একজনের মৃত্যু হচ্ছে। গত এক দিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ১৬৫ জন ও ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪২ জন। এ ছাড়া চট্টগ্রামে ৬৯ জন, বরিশালে ২৬ জন, খুলনায় ৩৫, ময়মনসিংহে ৭ ও রাজশাহী বিভাগে ৪ জন ভর্তি হয়েছে।

এ নিয়ে দেশের হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩৭৯ জন। এর মধ্যে ঢাকায় ৭৪৯ জন।