ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেবে রেমন্ড

বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ভারতভিত্তিক বহুজাতিক ফ্যাশন ব্র্যান্ড রেমন্ড। খুব দ্রুতই বাংলাদেশ ছেড়ে যেতে পারে প্রতিষ্ঠানটি।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি এ তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক গৌতম সিংহানিয়া।

বাংলাদেশ থেকে ভারতে তার গার্মেন্টস ব্যবসা স্থানান্তর করবেন কিনা জানতে চাইলে সিংহানিয়া বলেন, “আমরা তাই আশা করছি। আমরা এ বিষয়ে তদন্ত করছি।‘

সাক্ষাৎকারে সিংহানিয়া বলেন, “বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বিভিন্ন বৈশ্বিক ফার্ম থেকে বিশাল সংখ্যক সুযোগ এবং চাপ আসছে। অনেকেই এই পরিস্থিতির সুবিধা নেওয়ার জন্য তৎপর। এ কারণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”

তবে স্থানান্তরে সময় প্রয়োজন, খুব শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে না জানিয়ে তিনি বলেন, “স্পষ্টতই এটির জন্য কিছুটা সময় প্রয়োজন, আপাতত আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে সরে যাওয়ার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত।”

সিংহানিয়া বলেন, ‘ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমের দাম অপেক্ষাকৃত সস্তা এবং বাংলাদেশে ১৭ কোটি মানুষের একটি বিশাল বাজার রয়েছে। ব্যবসার জন্য এটি ইতিবাচক তবে এখানে সবচেয়ে বড় সমস্যা হলো বস্ত্রের অভাব।‘

তিনি আরও বলেন, “ভারতের তুলনায় বাংলাদেশে শ্রম সস্তা হলেও এ দেশে কোনো টেক্সটাইল ভিত্তি নেই। এখানে বস্ত্রের জন্য আমাদেরকে ভারতের ওপর নির্ভর করতে হয়। তাই ভারতে যদি আমরা ব্যবসা স্থানান্তর করি, তাহলে আমাদের সাশ্রয়ের পাশাপাশি উৎপাদন খরচও কমবে।”

জনপ্রিয় সংবাদ

একসঙ্গে তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ওএসডি

বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেবে রেমন্ড

আপডেট সময় ০৪:১২:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ভারতভিত্তিক বহুজাতিক ফ্যাশন ব্র্যান্ড রেমন্ড। খুব দ্রুতই বাংলাদেশ ছেড়ে যেতে পারে প্রতিষ্ঠানটি।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি এ তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক গৌতম সিংহানিয়া।

বাংলাদেশ থেকে ভারতে তার গার্মেন্টস ব্যবসা স্থানান্তর করবেন কিনা জানতে চাইলে সিংহানিয়া বলেন, “আমরা তাই আশা করছি। আমরা এ বিষয়ে তদন্ত করছি।‘

সাক্ষাৎকারে সিংহানিয়া বলেন, “বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বিভিন্ন বৈশ্বিক ফার্ম থেকে বিশাল সংখ্যক সুযোগ এবং চাপ আসছে। অনেকেই এই পরিস্থিতির সুবিধা নেওয়ার জন্য তৎপর। এ কারণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”

তবে স্থানান্তরে সময় প্রয়োজন, খুব শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে না জানিয়ে তিনি বলেন, “স্পষ্টতই এটির জন্য কিছুটা সময় প্রয়োজন, আপাতত আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে সরে যাওয়ার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত।”

সিংহানিয়া বলেন, ‘ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমের দাম অপেক্ষাকৃত সস্তা এবং বাংলাদেশে ১৭ কোটি মানুষের একটি বিশাল বাজার রয়েছে। ব্যবসার জন্য এটি ইতিবাচক তবে এখানে সবচেয়ে বড় সমস্যা হলো বস্ত্রের অভাব।‘

তিনি আরও বলেন, “ভারতের তুলনায় বাংলাদেশে শ্রম সস্তা হলেও এ দেশে কোনো টেক্সটাইল ভিত্তি নেই। এখানে বস্ত্রের জন্য আমাদেরকে ভারতের ওপর নির্ভর করতে হয়। তাই ভারতে যদি আমরা ব্যবসা স্থানান্তর করি, তাহলে আমাদের সাশ্রয়ের পাশাপাশি উৎপাদন খরচও কমবে।”