ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর কি বললেন তামিম?

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৮:০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • 31

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটোতেই দাপুটে ও গৌরবময় জয় পেয়েছে বাংলাদেশ।

পাকিস্তানের ঘরের মাটিতে পাকিস্তানকে বাংলাওয়াশের স্বাদ দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এটি ছিল নিজেদের ইতিহাসে ঘরের মাঠে পাকিস্তানের হোয়াইটওয়াশের চতুর্থ ঘটনা। এর আগে ঘরের মাঠে তারা শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিলো। সেই সঙ্গে পাকিস্তানের কোচিং ক্যারিয়ারের শুরুটা লজ্জা দিয়ে শুরু হলো নতুন অজি কোচ জেসন গিলেস্পির।

এদিকে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দলকে অভিনন্দন জানিয়ে তামিম লিখেন, এক কথায় অসাধারণ। ২৬ রানে ছয় উইকেট হারানো থেকে ২-০ তে সিরিজ জয়। দলকে অনেক অভিনন্দন। এই জয় অনেকদিন মনে রাখা হবে।

এছাড়া সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও বাংলাদেশ দলকে অভিনন্দন জানান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাশরাফি লিখেন, পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়! অভিনন্দন বাংলাদেশ। সঙ্গে একটি ভালোবাসার ইমুজে জুড়ে দেন।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্তকে করার বিষয়ে ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করে বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অফিস থেকে মাত্র ফোন পেলাম। শান্তকে ফরওয়ার্ড করে দিয়েছি। বাংলাদেশ দলকে অনেক অনেক অভিনন্দন।

ট্যাগস :

ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর কি বললেন তামিম?

আপডেট সময় ০৮:০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটোতেই দাপুটে ও গৌরবময় জয় পেয়েছে বাংলাদেশ।

পাকিস্তানের ঘরের মাটিতে পাকিস্তানকে বাংলাওয়াশের স্বাদ দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এটি ছিল নিজেদের ইতিহাসে ঘরের মাঠে পাকিস্তানের হোয়াইটওয়াশের চতুর্থ ঘটনা। এর আগে ঘরের মাঠে তারা শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিলো। সেই সঙ্গে পাকিস্তানের কোচিং ক্যারিয়ারের শুরুটা লজ্জা দিয়ে শুরু হলো নতুন অজি কোচ জেসন গিলেস্পির।

এদিকে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দলকে অভিনন্দন জানিয়ে তামিম লিখেন, এক কথায় অসাধারণ। ২৬ রানে ছয় উইকেট হারানো থেকে ২-০ তে সিরিজ জয়। দলকে অনেক অভিনন্দন। এই জয় অনেকদিন মনে রাখা হবে।

এছাড়া সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও বাংলাদেশ দলকে অভিনন্দন জানান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাশরাফি লিখেন, পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়! অভিনন্দন বাংলাদেশ। সঙ্গে একটি ভালোবাসার ইমুজে জুড়ে দেন।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্তকে করার বিষয়ে ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করে বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অফিস থেকে মাত্র ফোন পেলাম। শান্তকে ফরওয়ার্ড করে দিয়েছি। বাংলাদেশ দলকে অনেক অনেক অভিনন্দন।