ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অন্তর্বর্তী সরকার ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয়: তারেক রহমান Logo শ্রমিক দিবস উপলক্ষে নোয়াখালীত এনসিপির বিশাল বর্ণাঢ্য র‍্যালি Logo চলতি মাসেই ধেয়ে আসছে দুটি ঘূর্ণিঝড় Logo চরফ্যাশনে মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও বিক্ষোভ মিছিল Logo ইসরায়েলে ভয়াবহ দাবানল, ‘জরুরি অবস্থা’ ঘোষণা Logo দেশের স্বার্থের বিপক্ষে যায় এমন কোনো চুক্তি করবেন না: মির্জা ফখরুল Logo ‘১৭ বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলেছি, আপনারা এখন ফল খাচ্ছেন’ Logo কুলাউড়ায় মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কৃষকের ৪ গরু Logo মুন্সীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত Logo নানা আয়োজনে কুষ্টিয়ায় মহান মে দিবস পালিত

নতুন করে আরও ৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে: পররাষ্ট্র উপদেষ্টা

নতুন করে আরও ৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে: পররাষ্ট্র উপদেষ্টা

মিয়ানমার থেকে নতুন করে প্রায় আট হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে নীতিগতভাবে নতুন করে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হবে না বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে প্রায় আট হাজার রোহিঙ্গা ঢুকে গেছে।

সীমান্তের বিষয়টা যদিও আমার না, কিন্তু ঢুকে পড়লে তখন আমাদের হয়ে যায়। এটা নিয়ে আগামী দুই-তিন দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে মন্ত্রিপরিষদে এবং এটা কিভাবে ঠেকানো যায় আমাদের চেষ্টা করতে হবে। তিনি বলেন, ‘এটা যথাসম্ভব আটকানোর চেষ্টা করা হবে। আর আমরা নীতিগতভাবে নতুন করে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেব না।

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত সিল করা হয়েছে কি না বা বর্ডার গার্ড বাংলাদেশ অ্যাকটিভ না? এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যেকোনো সীমান্ত সিল করা কঠিন। আমরা এটা স্বীকার করি। তবে বিভিন্ন সোর্স কাজ করে স্থানীয় লোকজনের স্বার্থ জড়িত আছে, সব মিলিয়ে এ দুর্ঘটনাগুলো ঘটে। এখানে অনেক সোর্স কাজ করে তার মধ্যে কিছু দুর্নীতিও জড়িত হয়।

আমাদের চেষ্টা করতে হবে আটকানোর। আমার এটা নিয়ে হয়তো কাল-পরশুর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হতে পারে। বিশ্লেষক হিসেবে সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসেন রোহিঙ্গাদের প্রত্যাবাসন সফল করতে হলে আরকান আর্মির সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগের কথা বলেছেন।

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকার ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয়: তারেক রহমান

নতুন করে আরও ৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৯:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪

মিয়ানমার থেকে নতুন করে প্রায় আট হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে নীতিগতভাবে নতুন করে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হবে না বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে প্রায় আট হাজার রোহিঙ্গা ঢুকে গেছে।

সীমান্তের বিষয়টা যদিও আমার না, কিন্তু ঢুকে পড়লে তখন আমাদের হয়ে যায়। এটা নিয়ে আগামী দুই-তিন দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে মন্ত্রিপরিষদে এবং এটা কিভাবে ঠেকানো যায় আমাদের চেষ্টা করতে হবে। তিনি বলেন, ‘এটা যথাসম্ভব আটকানোর চেষ্টা করা হবে। আর আমরা নীতিগতভাবে নতুন করে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেব না।

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত সিল করা হয়েছে কি না বা বর্ডার গার্ড বাংলাদেশ অ্যাকটিভ না? এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যেকোনো সীমান্ত সিল করা কঠিন। আমরা এটা স্বীকার করি। তবে বিভিন্ন সোর্স কাজ করে স্থানীয় লোকজনের স্বার্থ জড়িত আছে, সব মিলিয়ে এ দুর্ঘটনাগুলো ঘটে। এখানে অনেক সোর্স কাজ করে তার মধ্যে কিছু দুর্নীতিও জড়িত হয়।

আমাদের চেষ্টা করতে হবে আটকানোর। আমার এটা নিয়ে হয়তো কাল-পরশুর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হতে পারে। বিশ্লেষক হিসেবে সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসেন রোহিঙ্গাদের প্রত্যাবাসন সফল করতে হলে আরকান আর্মির সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগের কথা বলেছেন।