ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আ. লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন হলেই ‘শাহবাগ ব্লকেড’ প্রত্যাহার Logo মৌলভীবাজারে আ.লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতার পাশে শিবির Logo ১০০০ ট্রান্সজেন্ডার ব্যক্তিকে সেনাবাহিনী থেকে সরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র Logo কেরানীগঞ্জে আওয়ামী নেতা ইকবাল ও ছাত্রলীগ নেতা ইয়ামিন গ্রেপ্তার Logo পাকিস্তান ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে: ভারত Logo কুষ্টিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo ‘আমার বিরুদ্ধে কিছু মানুষ মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য প্রচার করছে’ Logo গুচ্ছ ভর্তি পরীক্ষায় নোসক শিবিরের সহযোগিতা Logo এআই হ্যাকাথন ২০২৫: রুয়েটের ‘বুরাক’ টিমের চ্যাম্পিয়নশিপ অর্জন Logo আমিরাতে আইপিএলের প্রস্তাব প্রত্যাখ্যান, পিএসএল পেল অগ্রাধিকার

তৃণমূলের নেতারা হলো বিএনপির প্রাণ: তারেক রহমান

তৃণমূলের নেতারা হলো বিএনপির প্রাণ: তারেক রহমান

তৃণমূলের নেতাকর্মীদের দলের প্রাণ বলে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘১/১১ এ যড়যন্ত্র ছিল বাংলাদেশের বিরুদ্ধে, যড়যন্ত্র ছিল বিএনপি বিরুদ্ধে। তখন ১/১১ এর কুশীলবরা বিএনপি ধ্বংস করতে চেয়েছিল কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের কারণে তা সম্ভব হয়নি। তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে সেই যড়যন্ত্র প্রতিহত করেছে। তৃণমুলের নেতাকর্মীরা হলো বিএনপির প্রাণ।’

সোমবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রবিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রতিটি সাংগঠনিক কমিটির তৃণমূল নেতাকর্মীর সঙ্গে যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

পিরোজপুর জেলা, উপজেলা বিএনপিসহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা ভার্চুয়াল সভায় অংশ নেন।

এ সময় তারেক রহমান বলেন, ‘স্বৈরাচার হাসিনার পতনের পরে নতুন খেলা শুরু হয়েছে, তা হলো সংখ্যালঘু সম্প্রাদায়ের উপর নির্যাতনের খেলা। আমাদের সবাইকে এ সংখ্যালঘু সম্প্রাদায়ের উপর নির্যাতনের খেলা প্রতিহত করতে হবে। আমাদের সকলের পরিচয় আমরা বাংলাদেশি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। আন্দোলনের কারণে হাসিনা পালিয়ে গেছে। তারা সমাজের কাছে ঘৃণিত হয়েছে। আমাদের আগামীর কর্মকাণ্ডে আমরা যেন আওয়ামী লীগের মতো ঘৃণিত না হই। রাজনীতিতে শূন্যস্থান থাকে না। আওয়ামী লীগের শূন্যস্থান কোনো এক অদৃশ্য শক্তি কর্তৃক পূরণের চেষ্টা চলছে। জনগণের প্রত্যাশার সঙ্গে মিল রেখে আমাদের কাজ করতে হবে। কারণ এ দেশের জনগণ বিশ্বাস করে তাদের প্রত্যাশা পুরণের বিএনপিই উপযুক্ত।’

এ সময় বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ, পিরোজপুর জেলা বিএনপি আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন।

জনপ্রিয় সংবাদ

আ. লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন হলেই ‘শাহবাগ ব্লকেড’ প্রত্যাহার

তৃণমূলের নেতারা হলো বিএনপির প্রাণ: তারেক রহমান

আপডেট সময় ০৯:০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪

তৃণমূলের নেতাকর্মীদের দলের প্রাণ বলে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘১/১১ এ যড়যন্ত্র ছিল বাংলাদেশের বিরুদ্ধে, যড়যন্ত্র ছিল বিএনপি বিরুদ্ধে। তখন ১/১১ এর কুশীলবরা বিএনপি ধ্বংস করতে চেয়েছিল কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের কারণে তা সম্ভব হয়নি। তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে সেই যড়যন্ত্র প্রতিহত করেছে। তৃণমুলের নেতাকর্মীরা হলো বিএনপির প্রাণ।’

সোমবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রবিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রতিটি সাংগঠনিক কমিটির তৃণমূল নেতাকর্মীর সঙ্গে যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

পিরোজপুর জেলা, উপজেলা বিএনপিসহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা ভার্চুয়াল সভায় অংশ নেন।

এ সময় তারেক রহমান বলেন, ‘স্বৈরাচার হাসিনার পতনের পরে নতুন খেলা শুরু হয়েছে, তা হলো সংখ্যালঘু সম্প্রাদায়ের উপর নির্যাতনের খেলা। আমাদের সবাইকে এ সংখ্যালঘু সম্প্রাদায়ের উপর নির্যাতনের খেলা প্রতিহত করতে হবে। আমাদের সকলের পরিচয় আমরা বাংলাদেশি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। আন্দোলনের কারণে হাসিনা পালিয়ে গেছে। তারা সমাজের কাছে ঘৃণিত হয়েছে। আমাদের আগামীর কর্মকাণ্ডে আমরা যেন আওয়ামী লীগের মতো ঘৃণিত না হই। রাজনীতিতে শূন্যস্থান থাকে না। আওয়ামী লীগের শূন্যস্থান কোনো এক অদৃশ্য শক্তি কর্তৃক পূরণের চেষ্টা চলছে। জনগণের প্রত্যাশার সঙ্গে মিল রেখে আমাদের কাজ করতে হবে। কারণ এ দেশের জনগণ বিশ্বাস করে তাদের প্রত্যাশা পুরণের বিএনপিই উপযুক্ত।’

এ সময় বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ, পিরোজপুর জেলা বিএনপি আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন।