ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ৩৫ কারখানায় ছুটি ঘোষণা

সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ৩৫ কারখানায় ছুটি ঘোষণা

শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস দেওয়া, শ্রমিক নিয়োগ ও আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়াসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সোমবার (২ সেপ্টেম্বর) বিভিন্ন কারখানার শ্রমিক ও চাকরিপ্রত্যাশীরা সড়কে নেমে বিক্ষোভ করেন। এমন পরিস্থিতিতে আশুলিয়ার বিভিন্ন এলাকার অন্তত ৩৫টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

জানা গেছে, আজ সকাল ৯টার দিকে উপজেলার পলাশবাড়ী এলাকায় বিক্ষোভ শুরু করে গিল্ডান বাংলাদেশ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। তারা নবীনগর-চন্দ্রা সড়কের চন্দ্রাগামী লেনের একপাশে পাশে অবস্থান নেন। এছাড়া, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনের সড়ক অবরোধ করেন চাকরিপ্রত্যাশাীরা। নারসিংহপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা আব্দুল্লাহপুর-বাইপাইলের সড়কে বিক্ষোভ করেন। একপর্যায়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। ফলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক গিল্ডান বাংলাদেশ কারখানার এক শ্রমিক বলেন, আমরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছি। আমাদের ১১টি দাবি আছে। দাবিগুলো মানতে হবে। দাবির মধ্যে রয়েছে, যারা আন্দোলন করছেন তাদের যেন চাকরিচ্যুত করা না হয়, যারা চাকরি করছেন তাদের অন্তত ১০ বছরের চাকরির নিশ্চয়তা, হাজিরা বোনাস ৩০০ টাকার পরিবর্তে ৮০০ টাকা করতে হবে, প্রমোশনের ক্ষেত্রে চাকরির বয়স কমপক্ষে ৩ বছর ও যোগ্যতা অনুসারে হতে হবে।

অপর শ্রমিক বলেন, আমরা চাই কারখানা খোলা থাকুক। খোলা না থাকলে তো সমস্যায় পরে যাবো।

সকাল ১০টার দিকে গিল্ডান বাংলাদেশ কারখানার সামনে গিয়ে দেখা যায়, গিল্ডান বাংলাদেশ কারখানার সামনের ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত ঘটনার কারণে বাংলাদেশে আমাদের (গিল্ডান বাংলাদেশ) সব কারখানা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এই কারখানার পাশেই পার্ল গার্মেন্টস কোম্পানি লিমিটেডের ফটকে আজ (সোমবার) কারখানা স্ব বেতনে ছুটি থাকবে এমন নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, বিভিন্ন কারখানার শ্রমিক ছাটাই বন্ধ, হাজিরা বোনাসাহ নানা দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা। ডিইপিজেডের সামনে চাকরির দাবিতে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ লোকজন। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ এখন পর্যন্ত ৩৫-৪০ টি কারখানা ছুটি ঘোষণা করেছে। বিকেলের দিকে সড়ক থেকে শ্রমিকরা সরে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে

জনপ্রিয় সংবাদ

সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ৩৫ কারখানায় ছুটি ঘোষণা

আপডেট সময় ১০:০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস দেওয়া, শ্রমিক নিয়োগ ও আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়াসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সোমবার (২ সেপ্টেম্বর) বিভিন্ন কারখানার শ্রমিক ও চাকরিপ্রত্যাশীরা সড়কে নেমে বিক্ষোভ করেন। এমন পরিস্থিতিতে আশুলিয়ার বিভিন্ন এলাকার অন্তত ৩৫টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

জানা গেছে, আজ সকাল ৯টার দিকে উপজেলার পলাশবাড়ী এলাকায় বিক্ষোভ শুরু করে গিল্ডান বাংলাদেশ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। তারা নবীনগর-চন্দ্রা সড়কের চন্দ্রাগামী লেনের একপাশে পাশে অবস্থান নেন। এছাড়া, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনের সড়ক অবরোধ করেন চাকরিপ্রত্যাশাীরা। নারসিংহপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা আব্দুল্লাহপুর-বাইপাইলের সড়কে বিক্ষোভ করেন। একপর্যায়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। ফলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক গিল্ডান বাংলাদেশ কারখানার এক শ্রমিক বলেন, আমরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছি। আমাদের ১১টি দাবি আছে। দাবিগুলো মানতে হবে। দাবির মধ্যে রয়েছে, যারা আন্দোলন করছেন তাদের যেন চাকরিচ্যুত করা না হয়, যারা চাকরি করছেন তাদের অন্তত ১০ বছরের চাকরির নিশ্চয়তা, হাজিরা বোনাস ৩০০ টাকার পরিবর্তে ৮০০ টাকা করতে হবে, প্রমোশনের ক্ষেত্রে চাকরির বয়স কমপক্ষে ৩ বছর ও যোগ্যতা অনুসারে হতে হবে।

অপর শ্রমিক বলেন, আমরা চাই কারখানা খোলা থাকুক। খোলা না থাকলে তো সমস্যায় পরে যাবো।

সকাল ১০টার দিকে গিল্ডান বাংলাদেশ কারখানার সামনে গিয়ে দেখা যায়, গিল্ডান বাংলাদেশ কারখানার সামনের ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত ঘটনার কারণে বাংলাদেশে আমাদের (গিল্ডান বাংলাদেশ) সব কারখানা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এই কারখানার পাশেই পার্ল গার্মেন্টস কোম্পানি লিমিটেডের ফটকে আজ (সোমবার) কারখানা স্ব বেতনে ছুটি থাকবে এমন নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, বিভিন্ন কারখানার শ্রমিক ছাটাই বন্ধ, হাজিরা বোনাসাহ নানা দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা। ডিইপিজেডের সামনে চাকরির দাবিতে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ লোকজন। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ এখন পর্যন্ত ৩৫-৪০ টি কারখানা ছুটি ঘোষণা করেছে। বিকেলের দিকে সড়ক থেকে শ্রমিকরা সরে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে