ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ একত্রিত করে প্রজ্ঞাপন জারি Logo জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী ইদ্রিস মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত Logo কর্ণফুলীতে বিষপানের ১৭ দিন পর গৃহবধূর মৃত্যু Logo মহেশখালী-মাতারবাড়ীতে গড়ে উঠবে এক নতুন শহর: প্রধান উপদেষ্টা Logo জবিতে প্রথমবারের মতে মার্শাল আর্ট অনুশীলন ক্যাম্প উদ্বোধন, ছয়’শ শিক্ষক-শিক্ষার্থীর আবেদন Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল Logo ছাত্রদল ডাকসু নির্বাচন বানচাল করার জন্য নানামুখী অপপ্রয়াস চালাচ্ছে Logo টঙ্গীতে সাংবাদিকের মোবাইল ছিনিয়ে তথ্য মুছলেন ছাত্রদল নেতা, দিলেন হত্যার হুমকি Logo জোটে থেকে নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে: ইসি সানাউল্লাহ Logo এবার ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে ছাত্রলীগ নেতা জুলিয়াসের রিট

গরুর মাংস বহন সন্দেহে ভারতে ট্রেনে বয়স্ক যাত্রীকে মারধর

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৯:২৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • 229

ভারতের মহারাষ্ট্র রাজ্যে গরুর মাংস বহন করেছেন সন্দেহে চলন্ত ট্রেনে এক বয়স্ক ব্যক্তিকে মারধর করেছেন বেশ যুবক। । ওই লোককে যখন মারধর করা হচ্ছে, তখন অন্য যাত্রীরা নীরব দর্শকের ভূমিকায় ছিলেন। এমনকি ঘটনার সময় সেখানে অনেক লোকজনকে হাসি মুখেও দেখা গেলেও বয়স্ক ব্যক্তির সহায়তায় এগিয়ে আসেননি কেউ। এ ঘটনা একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি

ওই ভিডিওতে দেখা গেছে, প্ল্যাস্টিকের বাক্সে করে ‘মাংস বহন’ করার সময় তাকে জিজ্ঞাসাবাদ করছেন একদল যাত্রী। এ সময় তারা জানতে চায়, আপনি বাক্সে করে কী বহন করছেন? কোথায় যাচ্ছেন? আপনি কোথায় থেকে এসেছেন? সেখানে ছাগলের মাংস পাওয়া যায় না? এসব মাংস কতজন মানুষ খাবে?জিজ্ঞাসাবাদের মুখে মাংস মেয়ের পরিবারের জন্য নিয়ে যাচ্ছিলেন বলে জানান ওই ব্যক্তি। এ সময় তাকে ভয়ে কাঁপতে দেখা যায়।

গণমাধ্যমটি বলছে, জলগাঁও জেলা থেকে ধুলে এক্সপ্রেসে করে মালেগাঁওতে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন ভুক্তভোগী বয়স্ক ব্যক্তি।

সেই যাত্রীরা বয়স্ক ব্যক্তির উত্তরে সন্তুষ্ট না হয়ে, মাংস সম্পর্কে বারবার প্রশ্ন করতে থাকে এবং মোবাইলে ভিডিও রেকর্ড করেন। একপর্যায়ে ভুক্তভোগী জানান, বাক্সে মহিষের মাংস রয়েছে। তখন অপর একজন বলেন, “আমরা এটি (মাংসের ধরণের) পরীক্ষা করার পরেই এটি সম্পর্কে জানতে পারব,” আরেকজন বলেন। “এটা সোয়ান ঋতু, এটা আমাদের উৎসব আর আপনি এটা করছেন।”

জানা যায়, মূলত সাওয়ান বা শ্রাবণ মাস হিন্দুদের জন্য সবচেয়ে পবিত্র মাসগুলোর একটি হিসাবে বিবেচিত হয়। আর মহারাষ্ট্র পশু সংরক্ষণ আইন (১৯৭৬) অনুযায়ী গরু, ষাঁড় এবং বলদ জবাই নিষিদ্ধ। তবে মহিষ এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়।

এনডিটিভি জানায়, এ ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। রেলওয়ে পুলিশ মারধরকারী যাত্রীদের খুঁজছে বলে জানিয়েছে রেলওয়ের কমিশনার। ভিডিওটি ভাইরাল হওয়ার পরে, সরকারী রেলওয়ে পুলিশ (জিআরপি) বয়স্ক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। যদিও প্রাথমিকভাবে অভিযোগ দায়ের করতে প্রস্তুত ছিলেন না ভুক্তভোগী। তবে পুলিশের যোগাযোগের পর তিনি থানায় অভিযোগ করেন। এ ঘটনায় দুই অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ। তাদের খোঁজে পুলিশের একটি দলও ধুলে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ একত্রিত করে প্রজ্ঞাপন জারি

গরুর মাংস বহন সন্দেহে ভারতে ট্রেনে বয়স্ক যাত্রীকে মারধর

আপডেট সময় ০৯:২৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

ভারতের মহারাষ্ট্র রাজ্যে গরুর মাংস বহন করেছেন সন্দেহে চলন্ত ট্রেনে এক বয়স্ক ব্যক্তিকে মারধর করেছেন বেশ যুবক। । ওই লোককে যখন মারধর করা হচ্ছে, তখন অন্য যাত্রীরা নীরব দর্শকের ভূমিকায় ছিলেন। এমনকি ঘটনার সময় সেখানে অনেক লোকজনকে হাসি মুখেও দেখা গেলেও বয়স্ক ব্যক্তির সহায়তায় এগিয়ে আসেননি কেউ। এ ঘটনা একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি

ওই ভিডিওতে দেখা গেছে, প্ল্যাস্টিকের বাক্সে করে ‘মাংস বহন’ করার সময় তাকে জিজ্ঞাসাবাদ করছেন একদল যাত্রী। এ সময় তারা জানতে চায়, আপনি বাক্সে করে কী বহন করছেন? কোথায় যাচ্ছেন? আপনি কোথায় থেকে এসেছেন? সেখানে ছাগলের মাংস পাওয়া যায় না? এসব মাংস কতজন মানুষ খাবে?জিজ্ঞাসাবাদের মুখে মাংস মেয়ের পরিবারের জন্য নিয়ে যাচ্ছিলেন বলে জানান ওই ব্যক্তি। এ সময় তাকে ভয়ে কাঁপতে দেখা যায়।

গণমাধ্যমটি বলছে, জলগাঁও জেলা থেকে ধুলে এক্সপ্রেসে করে মালেগাঁওতে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন ভুক্তভোগী বয়স্ক ব্যক্তি।

সেই যাত্রীরা বয়স্ক ব্যক্তির উত্তরে সন্তুষ্ট না হয়ে, মাংস সম্পর্কে বারবার প্রশ্ন করতে থাকে এবং মোবাইলে ভিডিও রেকর্ড করেন। একপর্যায়ে ভুক্তভোগী জানান, বাক্সে মহিষের মাংস রয়েছে। তখন অপর একজন বলেন, “আমরা এটি (মাংসের ধরণের) পরীক্ষা করার পরেই এটি সম্পর্কে জানতে পারব,” আরেকজন বলেন। “এটা সোয়ান ঋতু, এটা আমাদের উৎসব আর আপনি এটা করছেন।”

জানা যায়, মূলত সাওয়ান বা শ্রাবণ মাস হিন্দুদের জন্য সবচেয়ে পবিত্র মাসগুলোর একটি হিসাবে বিবেচিত হয়। আর মহারাষ্ট্র পশু সংরক্ষণ আইন (১৯৭৬) অনুযায়ী গরু, ষাঁড় এবং বলদ জবাই নিষিদ্ধ। তবে মহিষ এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়।

এনডিটিভি জানায়, এ ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। রেলওয়ে পুলিশ মারধরকারী যাত্রীদের খুঁজছে বলে জানিয়েছে রেলওয়ের কমিশনার। ভিডিওটি ভাইরাল হওয়ার পরে, সরকারী রেলওয়ে পুলিশ (জিআরপি) বয়স্ক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। যদিও প্রাথমিকভাবে অভিযোগ দায়ের করতে প্রস্তুত ছিলেন না ভুক্তভোগী। তবে পুলিশের যোগাযোগের পর তিনি থানায় অভিযোগ করেন। এ ঘটনায় দুই অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ। তাদের খোঁজে পুলিশের একটি দলও ধুলে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।