ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে ন্যাশনাল ব্রাইটেন আ্যাসোসিয়েশনের ত্রাণ বিতরণ

  • এম এ
  • আপডেট সময় ০৪:১৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • 111

নোয়াখালীতে ন্যাশনাল ব্রাইটেন আ্যাসোসিয়েশনের ত্রাণ বিতরণ

টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে নোয়াখালীতে যে বন্যার সৃষ্টি হয়েছে, এমন বন্যা দীর্ঘ ৫০ বছরেও দেখেনি এলাকার মানুষজন। ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত পানিবন্দি হয়ে আছে প্রায় ২২ লাখ মানুষ। এ ছাড়াও ১৩৩৬টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় ৩ লক্ষাধিক মানুষ। বন্যার পানি এতটাই বৃদ্ধি পেয়েছিল যে, অধিকাংশ পরিবার ঘরের প্রয়োজনীয় দ্রব্যাদি সরানোরও সুযোগ পায়নি। খাবার এবং কাপড়ের সংকঠে পরে সকলেই। নোয়াথালী বাসীর এই কষ্টের সময় তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অনেকেই।

বন্যায় বিভিন্ন উপজেলায় ও আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষের মাঝে ২৬ থেকে ২৯ আগস্ট পর্যন্ত তাদের জন্য খাবার এবং শুকনা কাপড় বিতরণ করেছে ন্যাশনাল ব্রাইটেন আ্যাসোসিয়েশন(এনবিএ)। তবে ভয়াবহ এই দুর্ভোগের মাঝে অনেক এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছানো কষ্টকর হয়ে উঠেছে।

ত্রাণ বিতরণের সময় এনবিএর সভাপতি জনাব মতিউর রহমান বন্যা কবলীত এলাকার মানুষের কথা শুনে সান্ত্বনা দিয়ে বলেন, সকলে আল্লাহর সাহায্য কামনা করুন। ধৈর্য ধরুন। আশা করি- দ্রুত সময়ের মধ্যে বন্যার সমস্যা শেষ হয়ে যাবে, ইনশাআল্লাহ।

তিনি বন্যার ভয়াবহতায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা বন্যার্তদের পাশে দাঁড়াতে “ন্যাশনাল ব্রাইটেন আ্যাসোসিয়েশন(এনবিএ)” ও ভ্রাতৃপ্রতিম দেশের বিভিন্ন সংগঠনের সমর্থকসহ সকল সামাজিক, সাংস্কৃতিক শ্রেণিপেশার বিত্তবান মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমরা আট শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, মুড়ি, আলু, পেঁয়াজ, লবণ, বিস্কুট, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ এবং শিশু খাবার বিতরণ করেছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ন্যাশনাল ব্রাইটেন আ্যাসোসিয়েশনের মিডিয়া সম্পাদক মহিউদ্দিন আহমাদ, সদস্য মাহদী হাসান, রায়হান প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজসহ আজ টিভিতে যা দেখবেন

নোয়াখালীতে ন্যাশনাল ব্রাইটেন আ্যাসোসিয়েশনের ত্রাণ বিতরণ

আপডেট সময় ০৪:১৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪

টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে নোয়াখালীতে যে বন্যার সৃষ্টি হয়েছে, এমন বন্যা দীর্ঘ ৫০ বছরেও দেখেনি এলাকার মানুষজন। ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত পানিবন্দি হয়ে আছে প্রায় ২২ লাখ মানুষ। এ ছাড়াও ১৩৩৬টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় ৩ লক্ষাধিক মানুষ। বন্যার পানি এতটাই বৃদ্ধি পেয়েছিল যে, অধিকাংশ পরিবার ঘরের প্রয়োজনীয় দ্রব্যাদি সরানোরও সুযোগ পায়নি। খাবার এবং কাপড়ের সংকঠে পরে সকলেই। নোয়াথালী বাসীর এই কষ্টের সময় তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অনেকেই।

বন্যায় বিভিন্ন উপজেলায় ও আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষের মাঝে ২৬ থেকে ২৯ আগস্ট পর্যন্ত তাদের জন্য খাবার এবং শুকনা কাপড় বিতরণ করেছে ন্যাশনাল ব্রাইটেন আ্যাসোসিয়েশন(এনবিএ)। তবে ভয়াবহ এই দুর্ভোগের মাঝে অনেক এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছানো কষ্টকর হয়ে উঠেছে।

ত্রাণ বিতরণের সময় এনবিএর সভাপতি জনাব মতিউর রহমান বন্যা কবলীত এলাকার মানুষের কথা শুনে সান্ত্বনা দিয়ে বলেন, সকলে আল্লাহর সাহায্য কামনা করুন। ধৈর্য ধরুন। আশা করি- দ্রুত সময়ের মধ্যে বন্যার সমস্যা শেষ হয়ে যাবে, ইনশাআল্লাহ।

তিনি বন্যার ভয়াবহতায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা বন্যার্তদের পাশে দাঁড়াতে “ন্যাশনাল ব্রাইটেন আ্যাসোসিয়েশন(এনবিএ)” ও ভ্রাতৃপ্রতিম দেশের বিভিন্ন সংগঠনের সমর্থকসহ সকল সামাজিক, সাংস্কৃতিক শ্রেণিপেশার বিত্তবান মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমরা আট শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, মুড়ি, আলু, পেঁয়াজ, লবণ, বিস্কুট, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ এবং শিশু খাবার বিতরণ করেছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ন্যাশনাল ব্রাইটেন আ্যাসোসিয়েশনের মিডিয়া সম্পাদক মহিউদ্দিন আহমাদ, সদস্য মাহদী হাসান, রায়হান প্রমুখ।