শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, “ছাত্র-জনতা ও ইসলামী আন্দোলনের কর্মীদের সমন্বিত সংগ্রামের ফলে বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে তা সংরক্ষনের জন্য বিশেষভাবে ছাত্রশিবিরের প্রত্যেক জনশক্তিকেই পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। সে আলোকে নিজেদেরকে সৎ,যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” ছাত্রশিবির গাজীপুর মহানগর কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে দ্বীন কায়েমই আমাদের প্রধান লক্ষ্য । পথহারা ছাত্রসমাজের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যম এ সমাজ পরিবর্তন করতে হবে। ”
আজ শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৮ টায় নগরীর শহীদ আহসানুল্লাহ মাস্টার অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর মহানগর এর বিভিন্ন থানার কর্মীরা অংশগ্রহণ করেন।
নগর সভাপতি আবু হানিফের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনশিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক নুরুল ইসলাম, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর খাইরুল হাসান, তার্কিশ ওসমান পাশা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজুর রহমাসহ নগর নেতৃবৃন্দ।