ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসির নতুন চেয়ারম্যান হলেন ভারত থেকে

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ভারতের জয়শাহ।
মঙ্গলবার (২৭ আগস্ট) মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে জয়শাহ ছাড়া আর কেউ মনোনয়ন জমা না দেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

বিশ্বক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন তিনি। মাত্র ৩৫ বছর বয়সে এই দায়িত্ব পেয়েছেন তিনি।ভারত থেকে পঞ্চম চেয়ারম্যান হলেন শাহ

এর আগে ভারত থেকে ৪ জন আইসিসির চেয়ারম্যান দায়িত্ব পালন করেন। তারা হলেন- জাগমোহন ডালমিয়া, শারদ পওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর।

নতুন দায়িত্ব পেয়ে বেজায় খুশি জয়শাহ বলেছেন, আইসিসির চেয়ারম্যান হয়ে আমি খুব খুশি। বিশ্বজুড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমি ও আমার দল কাজ করব। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে রয়েছি যেখানে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন। সেই সঙ্গে ক্রিকেটে নতুন নতুন প্রযুক্তিও আসছে। ক্রিকেটের বাজার আরও বাড়ছে। এই পরিস্থিতিতে ক্রিকেটকে আরও ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কাজ শুরু করব আমরা।

ট্যাগস :

চট্টগ্রামে চাঁদাবাজির প্রতিবাদ করায় ব্যবসায়ী খুন

আইসিসির নতুন চেয়ারম্যান হলেন ভারত থেকে

আপডেট সময় ০৮:২৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ভারতের জয়শাহ।
মঙ্গলবার (২৭ আগস্ট) মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে জয়শাহ ছাড়া আর কেউ মনোনয়ন জমা না দেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

বিশ্বক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন তিনি। মাত্র ৩৫ বছর বয়সে এই দায়িত্ব পেয়েছেন তিনি।ভারত থেকে পঞ্চম চেয়ারম্যান হলেন শাহ

এর আগে ভারত থেকে ৪ জন আইসিসির চেয়ারম্যান দায়িত্ব পালন করেন। তারা হলেন- জাগমোহন ডালমিয়া, শারদ পওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর।

নতুন দায়িত্ব পেয়ে বেজায় খুশি জয়শাহ বলেছেন, আইসিসির চেয়ারম্যান হয়ে আমি খুব খুশি। বিশ্বজুড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমি ও আমার দল কাজ করব। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে রয়েছি যেখানে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন। সেই সঙ্গে ক্রিকেটে নতুন নতুন প্রযুক্তিও আসছে। ক্রিকেটের বাজার আরও বাড়ছে। এই পরিস্থিতিতে ক্রিকেটকে আরও ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কাজ শুরু করব আমরা।