ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আমিরে জামায়াত দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা রাখায় কৃতজ্ঞ চিকিৎসকরা Logo জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন Logo গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট Logo ঢাকা কলেজে অনুষ্ঠিত হলো বেসিক মানবাধিকার বিষয়ক কর্মশালা Logo ছাত্রদলের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ৬ নির্দেশনা Logo আমীরে জামায়াতের  হার্টে ৪ ব্লক, শনিবার বাইপাস সার্জারি Logo শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধাদের ২ গ্রুপের সংঘর্ষ Logo আওয়ামি সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন Logo জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি আগামীকাল Logo রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো ভারত

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১১:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • 192

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ সোমবার (২৬ আগস্ট) বিকেলে নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লেখায় বাংলাদেশের যুবারা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয়েছিল।

টাইব্রেকারে ভারতের প্রথম শট রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক মো. মেহেদী হাসান শ্রাবণ। বাংলাদেশ অবশ্য পর পর টানা চার শটে গোল করে। ভারতের পঞ্চম শটিও শ্রাবণ রুখে দিলে ৪-৩ ব্যবধানের জয় নিশ্চিত হয় বাংলাদেশে। ২০২২ সালে অনুষ্ঠিত প্রথম আসরের ফাইনালে ভারতের কাছে ৫-২ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশের যুবারা। এবার অবশ্য ভারতের কাটা সেমিফাইনাল থেকেই দূর করলো মারুফুল হকের শিষ্যরা।

বুধবার বিকেলে ফাইনালে আয়োজক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে ভুটানকে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে এসেছে নেপাল।

এদিন ম্যাচের শুরু থেকেই বেশ উজ্জীবিত পারফরম্যান্স করছিল বাংলাদেশের খেলোয়াড়রা। ৩৬ মিনিটের মাথায় তারা লিডও পেয়ে যায়। এ সময় বক্সের বামদিক থেকে রাব্বি হোসেন রাহুলের নেওয়া শট ভারতের গোলরক্ষক প্রিয়াণশ দুবে ঝাপিয়ে পড়ে ফিস্ট করে ফিরিয়ে দেন। বল তার হাত ছুঁয়ে চলে যায় আসাদুল মোল্লার কাছে। তিনি আলতো টোকায় বল জালে পাঠান। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর ৭৫ মিনিটের মাথায় সমতা ফেরায় ভারতের যুবারা। এ সময় ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে বল জটলার মধ্যে ঘুরতে ঘুরতে বক্সের মধ্যে পেয়ে যান অধিনায়ক রিকি মেতি হাওবাম। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ১-১ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায়। সেখানে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লেখায় আসাদুল-শ্রাবণরা।

জনপ্রিয় সংবাদ

আমিরে জামায়াত দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা রাখায় কৃতজ্ঞ চিকিৎসকরা

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

আপডেট সময় ১১:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ সোমবার (২৬ আগস্ট) বিকেলে নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লেখায় বাংলাদেশের যুবারা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয়েছিল।

টাইব্রেকারে ভারতের প্রথম শট রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক মো. মেহেদী হাসান শ্রাবণ। বাংলাদেশ অবশ্য পর পর টানা চার শটে গোল করে। ভারতের পঞ্চম শটিও শ্রাবণ রুখে দিলে ৪-৩ ব্যবধানের জয় নিশ্চিত হয় বাংলাদেশে। ২০২২ সালে অনুষ্ঠিত প্রথম আসরের ফাইনালে ভারতের কাছে ৫-২ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশের যুবারা। এবার অবশ্য ভারতের কাটা সেমিফাইনাল থেকেই দূর করলো মারুফুল হকের শিষ্যরা।

বুধবার বিকেলে ফাইনালে আয়োজক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে ভুটানকে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে এসেছে নেপাল।

এদিন ম্যাচের শুরু থেকেই বেশ উজ্জীবিত পারফরম্যান্স করছিল বাংলাদেশের খেলোয়াড়রা। ৩৬ মিনিটের মাথায় তারা লিডও পেয়ে যায়। এ সময় বক্সের বামদিক থেকে রাব্বি হোসেন রাহুলের নেওয়া শট ভারতের গোলরক্ষক প্রিয়াণশ দুবে ঝাপিয়ে পড়ে ফিস্ট করে ফিরিয়ে দেন। বল তার হাত ছুঁয়ে চলে যায় আসাদুল মোল্লার কাছে। তিনি আলতো টোকায় বল জালে পাঠান। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর ৭৫ মিনিটের মাথায় সমতা ফেরায় ভারতের যুবারা। এ সময় ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে বল জটলার মধ্যে ঘুরতে ঘুরতে বক্সের মধ্যে পেয়ে যান অধিনায়ক রিকি মেতি হাওবাম। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ১-১ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায়। সেখানে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লেখায় আসাদুল-শ্রাবণরা।